Apple Watch এর নাম কেন iWatch হয় নি! জানুন পেছনের গল্প

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকের বিশ্লেষণমূলক এই টিউনে আলোচনা করব, কেন Apple Watch এর নাম iWatch হয় নি।

আমরা যদি অ্যাপলের দীর্ঘ ইতিহাস দেখি করি তাহলে খেয়াল করব তাদের পণ্য গুলো এমন iMac, iPod, iPhone এবং iPad, মানে হচ্ছে সব প্রোডাক্টের আগে i অক্ষরটি রয়েছে। কিন্তু একটু অবাক করার মত বিষয়, যখন তাদের ঘড়ির কথা আসে তখন সেটা কেন Apple Watch। তারা কি ঘড়িতে তাদের সেই ঐতিহ্য সংরক্ষণ করে না? কেন করে না? এর পেছনে কি কোন কারণ আছে? এই সকল প্রশ্নের উত্তর দিতেই আমি আজকের এই টিউন সাজিয়েছি।

Apple Watch কেন iWatch নয়?

কিছুদিন আগে Blomberg এর একটি সাক্ষাৎকার, Tim Cook কে জিজ্ঞাস করা হয়েছিল তাদের ঘড়ির নাম কেন iWatch না রেখে Apple Watch রাখা হল, কিন্তু উত্তরে স্পেসিফিক কোন জবাব পাওয়া যায় নি। তবে এই নামকরণে নতুন CEO, Tim Cook এর কি কোন হাত আছে?

না! বিষয়টি এমন না, অ্যাপলের নির্দিষ্ট প্রোডাক্টের নামকরণে CEO এর কোন কর্তৃত্ব নেই। প্রশ্নটির উত্তর পেতে হলে আপনাকে একটু গভীরে যেতে হবে। অ্যাপলের ঘড়ির নাম Apple Watch হবার মুল কারণ ট্রেডমার্ক সংক্রান্ত জটিলতা! অ্যাপলের এই প্রোডাক্ট যখন ডেভেলপমেন্টে ছিল তখন iWatch নামকরণের তাদের আইনি ভাবে কয়েকটি কোম্পানির সাথে লড়াই করতে হয়েছে।

যুক্তরাষ্ট্রের OMG Electronics নামের একটি কোম্পানি দাবী করে iWatch নামটি তারা আগে থেকেই ট্রেডমার্ক করে রেখেছিল। একই ভাবে Pro Bendy নামের আইয়ারলেন্ড ভিত্তিক একটি কোম্পানি তাদের ঘড়ির ক্ষেত্রে iWatch ব্যবহার করে যা ইউরোপীয় ইউনিয়নের সকল দেশের ক্ষেত্রে প্রযোজ্য অন্যদিকে চীনের একটি কোম্পানিও এই নাম ব্যবহার করে।

সুতরাং এই দেশ গুলোতে নতুন করে নিজের নাম প্রতিষ্ঠা করা অ্যাপলের পক্ষে কঠিন কাজই নয় বরং কয়েক মিলিয়ন ডলারের সেটেলমেন্টের বিষয়।

অ্যাপলের ট্রেডমার্ক ইস্যু

তবে এমন জটিলতা অ্যাপলের জন্য নতুন ঘটনা ছিল না এর আগেও iPad নামটি নেয়ার জন্য চীনের একটি কোম্পানিকে ৬০ মিলিয়ন ডলার দিতে হয়েছিল। কারণ Proview নামের একটি কোম্পানি নামটি আগে থেকে নিজেদের নামে ট্রেডমার্ক করে রেখেছিল। আবার iPhone নামটিও Cisco, অ্যাপলের আগেই ট্রেডমার্ক করে রেখেছিল। তবে Cisco কে অ্যাপল কত টাকা দিয়েছে সেটা প্রকাশ করে নি।

কে বলবে হয়তো কোম্পানি গুলো নিজেদের নাম উচ্চমূল্যে অ্যাপলের কাছে বিক্রি করার জন্যই আগে থেকে প্রোডাক্ট আন্দাজ করে, নিজেদের নামে ট্রেড মার্ক করে রাখে।

ট্রেডমার্ক ইস্যু এড়াতে অ্যাপলের অতীত পদক্ষেপ

ভবিষ্যতে ট্রেডমার্ক নিয়ে এমন জটিলতা তৈরি হতে পারে বুঝতে পেরে অ্যাপল, ২০১০ সালের দিকে চেয়েছিল "i" প্রিফিক্সটি নিজেদের জন্য ট্রেডমার্ক করে নিতে কিন্তু আদালতের বিপক্ষে গিয়ে এটা করতে পারে নি। আদালত রায় দেয়, কোন নির্দিষ্ট কোম্পানি "i" প্রিফিক্সটি ব্যবহার করতে পারবে না।

২০০৬ সালে Steve Jobs অ্যাপল টিভির নাম দিয়েছিল iTv কিন্তু নামটি ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি আগে থেকে ট্রেডমার্ক করে রাখায়, অনেক আইনি লড়াই করেও তারা নামটি ধরে রাখতে পারে নি, সর্বশেষ Apple Tv করতেই বাধ্য হয়।

শেষ কথাঃ

তো Apple Watch নামকরণের পেছনের ঘটনা মূলত এটাই ছিল। কে জানে অ্যাপলের পরবর্তী প্রোডাক্ট গুলো আগে থেকে আন্দাজ করে কোন কোম্পানি হয়তো ট্রেডমার্কের দিকে এগিয়ে যাচ্ছে।

তো কেমন হল এই বিশ্লেষণমূলক টিউনটি জানাতে অবশ্যই টিউমেন্ট করুন, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস