আপনার ঘরের ফ্রিজটি যদি স্মার্ট ফ্রিজ হয় তাহলে কেমন হয়? আসুন পাঠক আমরা সবাই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড LG এর একটি সুপার স্মার্ট, চমৎকার ডিজাইন এবং অবিশ্বাস্য রেফ্রিজারেটর বা ফ্রিজের সাথে পরিচিত হই!!!!

 

 

 

প্রিয় পাঠক, বর্তমান যুগে রেফ্রিজারেটর বা ফ্রিজ একটি অত্যান্ত গুরুত্বপূর্ন গৃহস্থালি পন্য। এটি ছাড়া এই যুগে কোন মানুষ তার রান্না ঘর কল্পনা করতে পারে না, এমনকি তার দৈন্দিন জীবনও নয়। তাই বর্তমানে যখন সবকিছু স্মার্ট হয়ে যাচ্ছে (স্মার্ট ফোন, চশমা, ঘড়ি, টিভি, ঘর ইত্যাদি) তখন ফ্রিজ কেন পিছিয়ে থাকবে। এই ব্যাপারটি বোধহয় LG খুব ভালোভাবেই অনুভব করতে পেরেছে। তাই এবারের ইলেক্ট্রনিক্স পন্য প্রদর্শনী IFA 2016 LG তাদের একটি অত্যান্ত চমৎকার এবং সুপার স্মার্ট ফ্রিজ প্রদর্শন করেছে। LG এর পক্ষ থেকে এই সুপার স্মার্ট ফ্রিজের নাম বলা হয়েছে "LG InstaView Smart Fridge" এবং এটি প্রদর্শনের পর থেকেই উন্নত বিশ্বে খুব ভালোভাবেই হইচই ফেলে দিয়েছে এবং সবাইকে অবাক করে দিয়েছে। LG তাদের এই সুপার স্মার্ট ফ্রিজটি এই বছরের শেষ প্রান্তিকে আমেরিকাতে বাজারজাত শুরু করবে বলে জানিয়েছে। আর যেহেতু স্যামসাং এর একটি স্মার্ট ফ্রিজ বাজারে আছে তাহলে কেন LG এর এই সুপার স্মার্ট ফ্রিজ সবাইকে অবাক করে দিল, কি পাঠক খুব জানতে ইচ্ছে করছে তাই না? কারন এটি Windows 10 Operating System চালিত একটি
সুপার স্মার্ট ফ্রিজ। কি পাঠক অবাক হয়েছেন তো, হ্যা অবাক হওয়ারই মত ব্যাপার। Windows 10 এখন শুধু আর কম্পিউটার, ল্যাপটপ এবং স্মার্ট ফোনেই সীমাবদ্ধ নয়,দৈন্দিন জীবনে ব্যবহৃত পন্যেও এর ব্যবহার শুরু হয়েছে। তো আসুন এই স্মার্ট ফ্রিজে কি কি সুবিধা থাকছে একটু জেনে নিই:

১. এতে আছে ২৯ ইঞ্চি মিরর গ্লাস ডিসপ্লে।
২. এটি Windows 10 Operating System এ চালিত।
৩. এটি মাইক্রোসফট পারসোনাল অ্যাসিস্ট্যান্ট কর্টানা সাপোর্ট করে।
৪. আপনি এতে যেকোন অডিও এবং ভিডিও ফাইল ওপেন করতে এবং এনজয় করতে পারবে।
৫. আপনি চাইলে যেকোন অ্যাপ মাইক্রোসফট স্টোর থেকে এতে ইন্সটল করতে পারবেন এবং এনজয় করতে পারবেন।
৬. আপনি চাইলে এতে ইন্টারনেট ব্রাউজও করতে পারবেন।

 

পাঠক,এছাড়াও আরো কিছু চমৎকার ফিচার এই সুপার স্মার্ট ফ্রিজে আছে। আসুন সেগুলোও জেনে নিই:

১. ডাবল ট্যাপিং করে এর ডিসপ্লেকে অর্ধসচ্ছ করা যায়। এভাবে ফ্রিজের দরজা না খুলেই ভিতরে রাখা জিনিপত্র দেখা যাবে।
২. আপনি ফ্রিজের সামনে দাড়ালেই এর স্মার্ট লাইট সেনসর অটোমেটিকালি ফ্রিজের দরজা খুলে দেবে।
৩. এছাড়া আপনি চাইলে এর বিভিন্ন অংশে আপনার ইচ্ছে মত তাপমাত্রা সেটআপ করতে পারবেন।
৪. আপনি চাইলে ফ্রিজে রাখা একটি নির্দিষ্ট খাবারের জন্য আইকন ড্রপ এবং ড্র্যাগ করতে পারবেন যদি আপনি সেই খাবারটির জন্য কোন নোট লিখে রাখতে চান যেমন রেসিপি।
৫. এছাড়াও এতে সাধারন ফ্রিজের অন্য বৈশিষ্ট্যগুলোও বিদ্যমান।

 

 

আর পাঠক, নিচের লিংক থেকে LG InstaView Smart Fridge এর চমৎকার ভিডিও প্রিভিউটি দেখতে ভুলবেন না কিন্তু!!!
https://www.youtube.com/watch?v=bsMB8l2vjbI

 

সুপ্রিয় পাঠক, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ব্যতিক্রমধর্মী টিউন উপহার দিতে। আশা করছি আমার এই ব্যতিক্রমধর্মী টিউনটিও আপনাদের খুব ভালো লেগেছে আর কেমন ভালো লাগলো তা টিউমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু!!!

 

বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউন করার জন্য সচেষ্ট থাকুন।

Level 2

আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

How much ?

    ভাই LG এর পক্ষ থেকে এই সুপার স্মার্ট ফ্রিজটির এখন পর্যন্ত মূল্য ঘোষনা করা হয় নাই। তবে শিগ্রই তারা মূল্য ঘোষনা করবে বলে জানা গেছে। আপনি বছরের শেষের দিকে LG BD স্টোরে এই ব্যাপারে খোজ নিতে পারেন। আর আপনাকে ধন্যবাদ টিউমেন্ট করার জন্য। শুভ কামনা রইল আপনার প্রতি।

শেয়ার করার জন্য ধন্যবাদ। কম্পিউটার টিপস, ইন্টারনেটে আয় সহ প্রযুক্তি বিষয়ক লেটেস্ট আপডেট পেতে ভিজিট করুন এখনি http://bd.tutorialgift.com/ নিজে জানুন, লিখুন ও অন্যকে জানান!!