আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
বর্তমানে টেক দুনিয়ায় আলোচিত টপিক ChatGPT। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টির দিকে সবার নজর ছিল বিগত দশক জুড়েই। এখানে নতুন মাত্রা যুক্ত করেছে ChatGPT। ChatGPT সবার নজরে বা আলোচনায় আসার কয়েকটি কারণ রয়েছে। বলা যায় কয়েকটি মিথও এই আলোচনাকে তরান্বিত করেছে যেমন, গুগলের দিন শেষ করে দিয়েছে ChatGPT, বিশ্ব জুড়ে ব্যাপক মানুষের বেকারত্বের কারণ হবে ChatGPT, ইত্যাদি। এই দাবী গুলোকে আমি এখনো মিথই বলছি, কেন বলছি সেটাও টিউনের শেষ দিকে জানতে পারবেন।
অবশ্যই ChatGPT নিয়ে মাতামাতির প্রধান কারণ এর সক্ষমতা, এটি এমন কিছু করে দেখিয়েছে যা আগে কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারে নি। বর্তমান সময়ে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে মিলিয়নের বেশি ট্রাফিক অর্জন করার রেকর্ড একমাত্র ChatGPT এর রয়েছে। গুগল, মাইক্রোসফট, এবং ফেসবুকের মত টেক জায়েন্ট গুলোও এত দ্রুত এত ইউজার তৈরি করতে পারে নি। তবে এত ট্রাফিক এমনি এমনি আসে নি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সক্ষমতার পাশাপাশি আরেকটি বিষয় এখানে জড়িত সেটা হচ্ছে আগ্রেসিভ প্রোমোশন। যাই হোক ওইদিকে আর না যাই।
মূলত এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক একটি Question Answering সার্চ ইঞ্জিন। এটি তৈরি করেছে OpenAI কোম্পানি। ChatGPT কনভারসেশনের মাধ্যমে দিতে পারে জটিল সব প্রশ্নের উত্তর।
এটিকে বলা হচ্ছে যুগান্তকারী একটি প্রযুক্তি। টুলটি ওপেন করার সাথে সাথে ইউজাররা হুমড়ি খেয়ে পড়ছে। সহজ থেকে কঠিন, সব ধরনের প্রশ্নের উত্তর দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিচ্ছে দারুণ এই টুলটি।
অধিকাংশ ইউজার এখনি এর রেসপন্স নিয়ে অবাক হচ্ছে। চ্যাটবট হয়েও এর রেসপন্স মানুষের মত যা কিছুটা অবাক করার মতই। ChatGPT ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে মানুষ এবং কম্পিউটার ইন্টারেকশনে হয়তো কোন বাধা থাকবে না। মানুষ যা চায় তাই হয়তো কম্পিউটার দিতে পারবে।
তো আজকের এই টিউনে আমরা জানতে চলেছি ChatGPT আসলে কী? এটি কীভাবে কাজ করে? এর সুবিধা অসুবিধা এবং এখন পর্যন্ত তৈরি হওয়া কিছু মিথ নিয়ে।
ChatGPT একটি Large Language Model চ্যাট বট। এটি সাধারণ কোন চ্যাট বট নয়, মিলিয়ন মিলিয়ন ডাটা দিয়ে তৈরি করা বুদ্ধিমান চ্যাট-বট। এটি জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার (GPT) বা ভাষা মডেলের 3.5 সংস্করণ। এটি ডেভেলপ করেছে OpenAI নামের একটি কোম্পানি। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কনভারসেশন আকারে ইউজারের প্রশ্নের উত্তর দেয়া। এর রেসপন্স দেখে মনে হবে কোন মানুষ অপর প্রান্ত থেকে চ্যাট করছে।
এটি মূলত এক ধরনের Large Language Model যা এর বিশাল ডেটা বা ওয়ার্ড সিরিজ থেকে, ইউজারের চাহিদা মত পরের ওয়ার্ডটি প্রিডিক্ট করে এবং ইউজারকে নির্ভুল উত্তর দেবার চেষ্টা করে।
অন্যান্য Large Language Model থেকে এটি আলাদা। এতে রয়েছে, Reinforcement Learning With Human Feedback (RLHF) নামে একটি অতিরিক্ত লেয়ার যা এটিকে অন্যদের তুলনায় ইউজারদের কাছে বেশি আকর্ষণীয় করে তুলছে। এটি সর্বোচ্চ সঠিক উত্তর দিতে মানুষের ফিড ব্যাক থেকে নিজেকে ট্রেইন করতে পারে। মানুষ আসলে কোন অভিপ্রায়ে কোন উত্তর খুঁজছে এটি বুঝতেই ChatGPT তে RLHF লেয়ারটি যুক্ত করা হয়েছে এবং এখন পর্যন্ত এর দুর্দান্ত ফলাফল পাওয়া যাচ্ছে।
অবাক করার মত হলেও সত্য যে ChatGPT, আপনার জন্য কবিতা, গান, ছোট গল্প এমনকি কোড ও লিখতে পারবে। এটি কোন আর্টিক্যাল বা উপন্যাসের আউটলাইনও তৈরি করতে পারে। আপনি চাইলে নির্দিষ্ট টপিকের উপর আর্টিক্যালও তৈরি করতে পারবেন ChatGPT দিয়ে।
ChatGPT তৈরি করেছে San Francisco ভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি OpenAI। এখানে বলা রাখা ভাল, ফরপ্রফিট কোম্পানি OpenAI LP এর ননপ্রফিক প্যারেন্ট কোম্পানি হচ্ছে OpenAI Inc। এর আগেও OpenAI কোম্পানিটি সবার নজরে এসেছিল বেশ জনপ্রিয়তা পেয়েছিল এর DALL·E এর জন্য। DALL·E একটি ডিপ লার্নিং মডেল। DALL·E এর ফিচার হচ্ছে, টেক্সট আকারে ইন্সট্রাকশন দিলে ইউজারের চাহিদা মত একটি ইমেজ তৈরি করে দিতে পারে।
কোম্পানিটির CEO, Sam Altman, যিনি এর আগে Y Combinator এর প্রেসিডেন্ট ছিলেন। অনেকে বলছে ChatGPT মাইক্রোসফট এর প্রোডাক্ট যা পুরোপুরি ভুল। ChatGPT তৈরি করেছে OpenAI মাইক্রোসফট এখানে বিনিয়োগকারী। যেখানে তাদের ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। এর আগে তারা এক সাথে Azure AI প্লাটফর্মও ডেভেলপ করেছিল।
ChatGPT হচ্ছে একটি Large Language Model (LLM) যা আগেও উল্লেখ করেছি। যাদের এই বিষয়ে ধারণা নেই তাদের পরিষ্কার হয়ে নেয়া ভাল, Large Language Model (LLM) মূলত এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল যেখানে ম্যাসিভ ডাটা নিয়ে নির্দিষ্ট টুলকে ট্রেনিং দেয়া হয়। ফলে ইউজার কোন প্রশ্ন করলে এটি প্রিডিক্ট করতে সাহায্য করে পরবর্তী বাক্যে কোন শব্দ বসবে। এখন পর্যন্ত ইন্টারনেটে বড় বড় কোম্পানির নিজস্ব অনেক LLM বা Large Language Model রয়েছে। যেমন গুগলের, PaLM, Bard, LaMDA, Huawei এর PanGu-Alpha এবং Meta এর OPT-IML।
Large Language Model এর বৈশিষ্ট্য হচ্ছে এতে যত বেশি ওয়ার্ড যুক্ত হবে এটি তত সমৃদ্ধ হবে। এই ধরনের মডেল গুলোতে প্রতিনিয়ত ডাটার পরিমাণ যত বাড়বে, মডেলের বাক্য তৈরির সক্ষমতাও তত বৃদ্ধি পাবে।
যদিও ইতিমধ্যে গুগল ChatGPT এর প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দিয়েছে তবুও এখন পর্যন্ত Large Language Model হিসেবে সবার চেয়ে এগিয়ে ChatGPT। Stanford University এর মতে, GPT-3 এর ১৭৫ বিলিয়ন প্যারামিটার রয়েছে এবং ৫৭০ গিগাবাইট টেক্সট ইতিমধ্যে ট্রেইন করা হয়েছে। তুলনা করলে এর পূর্বসূরি GPT-2, এর প্যারামিটার ছিল মাত্র ১.৫ বিলিয়ন যা প্রায় ১০০ টাইম ছোট।
ডাটার স্কেল বৃদ্ধি পাওয়ায় মডেলটি এতটাই দক্ষতা অর্জন করছে যা ট্রেনিং ছাড়াই অনেক কাজ করতে পারে। যেমন ইংরেজি থেকে ফরাসিতে অনুবাদ এই মডেলকে ট্রেইন করা হয় নি তারপরেও এটি কাজ করতে পারে। তবে ধরনের ফিচার আবার GPT-2 তে অনুপস্থিত ছিল।
সাধারণত LLM গুলো অনেকটা Autocomplete এর মত কাজ করে, এটি প্রিডিক্ট করে বাক্যের পরের ওয়ার্ড কি হবে। এর মাধ্যমে এটি পুরো একপেজ পেজ প্যারাগ্রাফ লিখে ফেলতে পারে। তবে LLM গুলোর মুল সমস্যা ছিল এটি সব সময় বুঝতে পারতো না মানুষ আসলে কি চায়।
আর এজন্যই ChatGPT, এর আবির্ভাব! ChatGPT এর Reinforcement Learning with Human Feedback (RLHF) ট্রেনিং একে করে তুলেছে আরও বেশি শক্তিশালী। এটি বুঝতে পারে কোন প্রশ্নের কি উত্তর মানুষ চাচ্ছে।
GPT-3.5 কে ম্যাসিভ এমাউন্ট কোড এবং ইনফরমেশন সংক্রান্ত ডাটা দিয়ে ট্রেইন করানো হয়। তথ্য কালেক্ট করা হয় পুরো ইন্টারনেট থেকে, এটা হতে পারে Reddit ডিসকাশন বা অন্যান্য সোর্স থেকে যেখানে কোন প্রশ্নের উত্তর বিভিন্ন ব্যক্তি দিয়ে থাকে। আর এর মাধ্যমে ChatGPT শিখতে পারে কিভাবে মানুষের মত প্রশ্নের উত্তর দেয়া যায়।
আগেই উল্লেখ করেছি ChatGPT তে রয়েছে RLHF নামে এক্সট্রা লেয়ার। যার মাধ্যমে এটিকে হিউম্যান ফিডব্যাক দিয়েও ট্রেইন করা হয়। আর এই ধরনের ট্রেনিং বাক্যের পরবর্তী শব্দ আন্দাজ করতে দারুণ ফলাফল দিতে পারে। AI, এর মাধ্যমে শেখে মানুষ যখন কোন প্রশ্ন করে তখন সে আসলে কি জানতে চায়। আর LLM কে এই ভাবে ট্রেইন করা, সঠিক উত্তর পেতে যুগান্তকারী একটি পদক্ষেপ।
২০২২ সালের মার্চ মাসে, Training Language Models to Follow Instructions with Human Feedback নামে একটা রিসার্চ পেপার প্রকাশিত হয় যেখানে এই পদক্ষেপটি বর্ণনা করা হয়।
ডেভেলপাররা জানায়, এই পদ্ধতিটির মাধ্যমে তাদের Large Language Model এর প্রতি মানুষের ইতিবাচক মনোভাব তৈরি হবে। এতে মানুষের চাহিদা অনুযায়ী লেখনীতে কোন শব্দ ব্যবহার করতে হবে তারই সঠিক প্রশিক্ষণ পাবে ChatGPT। সাধারণ LLM এর কর্মদক্ষতার পাশাপাশি, এই পদ্ধতিতে তারা মানুষের ফিডব্যাককেও গুরুত্ব দেবে। ডেভেলপারদের দাবী, "মানুষ যখন কোন নির্দিষ্ট প্রশ্নে তাদের নিজেদের মত করে ফিডব্যাক দেবে তখন এর উত্তর হবে আরও হেল্প-ফুল, ট্রুথ-ফুল এবং হার্মলেস"।
Language Model বড় হওয়া মানেই যে এটা ইউজারদের অভিপ্রায় বুঝতে পারবে এমনটি কিন্তু নয়। যেমন কখনো Large Language Model এমন আউটপুটও জেনারেট করতে পারে যা ইউজারদের জন্য নিরাপদ নয়। আর তাই কোন উত্তর গুলো নিরাপদ নয় সেটা নির্ধারণ করবে RLHF।
যে সব ইঞ্জিনিয়ার ChatGPT তৈরি করেছে তারা এটির আউটপুটের রেটিং দেয়ার জন্য কিছু কন্ট্রাক্টর নিযুক্ত করে। তাদের কাজ হচ্ছে GPT-3 এবং নতুন InstructGPT এর আউটপুটের রেটিং দেয়া। InstructGPT মডেলটি ChatGPT এরই আরেক ভার্সন। রেটিং করার পর কনট্রাক্টররা যে ফলাফল দিয়েছে তা হল, তারা GPT-3 থেকে InstructGPT কে বেশি প্রেফার করে। উস্কানিমূলক বিষয়াবলী নিয়ন্ত্রণে InstructGPT, GPT-3 এর থেকে কিছুটা উন্নত। সর্বশেষ তারা জানিয়েছে InstructGPT বিষয়টি বেশ পজিটিভ তবে এখানে আরও ইম্প্রুভমেন্ট এর দরকার আছে।
তারা বলছে, আমাদের ফলাফল দেখাচ্ছে, Large Language মডেলের সাথে ইউম্যান ফিডব্যাক এড করাতে, বিভিন্ন কাজে এর আচরণে বেশ উন্নতি হয়েছে। তবে প্রশ্নের উত্তরের বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আর অনেক কিছু করতে হবে।
ChatGPT এর সাথে সাধারণ চ্যাট-বটের পার্থক্য হচ্ছে এটিকে এমন ভাবে ট্রেইন করা হচ্ছে যা মানুষের চাহিদা বুঝতে সক্ষম হবে। এবং এটি সহায়ক, বিশ্বাসযোগ্য, এবং নিরাপদ উত্তর দেবে। এই ট্রেনিং এর ফলে ChatGPT বুঝতে পারবে প্রশ্নের কোন পার্টটি দরকারি এবং কোন পার্টটি অপ্রয়োজনীয়।
কিভাবে ChatGPT মানুষের প্রেফারেন্স বুঝতে পারে সেটা নিয়ে আরেকটা রিসার্চ পেপার প্রকাশিত হয়।
যেখানে গবেষকরা লক্ষ্য করেছেন যেসব মেট্রিক্সের এর উপর ভিত্তি করে আউটপুটের রেট হয়, সেগুলো ভাল ফলাফল দিলেও তা মানুষের অভিপ্রায় বুঝতে পারে না। তারা বলেছে, "অনেক মেশিন লার্নিং আপ্লিকেশন মেট্রিক্স গুলো কেবল সেট করা আছে এবং সেই অনুযায়ী রেসপন্স করে তা সব সময় মানুষের ভাষা বুঝতে পারে না। ফলে এটি সমস্যা তৈরি করতে পারে যেমন ইউটিউবের রেকোমেন্ডেড অধিকাংশ সময় ক্লিকবেইট প্রমোট করে।
সুতরাং সমাধান হচ্ছে এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দরকার যা আউটপুটের উত্তর গুলোকে এমন ভাবে অপটিমাইজ করবে যা মানুষের কাজে লাগবে।
আর সেটা করার জন্যই ChatGPT কে এমন ভাবে হিউম্যান ডেটা সেট নিয়ে ট্রেইন করা হচ্ছে, যা সেরা উত্তর প্রিডিক্ট করতে পারবে এবং সেরা উত্তর ইউজারকে দিতে পারবে।
এই পেপারে জানা গেছে এই ট্রেনিং এ বিভিন্ন Reddit টিউন এবং বিভিন্ন নিউজের সারাংশ ব্যবহার করা হচ্ছে। গবেষকরা বলছে আমরা, এই সমস্ত সারাংশ এবং হিউম্যান কম্পারিজনের বিশাল ডাটাসেট কালেক্ট করছি যার দিয়ে এই AI কে ট্রেইন করা হচ্ছে।
চলুন ChatGPT এর কিছু সীমাবদ্ধতা জেনে নেয়া যাক,
হার্মফুল প্রশ্নের উত্তর পাওয়া যাবে না
ChatGPT সকল এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে টক্সিক বা হার্মফুল কোন রেসপন্স নেই। সুতরাং এটি এই ধরনের প্রশ্নের কোন উত্তর দেবে না। সকল বয়সী ইউজাররা যেন নিরাপদ তথ্য পায় সেটা নিশ্চিত করতেই তাদের এই উদ্যোগ।
উত্তরের কোয়ালিটি নির্ভর করবে ডিরেকশনের উপর
ChatGPT এর উল্লেখযোগ্য একটি সীমাবদ্ধতা হচ্ছে এর আউটপুট নির্ভর করবে এর ইনপুটের উপর। ইউজাররা যত ভাল ভাবে ইনপুট দিতে পারবে এটি তত ভাল আউটপুট দেবে। সুতরাং এক্সপার্টরা এটি ব্যবহার করে বেশি ভাল উত্তর পেতে পারবে।
উত্তর সব সময় সঠিক হবে না
এর বড় সীমাবদ্ধতা হল এটিকে এমন ভাবে ট্রেইন করা হয়েছে যা দেখে সব সময় সঠিক মনে হতে পারে। তবে এটি সব সময় যে ১০০% সঠিক উত্তর দেবে সেটা বলা যাবে না। অনেক ইউজারই ইতিমধ্যে খেয়াল করেছে ChatGPT মাঝে মাঝে ভুল উত্তর দিয়ে থাকে। যেহেতু এখনো এটি পরীক্ষামূলক ভাবে রান হচ্ছে সেহেতু এর থেকে নির্ভেজাল তথ্য সব সময় আশা করা যাবে না।
Stack Overflow ওয়েবসাইটের মডারেটররা লক্ষ্য করেছে, ইউজাররা বেশির ভাগ সময় বিভিন্ন প্রশ্নের উত্তরে ChatGPT ব্যবহার করছে। টিউন করা আনসার গুলো দেখতে সত্য মনে হলেও তার বেশিরভাগই ভুল। প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে হাজার হাজার ভুল উত্তর ইতিমধ্যে প্ল্যাটফর্ম থেকে সরিয়েছে, Stack Overflow মডারেটররা।
OpenAI নিজেরাও কিছু সীমাবদ্ধতা জানিয়েছে। OpenAI বলছে,
যেহেতু এটি এখনো সম্পূর্ণ নয় এবং এটির উপর রিসার্চ করা হচ্ছে সেহেতু এটি এখন যেকেউ চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারবে। ইউজারদের জন্য এখন এটি ফ্রিতে ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। ইউজারের ফিডব্যাকের উপর ভিত্তি করে এটিকে আরও উন্নত করা হচ্ছে। অফিসিয়াল ঘোষণায় বলা হয়েছে, যদিও আমরা ক্ষতিকর রিকুয়েস্ট গুলো রিফিউজি করার চেষ্টা করছি তবুও কখনো কখনো এটি ভুল উত্তর বা ক্ষতিকর উত্তর দিতে পারে।
তারা আরও জানায়, আমরা যদিও Moderation API ব্যবহার করে নির্দিষ্ট ক্ষতিকর কন্টেন্ট গুলো ব্লক করব তারপরেও কিছু নেগেটিভ বা পজিটিভ জিনিস থাকবেই। আমরা ইউজার দের ফিডব্যাক পেতে আগ্রহী যার ফলে আমরা আমাদের চলমান কাজকে আরও উন্নত করতে পারব। রেসপন্স রেট করার জন্য ChatGPT নির্মাতারা ইউজারদের আগ্রহী করতে এই মুহূর্তে, ৫০০ ডলার ChatGPT ক্রেডিট পর্যন্ত কন্টেস্টের আয়োজন করেছে।
Google ইতিমধ্যে তাদের নিজস্ব AI চ্যাট-বট প্রকাশ করেছে। গুগলের চ্যাট-বটের নাম LaMDA। গুগল ইঞ্জিনিয়ারদের দাবী LaMDA মানুষের মতই কনভারসেশন করতে পারবে।
বর্তমানে যেখানে OpenAI, Google, এবং Microsoft এর মত কোম্পানি গুলো নিজেদের চ্যাট বট তৈরি করছে সেখানে একটি প্রশ্ন সবার মাথায় ঘুরছে আর সেটা হল, এই চ্যাট বট গুলো কি ট্র্যাডিশনাল সার্চ ইঞ্জিন এর জায়গা নিয়ে নেবে?
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া গুলোতে অনেকে দাবী করছে ChatGPT হচ্ছে পরবর্তী Google।
চ্যাট-বট সার্চ ইঞ্জিন গুলোর জায়গা দখল করবে কিনা এই প্রশ্নের উত্তরে সব চেয়ে বেশি বিচলিত হবে যারা সার্চ ইঞ্জিন যেমন SEO, র্যাংকিং ইত্যাদি পেশায় নিয়োজিত।
প্রযুক্তি গবেষকরা অবশ্য এমন দাবীকে ভিত্তিহীন বলে উড়িয়েও দিচ্ছে না। যেহেতু প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে সেহেতু চ্যাট-বট গুলো সার্চ ইঞ্জিনকে রিপ্লেস করতেও পারে তবে সেক্ষেত্রে এখানে আরও অনেক কিছু এড করতে হবে, হাইব্রিড সার্চ ইঞ্জিন তৈরি করতে হবে।
মানুষ ChatGPT সম্পর্কে জানার পর থেকে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া গরম করে চলেছে। ভাইরাল বা ট্রেন্ডিং যুগে এটা নিয়ে অবশ্য অবাক হবার মতও কিছু নাই। তো এখন আমরা ইন্টারনেট জুড়ে চর্চা হওয়া কিছু মিথ নিয়ে কথা বলব।
গুগলের দিন এখানেই শেষ
টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত একটি টিউন শেয়ার হচ্ছে, "গুগলের দিন হয়তো এখানেই শেষ, " কিন্তু আসলেই গুগলের দিন শেষ? আমার এমনটা মনে হচ্ছে না। কারণ আপনাকে আগে বুঝতে হবে ChatGPT কী আর গুগল কি সার্ভিস দিচ্ছে। আমি যদি গুগলের সার্চ ইঞ্জিনের সাথেই তুলনা করি সেখানেই ChatGPT এর বর্তমান ভার্সন পিছিয়ে থাকবে। আমরা গুগলে কোন কিছু সার্চ দিয়ে হাজার হাজার ওয়েবসাইট থেকে রেজাল্ট পাচ্ছি, সেখান থেকে নিজেদের মত করে টপিক তৈরি করতে পারছি এবং একাধিক সোর্স থেকে কোন বিষয়ে সত্যতা যাচাই করতে পারছি। এই বিষয়টি কি আপনি ChatGPT পাবেন? গুগল সার্চে আমরা একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে ইমেজ, ভিডিও, নিউজ, আর্টিকেল পাচ্ছি যা ChatGPT তে এখন পর্যন্ত অসম্ভব। তাছাড়া আর ChatGPT এর এই ফলাফলে গুগল অবশ্যই বসে থাকবে না।
কিছুদিন আগে একটি টিউনে দেখলাম বাংলাদেশের জাতীয় পাখি কী উত্তরে ChatGPT বলছে হাস। হয়তো এখন এটি সংশোধন করা হয়েছে কিন্তু এই সেইম প্রশ্ন গুগল সার্চে করলে আপনি কয়েকশো উত্তর পেতেন যেখান থেকে এর সত্যতা যাচাই করার সুযোগ ছিল। বাংলাদেশের জাতীয় পাখি কী এটা আমরা সবাই জানি, আমি একটা উদাহরণ দিলাম।
ChatGPT রিপ্লেস করবে Quora কে
ChatGPT নিয়ে গুগলে সার্চ করলে একটি প্রশ্ন কিছু আগেও সামনে আসতো, ChatGPT কী রিপ্লেস করবে Quora কে? এই প্রশ্নে আমার মতামত হল ChatGPT নিজেকে আরও আপগ্রেড করলেও হয়তো Quara কে রিপ্লেস করতে পারবে না। ChatGPT, মূলত Quora এর মত প্রশ্নোত্তর ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করে সেগুলো এনালাইসিস করে এবং ফলাফল দেয়। যেহেতু Quora তে কোন প্রশ্নের বিপরীতে মানুষের উত্তর পাওয়া যায়, সেখানে ChatGPT পাওয়া যাবে মেশিনের উত্তর। ChatGPT ভুল তথ্য দিতে পারে সেদিকে যাচ্ছি না, তবে বলা যায় ChatGPT এর একার উত্তরের চেয়ে কয়েকজন মানুষের উত্তর অবশ্যই এগিয়ে থাকবে।
ChatGPT মিলিয়ন মানুষকে চাকরীচ্যুত করবে
স্বীকার করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে দিন গুলোতে অনেক মানুষের কাজকে কেড়ে নেবে এবং ইতিমধ্যে এটির পরমানও পাচ্ছি। তবে ChatGPT এর ক্ষেত্রে এটা কতটা ঠিক এখানে আমার প্রশ্ন আছে। এখন পর্যন্ত আমরা জানি ChatGPT দিয়ে আমরা কোডিং করতে পারব, গান লিখাতে পারব, কবিতা লিখাতে পারব। যদি কোডিং এর কথাই ধরি। স্বাভাবিক ভাবে যারা ফ্রিল্যান্সিং করে তারা জানে একটা ওয়েবসাইট ডিজাইন বা প্রোগ্রাম ডেভেলপ করার পর কি পরিমাণ রিভিশন দিতে হয়। ক্লাইন্ট বার বার সংশোধন করতে পাঠায়, এটা ঠিক করো ওটা ঠিক করো। এখন ChatGPT দিয়ে কোড করে একজন কতটা কাস্টমাইজেশন চাইতে পারবে?
জানা গেছে ChatGPT এর মাধ্যমে আপনি অনুবাদ করতে পারবেন। ২০০৬ সাল থেকে Google Translator কাজ করছে তারপরেও এখন পর্যন্ত আপনি কি নির্ভুল ভাবে ইংরেজি থেকে বাংলায় ভাবানুবাদ করতে পারছেন? যেটা মানুষের দ্বারা করা সম্ভব?
ইন্টারনেটে ChatGPT নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে, এখন ফ্রি হলেও মনে হচ্ছে ভবিষ্যতে এটির জন্য পে করতে হবে। এটি ওপেন করার মাত্র পাঁচ দিনের মাথায় এটিতে ১ মিনিলিয়নেরও বেশি ইউজার রেজিস্ট্রেশন করেছে।
তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 623 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।