
* আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরী সম্পন্ন হবে। পৃথিবীর কক্ষপথে ঘুর্নায়মান, মানুষ নির্মিত এটিই সর্ব বৃহৎ যন্ত্র।

* মঙ্গল গ্রহের বুকে অবতরন করবে "মঙ্গল ল্যাবরেটরী"
![]()
* ওএস জগতের আমূল পরিবর্তন নিয়ে আসবে উইন্ডোজ ৮

*ইউজার সংখ্যার দিক দিয়ে গুগল প্লাস টুইটার কে অতিক্রম করবে

* প্রায় এক বিলিয়ন নক্ষত্রের এই বিশাল গ্যালাক্সির নিখুত ত্রিমাত্রিক মানচিত্র তৈরী করতে চালু হবে "গায়া মিশন"

* সব ওয়্যারলেস ডিভাইস এবং মোবাইলের ইন্টারনেট স্ট্যান্ডার্ড হবে ৪জি

* কম্পিউটার মেমোরী সাধারন অন অফ পদ্ধতি থেকে বেরিয়ে এটমিক লেভেল মেমরিস্টার পদ্ধতিতে কাজ করবে

* বর্তমান ২৪ ন্যানোমিটার চিপ এর বদলে ১৪ ন্যানোমিটার চিপ সর্বত্র ব্যবহৃত হবে

*ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা টেলিভিশন ব্যাবহারকারীর সংখ্যা থেকে ছাড়িয়ে যাবে

* মানুষের বদলে যুদ্ধক্ষেত্রে রোবোটিক মুল ব্যাবহৃত হবে

* বাজারে আসবে প্লে স্টেশন ৪

* লার্জ হ্যাড্রন কলাইডার তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারের পর্যায়ে উন্নীত হবে

*পৃথিবীর প্রথম দূষনমুক্ত, কার্বন মুক্ত শহর তৈরির প্রথম পর্যায় সম্পন্ন হবে আরব আমিরাতে

* বরফ যুগের লোমশ ম্যামথ এর ক্লোন তৈরী হবে

* চাঁদ ভ্রমনে সরবার জন্য টিকেট উন্মুক্ত হবে

* প্লুটো তে পৌছাবে মানুষের তৈরী প্রথম নভোযান

* গুগল প্লাস এর উইজার সংখ্যা ফেইসবুক ছাড়িয়ে যাবে!

সূত্রঃ সুখবর২৪.কম
আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রথম! চমৎকার পোস্ট