সকল ব্রাউজারে স্কিনশট নেওয়ার নিয়ম ২০২২

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। টেকটিউনস এর নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে দেখবো কিভাবে সকল ব্রাউজারে স্কিনশট নেওয়া যায়৷

আমরা সকলে জানি কিছু ব্রাউজার আছে যেখানে কোন স্কিনশট নেওয়া যায় না। যেমন - "Incognito Mode " Private Mode. এই মোডে খুব সহজে স্কিনশট নিবো কিভাবে সেটা দেখবো।

এক কথাই সকল ব্রাউজার এ কিভাবে স্কিনশট নিবো? তা আজকের এই টিউটোরিয়ালে বিস্তারিত দেখবো৷

ব্রাউজারে স্কিনশট নেওয়ার উপায়গুলো :

  • প্রথমে যেই ব্রাউজারে স্কিনশট নিবেন সেই ব্রাউজার একটা পেজ ওপেন করুন৷
  • এরপর লিংক এর উপর ক্লিক করুন৷ এবং শেয়ার আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
  • এরপর স্কিনশন অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। এবং পেজের যেই টুকু স্কিনশট দিবেন সেই টুকু ক্রপ করুন।
  • এরপর "নেক্সট " এ ক্লিক করে- সেভ টু ডিভাইস দিন৷ দেখবেন স্কিনশটটি সেভ হয়ে যাবে।

আর এভাবে আপনি যেকোনো ব্রাউজার এ স্কিনশট নিতে পারবেন।

তো এই ছিলো আজকের মতো৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আরও :জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

আরও দেখুন :Ps cc 2019 for Android

Level 0

আমি ওবি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস