টেকনোলজি সম্পর্কে কিছু তথ্য… ৪র্থ পর্ব (যা অনেকেরই হয়ত অজানা)

আসসালামু আলাইকুম,

টেক দুনিয়ায় প্রতিনিয়তই অনেক রকম ঘটনা ঘটে থাকে।আর প্রতিদিনই আমরা টেকনোলোজি সম্পর্কে নানা রকম খবর মুহূর্তের মধ্যেই পেয়ে যাই।তবে টেকনোলজির অনেক অজানা বিষয় রয়েছে যা আমাদের অনেকেরই হয়ত অজানা।

টেকনোলোজি সম্পর্কে অজানা কিছু তথ্যের আজ ৪র্থ পর্ব:

 

  • Marc Andreessen ১৯৯৪ সালে রিলিজ করেছিল “Netscape Navigator” ব্রাউজার, যেটা এতটা জনপ্রিয় ছিল যে,সেই সময় ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৯০% সেই ব্রাউজার ব্যবহার করতো।

 

  • সবার প্রথম মোবাইলে কল করেন Martin Cooper ১৯৭৩ সালে, যিনি মটোরোলার একজন কর্মচারী ছিলেন।

 

  • আইপডের ৫০মিলিয়ন গ্রাহক হতে সময় লেগেছিল প্রায় ৩ বছর।

 

  • স্পামার রা প্রতি ১২মিলিয়ন স্প্যাম মেসেজে মাত্র ১টি তে রিপ্লায় পায়।

 

  • নকিয়া ১৮৬৫সালে স্থাপিত হয় এবং তাদের প্রধান বাবসা ছিল পেপার উৎপাদন করা।

 

  • ১৫ মার্চ ১৯৮৫ সালে প্রথম ডোমেইন নেম রেজিস্টার হয়েছিল, যা ছিল symbolics.com

 

  • সাগা ড্রিমকাস্ট ছিল প্রথম কনসোল যেটাতে রিয়েল টাইম অনলাইন প্লে ফিচার ছিল।

 

  • com থেকে zzz.com প্রযন্ত যত ডোমেইন নাম আছে,তা ইতিমধ্যে রেজিস্টার করা হয়ে গেছে।

 

 

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

 

 

যারা আগের পর্ব মিস করেছেন তাদের জন্যঃ

টেকনোলজি সম্পর্কে কিছু তথ্য ৩য় পর্ব (যা অনেকেরই হয়ত অজানা)

 

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস