RAM ও ROM কাকে বলে?

 

RAM হল একটি ক্ষণস্থায়ী মেমোরি। RAM কে অনেকটা মানুষের স্মৃতির সাথে তুলনা করা যেতে পারে। যেমন মানুষের স্মৃতি তিন ধরনের হয়ে থাকে। এর ভিতরে একটি হলো ক্ষণস্থায়ী স্মৃতি। ক্ষণস্থায়ী স্মৃতি হলো যেমন আপনি কোন একটি জিনিস দেখছেন, পড়ে সেই জিনিসটার কিছু অংশ মনে করতে পারলেন। এবং কিছু অংশ মনে করতে পারছেন না।

কম্পিউটার নেটওয়ার্ক কি? কাকে বলে জানতে ক্লিক করুন?

ঐ যে কিছু অংশ মনে করতে পারলে না সেটি আপনার ক্ষণস্থায়ী স্মৃতির ভিতরে পড়ে। Ram ও ঠিক ঐ রকম RAM এর ভিতরে যতক্ষণ বিদ্যুৎ চালিত হবে ততক্ষণ RAM আপনার ডাটা সেভ বা জমা করতে পারবে।

 

ROM হচ্ছে আপনার ফাইল কেবিনেট যেখানে আপনি আপনার প্রয়জনীয় ফাইল কিংবা তথ্য জমা রাখেন আর র‍্যাম হচ্ছে আপনার টেবিল বা ডেস্ক যেখানে ঐসব ফাইল বা তথ্য নিয়ে আপনি কাজ করেন।

ROM হচ্ছে দীর্ঘস্থায়ী একটি মেমোরি। যা RAM থেকে অনেক উন্নতমানের মেমোরি। ROM আপনার সকল ডাটা বিদ্যুৎ না থাকলেও সেভ বা জমা করে রাখতে পারে। মনে করুন, আপনার বা আপনাদের একটি ভিডিও আপনার বা আপনাদের ROM এ জমা করে রাখলেন। এর বিদ্যু চলে গেলো।

 

কিন্তু যখন বিদ্যুৎ চলে আসবে তখন দেখতে পাবেন আপনার ফাইল একই জায়গাতেই আছে। আপনার অনুমতি ছাড়া, ROMথেকে আপনার কোন ধরনে ফাইল ডিলেকট বা মুছে যাবে না। তবে ROM এর অনেক ধরনের সাইজের আছে। ROM এর ফাইলের ধারণ ক্ষমতা যত বেশি হবে, ততবেশি আপনার ফাইল ROM এ জমা করতে পারবে।

আরও পড়ুনঃ

ইনফো ডেইরি

ভার্চুয়াল র‍্যাম কি? সুবিধা অসুবিধা। র‍্যামের কাজ কি?

Level 0

আমি শাকিল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করতে ভালো লাগে।ইন্টারনেট এ সারাদিন ঘাটাঘাটি করে নতুন কিছু চোখে পরলেই সেটা নিয়ে গুগল, ইউটিউব না করলে বা সেই বিষয় টা না যতক্ষণ না ব্যাবহার করছি ততক্ষণ আমার মাথায় অন্য কিছু আসলেও সেগুলো কখনো স্থায়ী হয় না।তাই সব সময় শিখতেছি আর সেটা প্রয়োগ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস