জ্বালানী ছাড়াই বিদ্যুৎঃ এই দেশীয় প্রযুক্তি

আমাদের দেশের অনেক আবিষ্কার মাটির তলায় চাপা পড়ে যাই। সেই কবে মারকনি রেডিও আবিষ্কার করেছিল কিন্তু তার আগে আমরা সেটা তৈরি করেছিলাম। কিন্তু আমরা প্রচার বিমুখ তাই কেও জানেনি। যায় হোক আমি একটা খবর পড়লাম আমাদের দেশের দুই যুবক একটি প্রোজেক্ট করেছে যেটাই জ্বালানী ছাড়াই বিদ্যুৎ পাওয়া যায়। কি চমকে গেলেন?? আসলে তাদের তৈরি এই প্রোজেক্ট এ যতটুকু জ্বালানী লাগবে পাওয়া যাবে তার থেকে অনেক বেশি। আরও বিস্তারিত বলি। এখানে দুইতা মোটর দিয়ে একটা জেনারেটর এর কয়েল ঘুরানো হবে। মোটর চালাতে যেই বিদ্যুৎ লাগবে সেটা তাদের মতে ৮০০ ওয়াট । আর জেনারেটর থেকে পাওয়া যাবে ৩৬০০ ওয়াট। খরচ বাদ দিলে থাকে ২৮০০ ওয়াট। জানিনা কতটুকু সফল। কিন্তু এইরকম প্রযুক্তির স্বপ্ন ছোটবেলাই দেখতাম। যদি তারা পুরোপুরি সফল হয় তাহলে তা মানব জাতির অনেক উপকার হবে।

বিস্তারিত নিচের লিঙ্ক এ ক্লিক করলে জানা যাবে।

http://www.somewhereinblog.net/blog/monir_rj/29449380

Level 0

আমি monir4241। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bhaiya , chomotkar 1ta project banaisen no doubt.kintu description dile arektu valo hoto .asha korsi continue korben …..best of luck 1

    স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বাংলাদেশে কিছু হবে না। এই লোককে এই দেশ থেকে অন্য দেশে নিয়ে যাবে। কারণ এই দেশে এই মানুষের দাম বা স্বীকৃতি নাই। এর আগে অনেক আবিস্কারককে দেখা গিয়ে ছিল। এখন তারা কোথায় বলতে পারবেন?

Level 0

মাঝে মাঝেই এমন কিছু খবর পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত খবরের পাতাতেই এরা থেকে যায়, সামনে আসেনা। জিনিসগুলো আসলে খুব চমকপ্রদভাবে উপস্থাপন করা হলেও প্রধান সমস্যা যেটা থেকে যায় তা হল উপযুক্ত ব্যাখ্যা। জ্বালানী ছাড়া বিদ্যুত উৎপাদন সম্ভব নয়, আমরা শক্তি উৎপাদন করতে পারি না, শক্তি কনভার্ট করতে পারি। তাই ইনপুট হিসেবে একটি শক্তি যে প্রবেশ করাতে হবে যা সরাসরি শক্তির রূপ হতে পারে অথবা জ্বালানী হতে পারে। এই খবরটি আমি পত্রিকায় পড়েছিলাম, সেখানে খুব হাস্যকরভাবে লেখাছিল কোন জ্বালানী লাগবে না, এমনিতেই শক্তি তৈরী হবে। এখানেও তেমন কোন ব্যাখ্যা পেলাম না।

Level 0

ami o ak mot

এই সিস্টেমটা কিন্তু ফিজিক্সের সূত্র ব্রেকআপ করেছে।
অনেক আগে টিভিতে এক বাংলাদেশীর এমন একটি যন্ত্র দেখেছিলাম যেটি নিজে নিজে চলে (অনেকটা এটার মত)! কিন্তু ফিজিক্সের সূত্র অনুসারে তা অসস্ভব। ভেবেছিলাম ফিজিক্স ওয়ার্ল্ডে খুব হইচই ফেলবে, দেশী বিদেশীরা দৌড়ে আসবে, কিন্তু কিছুই হলনা। সম্ভবত এইসব প্রযুক্তিগুলো খুব একটা টেকসই না, অথবা এদের এমনভাবে কাজ করার পেছনে কোন কারণ আছে, নইলে বিশ্বের দরবারে আমরা হইচই ফেলে দিতাম পাটের জিনোম আবিষ্কারের মত। 😀

এই প্রায় একই রকম খবর জিবনে অনেক পড়লাম কিন্তু আমার মনে হয় সবই ভুয়া।
কারন এরকম হলে আমাদের দেশে কারেন্টের সমস্যা থাকতনা।

Level 0

আপনার সব আবিস্কার বিজ্ঞানী দের সুত্র গুলকে support করতে হবে তবেই এটা আলোর মুখ দেখবে

ব্যাপার টা এমন না, আর এইধরনের কিছু সম্ভব না, আমিও একসময় এমন ভাবতাম, কিন্তু পড়তে গিয়ে দেখলাম এটা কখন সম্ভব না, মোটর ও জেনারেটর ও মোটর একই প্রিঞ্ছিপল মেনে চলে, তাই কম ইনপুট দিয়ে বেশি আউটপুট হবে না,
তবে এটা ভাল কথা যে আমরা জানার চেষ্টা করছি…………

অনেক দিন আগে প্রথম আঁলোতে পর পর দুইটা খবর পাইছিলাম যে একজন তুষ দিয়ে কারেন্ট উত্‍পন্ন করবে এবং রাস্তার ভিতর ম্যাগনেট দিয়ে বিদ্যুত্‍ উত্‍পন্ন করবে । এখন আমার প্রশ্ন হল তারা এখন কোথায় ?

Level 0

science না পরে নতুন কিছু আবিস্কারের দিন শেষ । কারন সায়েন্স আখন অনেক আগিয়ে গেছে…
Harvart, MIT তো এর বসে নাই

মাঝে মাঝে এই ধরনের খবর দেখি মিডিয়া গুলুতে কিন্তু পরে আর কোন খোঁজ থাকেনা আর আমাদের সরকার গুলুও এই সবে নজর দেয়না জানিনা কেন?আমার মনে হয় নিজের দুর্নীতি টিকিয়ে রাখতে আর মানুষকে মিথ্যে কথা শুনাতে যে এত মেগাওয়াট বিদ্যুত যোগ হয়েছে জাতিয় গ্রিডে যদিও বিদ্যুৎ দুর্ভোগের কোন নিস্তার মানুষ পায় না,যেই লাউ সেই কদুই আমরা দেখি। তাই এই সব প্রতিভা গুলু অঙ্কুরেই নষ্ট হয়ে যাওয়া থেকে বাচাঁনো উচিত ।আর আমার মনে হয় সরকারের এই সব প্রতিভার গুলুর প্রতি একটু সু-দৃষ্ট দেয়া উচিত।

Level 0

ভাই, আমি fuel cell নিয়া university তে থিসিস করতেছি ।কাজ করতে গিয়া মনে হল আসলে ভাল প্রজেক্টে ভাল ফান্ডিং আর proper তদারকি দরকার । এমনকি india তে renewable energy sector এ অনেক কাজ হচ্ছে।কিন্তু আমরা থমকে আছি।

Level 0

eta ki sombhob eta ki soktir nittotar sutro mene chole?eta sombhob noi.sombhob hole amaderke kichu korte hobe na efficiency er jonno aboard thke tader automatic nie jaoa hobe

Level 0

এইসব ফালতু জিনিস দেখে মুখের ভাষা খারাপ করতেই হয়|
ফালতু মফিজেরা সায়েন্স সম্পর্কে কিছু না জাইনাই লাফায়|
গাড়িতে মোটরের সব চালন শক্তি আসে জ্বালানী থেকে|
এই গাঁজাখুরি গল্পের পিছে খালি বলা যায় এরা বিরাট সাইজের বলদ|
আরে আমাদের পিচ্চি কালে এইসব পার করে আসছি
এই সমস্যার সমাধানে এইটা :
মনে করেন লিভারে বা হাইডোরলিক দিয়ে যে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় তা ভরের শক্তির নিত্যতা সুত্রমতে মোটপ্রযুক্ত বল প্রাপ্ত বলের সমান বা এক্ষেত্রে দীর্ঘ সময়ে প্রদানকৃত বল অল্প সময়ে বেশি হিসেবেপাওয়ার সমান
সুতরাং মোট শক্তি সর্বদা সমান
আরও সমাধান:
যদি সুবিধা বেশি লব্ধ হয় তাহলে তা হবে অন্যভাবে জমাকৃত শক্তি (রাসায়নিক বা অন্য) শক্তি এর লব্ধি |
সুতরাং নো মোর লাফালাফি হবে বুদ্ধির কাম সববলদের জন্য|