ফ্রিতে নিয়ে নিন আনলিমিটেড হোস্টিং,আনলিমিটেড ব্যান্ডউইথ,আনলিমিটেড মাইএসকিউএল ডেটাবেজ ওবং আরও অনেক কিছু।

আজকে আমি আপনাদের এমন একটা সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব যে আপনাদের ফ্রি হোস্টিং এর ধারনাই বদলে যাবে। আমি ওয়ার্ডপ্রেস সাইট হোস্টিং করেও অনেক ভালো স্পীড পাইছি। সাইট লিঙ্ক।

 

 

আমরা অনেকেই ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করে থাকি।আবার অনেকেই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করে। অফলাইন এ ওয়ার্ডপ্রেস শিখতে অনেক ধরনের সমস্যা হয়। অনেক সময় লোকাল সার্ভার এ একরকম দেখায় আবার লাইভ সার্ভার এ অন্যরকম দেখায়। তাছাড়া এখন জব এর ক্ষেত্রে সবারই অনলাইন পোর্টফলিও প্রয়োজন হয়।এখন কথা হল নিজেরা যদি ডোমেইন হোস্টিং কিনে বেবহার করতে চাই তবে অনেক টাকার প্রয়োজন যা আমাদের অনেকের পক্ষে মেনেজ করা পসিবল না।এ কারণে প্রায় সবাই ফ্রি হোস্টিং ব্যবহার করে থাকে।

 

অনলাইন এ অনেক ফ্রি হোস্টিং  সাইট আছে যেমন 000webhost,byethost ইত্যাদি। তবে এরা অনেক কিছুই লিমিটেড করে রাখে। তবে কিছুদিন আগে আমি একটা সাইট পেলাম যারা প্রায় সবকিছুই  আনলিমিটেড দেয়। এছাড়া ও এই সাইট এর আরও অনেক সুবিধা আছে

 


মনে করেন আপনার ২টা আলাদা আলাদা সাইট আছে। এখন আপনি ২টা সাইট হোস্ট করতে ২টা অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু এখানে মেইন অ্যাকাউন্ট এর আন্ডার এ আরেকটা অ্যাকাউন্ট করলেই হবে। অবাক করার বিষয় হল আপনি যে অ্যাকাউন্ট খুললেন ওই অ্যাকাউন্ট এর জন্য আবার আনলিমিটেড জাইগা বরাদ্দ হবে।সাইট লিঙ্ক।

 

 

আবার অনেকের পেইড ডোমেইন আছে কিন্তু হোস্টিং নাই সে চাইলে addon ডোমেইন হিসেবে পেইড ডোমেইন অ্যাড করতে পারবে এবং ওই ডোমেইন এর জন্য আনলিমিটেড জাইগা বরাদ্দ হবে।

 

 

 

এছাড়া পেইড হোস্টিং এর যে সকল সুবিধা যেমন Apps Installer,Cloudflare,Online File Manager, Site Builder সহ প্রায় সব ধরনের সুবিধা পাবেন।
এই সাইট এর সবচেয়ে মজার ব্যাপার তো বলাই হয় নাই। পেইড হোস্টিং এ সাপোর্ট সেন্টার থাকে।কেউ যদি কোন সমস্যায় পরে তবে তাদের সাথে যোগাযোগ করলে তারা সমাধান দেওয়ার চেষ্টা করে।এখানেও আছে তবে সরাসরি না। এদের ফোরাম আছে। ফোরাম এ প্রশ্ন করলে প্রায় এক দিনের ভিতর উত্তর দেয়। মজার ব্যাপার হল এই সাইট এর যে মালিক সেই এডমিন। আমি প্রব্লেম এ পরলে প্রশ্ন করতাম।নিচে আমার একটা প্রশ্ন এর screenshot দিয়ে দিলাম।

 

 

এছাড়া এদের পেইড হোস্টিং  সার্ভিস ও আছে। পেইড  হোস্টিং  এ কি কি পাবেন তার screenshot দিয়ে দিলাম। আমার মনে হয়  না  পেইড  হোস্টিং  এ এতো সার্ভিস অন্য কেউ দিতে পারবে। সাইট লিঙ্ক।

 

আর কেউ যদি কোন সমস্যায় পরেন তবে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার টিউন ভালো লাগলে লাইক টিউমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থাকুন সবাই প্রযুক্তির সাথে।ধন্যবাদ  সবাইকে।

Level 0

আমি সাইম আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ। বাট কিছুদিন পরেই দেখা যাবে তারা উধাও হয়ে গেছে কিংবা আমার সাইট ডিলেট করে দিছে!! ফ্রি হোস্ট সাইটের মধ্য হোস্টিয়া বেশ নাম করা।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে অনেক ফ্রি hosting company কিছুদিন চালানর পর আর চালাইতে পারে না। তবে এ ক্ষেত্রে আমি বলতে পারি infinityfree গত পাঁচ বছর ধরে ব্যেবসা করতেছে। যদি চলে যাওয়ার হত তবে আরও অনেক আগেই চলে যেত।

যে কন ধরনের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।