প্রযুক্তি যখন সঙ্গী

আসসালামু আলাইকুম.

শুভেচ্ছা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্রযুক্তি।  প্রযুক্তি আমাদের সবার সঙ্গী হয়ে আছে।  সেই ২০০৫ সাল থেকে নকিয়া মোবাইল ১১০০ মডেল ফোনের মাধ্যমে  আমার প্রযুক্তির সাথে সম্পর্ক।  প্রযুক্তির যে বিষয়গুলো সঙ্গী হয়ে আছে সেটা হচ্ছে ২০০৫ সাল থেকে আজকে ২০২০ সাল প্রায় ১৫ বছর এর ভিতর অনেক  কিছুর সাথে পরিচয় হয়েছে।  ২০০৫ সালের পরে আমি হঠাৎ করে আমাদের এলাকার বড় ভাই এমদাদুল হক ইমুর কাছে ফটোশপ ও এমএস ওয়ার্ড  শিখলাম। এরপর ২০০৮ সালে থাকে  সাইবার ক্যাফে যেতাম যদিও অন্য বছরগুলোতে গিয়েছিলাম তবে  ২০০৮ সালে একটি বেশি।

এরপর  বেশিরভাগ সময় ফোনে নেট ব্যবহার করতাম।  ২০০৯  সালে আমার মামাতো ভাই জহিরুল ইসলাম সজিব আমাকে ফেসবুক সম্পর্কে বলে।  সজিব আর আমি সবসময় প্রযুক্তি নিয়েই কথা বলতাম গান ভিডিও বিভিন্ন আপডেট সম্পর্কে আলোচনা চলতো আমাদের। সেই সুবাদে  সজিব আমাকে ফেসবুকের কথা বলে।

২০১০ সালের শুরুর দিকে আমি ফেসবুকে অ্যাকাউন্ট করি।  যদিও সেটাও আমাকে হেল্প করে সজিব।  ফেসবুক একাউন্ট খুলে দেওয়ার জন্য ওর বাসার পিসি দিয়ে।  আমার মনে আছে এখনো যেমন
নেট হাতের নাগালে তখন এত নাগালে  ছিল না।  মোবাইলে নেট এবং ক্যাবলের মাধ্যমে পিসিতে নেট কানেকশন দিতাম  তারপর ইন্টারনেট ব্যবহার করতাম।  ২০১২ সালে এন্ড্রয়েড ফোনে কিনি।  এরপরে ২০১৩ সালে ল্যাপটপ সোনি বায়ো সাথে ক্যামেরা কিনে নিলাম ছোট্ট স্মার্ট ক্যামেরা।  এভাবে করতে করতে ভালই চলছিল তারপরে মোবাইল দিয়ে ল্যাপটপে কানেকশন এর মাধ্যমে নেট ব্যবহার করতাম।

এভাবে বেস ভালই চললো।  যদিও এসময়ে ওয়াইফাই ছিলো অতো ভালো বুঝতাম না।  যখন বুঝলাম  যখন ব্লগগুলোতে একাউন্ট করলাম।  তারপর সামওয়ারইন ব্লগ,   পিসিহেল্পলাইন, টেকটিউনস সার্চ বক্সে  লিখে যেসব বিষয় নিয়ে আমার প্রতিশ্রুতি ছিল সেগুলো  সম্পর্কে জেনে নিতাম  এর পাশাপাশি  প্রচুর বই পড়তাম ও বইয়ের সফট কফি  পিডিএফ পড়তাম।

২০১৬ সালের দিকে  বরিশালের স্বনামধন্য প্রতিষ্ঠান সাত রং সিস্টেমে মাসুদ  রানা ভাই'র কাছে ফ্রিল্যান্সিং সাত রং থেকেই গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পূর্ণ করি। ২০১৯ সালে  বরিশালের সব চেয়ে বড় ৯ লক্ষ মেম্বার ফেসবুক গ্রুপ ফ্রেরেন্ডস ফর লাইভ আমাকে এডমিন করা হয়।

এছাড়া ২০১৯ সালে যখন একটি মহল বিভিন্ন ভাবে দেশে  গুজব ছড়ায় সেই গুজবে কান না দিতে বাংলাদেশের চৌকষ কয়েক জন মিলে গুজবে কান দিবেন না নামে একটি গ্রুপ খুলে গ্রুপটির মেম্বার প্রায় ৪ লক্ষ সেই গ্রুপে আমাকে মডারেটর করা হয়।

দুই প্রযুকির নিয়ে বলা হয়নি যে প্রযুক্তির মাধ্যমে আমি সবচেয়ে বেশি শিখতে পেরেছি। তা হল গুগল এবং ইউটিউব যা  কিছু অজানা ছিল সে তথ্যগুলো তা আমি জানতে ও শিখতে  পেরেছি।  তো এত সময় আমার কথা ধৈর্য সহকারে শুনার জন্য  ধন্যবাদ

ভাল থাকবেন সুস্থ থাকবেন।

প্রযুক্তি যখন সঙ্গী! ভিডিও দেখতে পারেন

Join us on facebook:

Sohel Molla Facebook  :

Sohe Molla Page:/

Priyo Barishal Page: https://www.facebook.com/barishalpriyo/

Follow us on twitter: https://www.twitter.com/sohelmollabsl

Follow us on Instagram: https://www.instagram.com/sohelmollabsl/

যোগাযোগ :
Email: [email protected]

Level 3

আমি সোহেল ওয়াদুদ। Founder, প্রিয় বরিশাল, বরিশাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস