কম্পিউটার কিবোর্ড সম্পর্কে জানুন বিষ্ময়কর কিছু তথ্য! কপাল থেকে চোখ আসমানে উঠবে!

টিউন বিভাগ প্রযুক্তি কথন
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিত্য ব্যবহার্য কম্পিউটার ইনপুট সিস্টেমের অন্যতম অংশ তথা কম্পিউটার কিবোর্ড সম্পর্কে বিষ্ময়কর তথ্য সম্বলিত আমার আজকের টিউন।

আমরা জানি কম্পিউটার একা একা চলতে পারে না। কম্পিউটার ব্যবহারকারীর নির্দেশনা মোতাবেক কাজ করে শুধু। এই নির্দেশনা দেওয়ার জন্য আমরা কম্পিউটারে মাউস এবং কিবোর্ড সংযুক্ত করে থাকি। সুতরাং কম্পিউটার পরিচালনায় মাউস এবং কিবোর্ড এর গুরুত্ব কতোটুকু সেটা নিশ্চয় আপনাদের বুঝিয়ে দিতে হবে না। ল্যাপটপ কম্পিউটারে সংযুক্ত ট্র্যাকপ্যাড এক্সটার্নাল মাউসের ব্যবহার কমিয়ে দিলেও কিবোর্ড কিন্তু সব কম্পিউটারে স্বরূপে বিদ্যমান থাকে। আজ আমরা তাই কম্পিউটার কিবোর্ড সম্পর্কে বিষ্ময়কর কিছু তথ্য জানবো।

কম্পিউটার কিবোর্ড কম্পিউটারের অন্যতম ইনপুট সিস্টেম হলেও এটার কোন ইউনিক লেয়াউট নেই। বিভিন্ন অঞ্চলে বা দেশে কিংবা ব্যক্তিবিশেষে একেক জন একেক ধরনের কিবোর্ড লেয়াউট ব্যবহার করে থাকেন। যেমন আমরা বাংলাদেশে অধিকাংশ মানুষ যে কিবোর্ড লেয়াউট ব্যবহার করি তার নাম QWERTY কিবোর্ড। যাহোক, এসব আপনারা পরেও জানতে পারবেন। এখন চলুন ধারাবাহিক ভাবে কিবোর্ড সম্পর্কে বিষ্ময়কর তথ্যগুলো জেনে নেই। সাবধান থাকবেন চোখ যেন সর্বোচ্চ কপাল পর্যন্তই উঠে। তার বেশি উঠলে কিন্তু বিপদ হতে পারে।

কম্পিউটার কিবোর্ড পাবলিক টয়লেট এর চেয়েও ৫গুন বেশি নোংরা

শিরোনাম দেখেই নিশ্চয় আতকে উঠেছেন অনেকেই? ঘেন্নায় কিবোর্ডে নিশ্চয় হাত রাখতে ইচ্ছে করছে না? অথবা কেউ ভাবছেন বেটা টিউনার নিশ্চয় ফাজলামি করছে। আমার এতো সুন্দর কিবোর্ড দেখলেই চুমা খেতে ইচ্ছে করে অথচ এটা নাকি পাবলিক টয়লেট এর চেয়েও ৫গুন নোংরা! যাহোক, মুদ্দা কথা হলো যদি কোন কিবোর্ড টানা এক বছর পরিষ্কার করা না হয় তাহলে সেখানে যে পরিমান ময়লা জমে থাকে সেটা প্রায় পাবলিক টয়লেট এর চেয়ে ৫গুন নোংরা পরিবেশ সৃষ্টি করে। আসলে আপনি যদি কিবোর্ডটাকে একটু খুলে দেখেন তাহলে নিজেই চমকে যাবেন ভেতরে ময়লার পরিমান দেখে।

কম্পিউটার কিবোর্ড পাবলিক টয়লেট এর চেয়েও ৫গুন বেশি নোংরা

এ কারনে নিজেদের স্বাস্থ সুরক্ষা এবং পরিচ্ছন্ন কম্পিউটার ব্যবহারের জন্য প্রতি এক মাস অন্তর কিবোর্ড ভালো করে পরিষ্কার করা উচিত। যেহেতু কিবোর্ড পরিষ্কারের জন্য কাপড় কিংবা পানি কোনটাই ঠিক মতো ব্যবহার করা যায় না এজন্য কোন ব্লোয়িং মেশিন কিংবা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা উচিত। আমি ব্যক্তিগত ভাবে পরামর্শ দিবো কিবোর্ড পরিষ্কারের জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে। যেকোন দোকানে ২০০-৫০০ টাকার মধ্যে ইউএসবি ভ্যাকুয়াম ক্লিনার কিনতে পাওয়া যায়। এবার তো নিশ্চিন্ত হলেন তাহলে?

হ্যাকারেরা আপনার প্রত্যেকটি কীস্ট্রোক সম্পর্কে জানতে পারে

কী-লগার সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা জানিনা। হ্যাকারেরা কী-লগার ব্যবহার করে আপনার কম্পিউটারের প্রত্যেকটি কীস্ট্রোক সম্পর্কে জানতে পারে। মানে আপনি কম্পিউটারে কী লিখলেন, কী পাসওয়ার্ড দিলেন, কী কী কমান্ড টাইপ করলেন সবকিছু। সাধারনত মেইল, কীজেন, ক্র্যা-ক ইত্যাদির মাধ্যমে কী-লগার কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সেটা ব্যবহারকারীর অজান্তেই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং আপনার যাবতীয় কী-স্ট্রোক এবং স্ক্রিনশট হ্যাকারকে মেইলে সরবরাহ করে থাকে।

কারও কম্পিউটারে কী-লগার ইনস্টল করা থাকলে সেটা খুব সহজেই বুঝা যায় না। কী-লগার থেকে বাঁচতে কম্পিউটারে সব সময় ভালো মানের ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করুন। যে কারও পাঠানো মেইল ভেরিফাই না করে ওপেন করবেন না। তাছাড়া বন্ধু, শত্রু কিংবা আইটি স্পেশালিস্ট বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড এর মেইলগুলোও চেক করে তারপর ওপেন করুন যদি সেখানে কোন এটাচমেন্ট থেকে থাকে। কারন ফেসবুক আইডি হ্যাক করার এর চেয়ে সহজ পদ্ধতি আর নেই।

সবচেয়ে কম পারফোরমেন্স এর লেয়াউট হলো QWERTY কিবোর্ড লেয়াউট

আমি আগেই বলেছি যে আমরা কম্পিউটারে যে কীবোর্ড লেয়াউট ব্যবহার করি তার নাম QWERTY কিবোর্ড লেয়াউট। তবে QWERTY কিবোর্ড ছাড়াও বর্তমানে আরও জনপ্রিয় দুটি কিবোর্ড লেয়াউট হলো Dvorak এবং Colemak কিবোর্ড। এই বাকী দুই লেয়াউট এর মধ্যে সবচেয়ে বেশি পারফোরমেন্স হলো Colemak কিবোর্ড এর এবং তারপর দ্বিতীয় অবস্থানে Dvorak কিবোর্ড। পরিসংখ্যানে দেখা গেছে Colemak কিবোর্ড এর চাইতে QWERTY কিবোর্ড এর চেয়ে ৮০% বেশি আঙ্গুল নাড়াতে হয়। আর Dvorak কিবোর্ড এর চাইতে ৫০% বেশি আঙ্গুল নাড়াতে হয়।

এর মানে দাড়ালো আপনি যদি Colemak কিবোর্ড ব্যবহার করেন তাহলে আমাদের প্রচলিত কিবোর্ড এর চেয়ে ৮০% দ্রুতগতিতে টাইপ করতে পারবেন। অনুরূপ ভাবে Dvorak কিবোর্ডে ৫০% দ্রুতগতিতে কাজ করতে পারবেন। আপনার যদি পর্যাপ্ত সুযোগ থাকে তাহলে আমার মনে হয় কিবোর্ড লেয়াউট পরিবর্তন করার সময় এসে গেছে। নতুন এর প্রতি আকর্ষন থাকলে কিবোর্ড লেয়াউট চেঞ্জ করা দিয়েই শুরু করা যাক.

প্রতি ১০, ০০০ লিখতে আঙ্গুলগুলো প্রায় ১ মাইল পরিমাণ ভ্রমণ করে

আমাদের কাছে বহুল ব্যবহৃত QWERTY কিবোর্ড লেয়াউট ব্যবহার করে আপনি ১০, ০০০ (দশ হাজার) শব্দ লিখেন তাহলে এই পরিমাণ শব্দ লিখতে আপনার হাতের আঙ্গুলগুলো প্রায় ১ মাইল পরিমাণ রাস্তা পরিভ্রমণ করতে পারে। তবে অন্যান্য কিবোর্ড লেয়াউট ব্যবহার করলে এই পরিশ্রমটা বহুগুণে কমে যাবে।

প্রতি ১০, ০০০ লিখতে আঙ্গুলগুলো প্রায় ১ মাইল পরিমাণ ভ্রমণ করে

নন-ল্যাটিন কিবোর্ডগুলোতে মাল্টিপল লেয়াউট থাকে

নন-ল্যাটিন কিবোর্ড লেয়াউটগুলোতে মাল্টিপল কিবোর্ড লেয়াউট থাকে। যেমন কোরিয়ান কিবোর্ড লেয়াউটগুলোতে Dubeolsik এবং Sebeolsik লেয়াউট উভয়েই রয়েছে। তবে মজার ব্যপার হলো এরাবিক লেয়াউটে। কারন ম্যাক এবং উইন্ডোজ পিসির জন্য তাদের দুই ধরনের লেয়াউট রয়েছে। মানে ম্যাক থেকে উইন্ডোজে কিংবা উইন্ডোজ থেকে ম্যাকে গেলে আপনার খবর আছে।

নন-ল্যাটিন কিবোর্ডগুলোতে মাল্টিপল লেয়াউট থাকে

টেকটিউনস প্রতিষ্ঠাতা এবং বর্তমান টেকটিউনস সিইও মেহেদী হাসান আরিফ ভাই একদিন কিবোর্ড লেয়াউট নিয়ে এক বিশাল আলোচনা করেছিলেন আমার সাথে। কিবোর্ড সম্পর্কে এতো তথ্য আমি আগে শুনিনি কিংবা দেখিওনি। তবে শুধু কিবোর্ড লেয়াউট না, আরও অনেক দিন আরও অনেক অনেক কথা শুনার সৌভাগ্য হয়েছিলো মেহেদী ভাইয়ের মুখ থেকে।

তবে সেই সুযোগ কিন্তু আপনারও রয়েছে। যদি হতে চান একজন গর্বিত টেকটিউনস টিম মেম্বার কিংবা টেকটিউনস সুপ্রিম টিউনার তাহলে সে সুযোগ সৃষ্টি হয়েছে এখনই। তাড়াতাড়ি এখানে ক্লিক করে বিস্তারিত জেনে চলে আসুন টেকটিউনস টিমে। আমরা তো আপনারই অপেক্ষায়।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।

আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 157 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই অনেক কিছু জানতে পারলাম

প্রতিদিন তাহলে কোন না কোনভাবে ১ মাইলের বেশি সময় ধরে হেটে চলেছি প্রযুক্তির আনাচে-কানাচে।
.
.
.
.
সুন্দর টিউনের জন্য ধন্যবাদ! 🙂

    হুম, তবে আজকাল পড়াশোনার চাপে আমার হাঁটাহাটি কমে গেছে। সামনে আবার শুরু করবো ইনশাল্লাহ!

একদম হিসাব করা এক সপ্তাহ পরে চলে আসলেন! আগে সপ্তাহে কয়েকটা টিউন পেতাম। এবার একটার বেশি পাচ্ছি না। মাসেও এখন ৪টা হয় না মাঝে মাঝে। যাহোক, আজকের টিউনটি সত্যিই অনেক ভালো হয়েছে। অনেক কিছু জানতে পারলাম। সত্যি কথা বলতে কি এসব সহজ অথচ অসামান্য বিষয়গুলোতে আমাদের নজর খুব কমই পড়ে। তবে আপনার মতো টিউনারের কাছ থেকে জানতে পারলে ভালো লাগাটা একটু বেশিই কাজ করে।

সুন্দর, গুছানো এবং মানসম্মত টিউনের জন্য অসংখ্য ধইন্যার শুভেচ্ছা 🙂

    পড়াশোনা এবং আরও কিছু ব্যক্তিগত কাজে এখন টিউন করার সময় হয়ে উঠেনা। আপাততো প্রত্যেক শুক্রবারে একটা করে টিউন করার চেষ্টা করবো। আশা করছি শুক্রবারগুলোতে নিরাশ করবো না আপনাদের।

কম্পিউটার কিবোর্ড পাবলিক টয়লেট এর চেয়েও ৫গুন বেশি নোংরা শুনে মোটেও আঁৎকে উঠি নাই। আপনার অনুমান ভুল।

    হা হা হা, আপনি অনেক সাহসী লোক দেখতেছি তাহমিদ ভাই! একটা আস্ত পাবলিক টয়লেট এর সাথে দিন যাপন! মজার না?

সুন্দর একটা টিউনের জন্য অনেক ধন্যবাদ সানিম ভাই! 🙂

Mini Mini TnQ (many many Thanks) @Fahad bhai… 🙂 for your super tune…

ন্যাংটার নাই বাটপারের ভয় আর আমার নাই………………এর ভয়। ধন্যবাদ…..আমার টেকটিউন্সে ঢোকা সার্থক হল

    মাইরালা কেউ আমারে! কী যে চুপি চুপি বোঝালেন উপরওয়ালা জানে! তবে আমিও ভয় পাই না জুয়েল ভাই 🙂

Thanks for nice tune.

Level 0

প্রিয় সানিম মাহবীর ফাহাদ ভাই আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।
ভাই আমি আপনার কাছে একটি সাহায্যর আবেদন করছি ।
https://www.techtunes.io/computing/tune-id/339033 ভাই আপনি উক্ত লিংকের টিউনটি দেখেছেন তাই আমার ধারোনা আমার সমস্যার সমাধান আপনিই দিতে পারবেন ।
আমি সমস্যা টি রাসেল রনি ভাইকে জানিয়েছি কিন্তু উত্তর পাইনি ।
তবে আমার ধারোনা আমার সমস্যার সমাধান আপনিই দিতে পারবেন ।
আমি https://www.techtunes.io/computing/tune-id/339033 উক্ত লিংকের টিউনার রাসেল রনি ভাইকে যে প্রশ্ন করে ছিলাম সেটি হলো আমি আপনার টিউনে http://www.silentinstall.org/download/SibSetup.exe উক্ত লিঙক থেকে silent install builder 4.4.0 সফটয়ার ডাউনলোড করেছি। যার size 3.3 MB কিন্তু টিউনে Download Silent Install Builder size [626 KB] ছিল। আমি জানতে চাচ্ছিলাম আপনি কোন ভার্সন টি ব্যবহার করছেন এবং সেইটির ডাউনলোড লিংক দিলে বড়ই উপকৃত হব। কারণ silent install builder 4.4.0 সফটয়ার টি দিয়ে কাজ হচ্ছে ঠিকই কিন্তু ঘন্টা খানেক পর যে সফটোয়ার আমি Silent Install Builder দিয়ে তৈরি করছি সেটি আর কাজ করে না। তাই আমি আপনার নিকট স্মরণাপন্ন হইলাম। সমাধান দিলে চিরকৃতজ্ঞ থাকিব। অনুরোধে ০১৯১৮-০৮৮৯৯৬
০১৭১৮-৭৬৭২১৪
[email protected]

    আমি সফটওয়্যারটি কখনো ব্যবহার করিনি। তবে ভবিষ্যতে যদি কখনো করি তাহলে আপনাকে জানানো হবে। অপারগতার জন্য দুঃখিত!

তাহিলে দেখি টয়লেট ও কী বোর্ডের কাছে ফেইল ! #সার্চিং_হারপিক_ফর_কীবোর্ড ! :p
বাই দা ওয়ে, কীবোর্ড লেআউট Dvorak এবং Colemak এর সম্পর্কে আপনার কাছথেকে একটা হট টিউন আশা করতেই পারি ! কি বলেন ? 🙂

    সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ তমাল ভাই। আপনার আশাটাকে পূর্ণতা দেওয়ার চেষ্টার কমতি করবো না আশা করি। তবে বাদ বাকি সৃষ্টিকর্তার ইচ্ছে। টেকটিউনসের পাশেই থাকুন।

“অামিও কিন্তুক বাই অাচুক্কা অাঁতকাই উডি নাইক্কা” :mrgreen:
তথ্যটা ব্রেইনের ডিস্কে অাগেই জমা ছিল- অারো একটা খাঁটি কথা বলি শুনেন- মনুষ্য শরীর হল ব্যাকটেরিয়ার অভয়ারণ্য- রীতিমতো কিলবিল করছে….বচনখানা দেয়া হয়েছিল লিন্ডাও সম্মেলনে……….এটা জানার পর এখন হোটেলের রান্নাঘর দেখলেও অার বমি অাসে না- তেল চুপচুপে পরটা খেলেও ঢেঁকুর তুলি অারামসে……. তো, অামি কি ডরাই সখি এইসব ভিখারি কি-বোর্ডে? 😆

তবে পুলকিত হয়েছি লেঅাউটের এহেন বর্ণনা পড়ে (অাসলে দেখে)….সামান্য কিন্তু দারুন জিনিসটা নিয়ে অামার ধারণা ছিল অামজনতা যেই অামটা খায় ওইটাই মুনে লয় সবচেয়ে মিষ্টি অার ফলপ্রসু……অাহা, প্রসুতি যে অন্য জায়গায় চুপ মেরে অাছে কে জানত!! 😉 😉 মাঠের ঘাসে বিছানো কিবোর্ডটা কিন্তু সেই লেভেলের হইছে!!

Chris Hemsworth (Thor বাবা)-র Blackhat (2015) মুভিটা দেখতে পারেন– কী-স্ট্রোকের কথায় মনে পড়ে গেল……অার অারবদের জন্য অামার ‘এক মিনিট নীরবতা পালন’ ছাড়া বলার কিছু নাই 🙂

মচৎকার টিউনের জন্য ক্ষেতের তাজা ধইন্যা 🙂

    ব্যাকটেরিয়ার ব্যাপারটাই যে কথাটি মনে পড়ে গেলো সেটা হলো, এক জনের শরীর থেকে আরেকজনের শরীরে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া স্থানান্তরিত হয় একজন আরেকজনকে চুমু খেলে (কীভাবে খেলে হয় সেটা আমজনতাকে বুঝে নিতে হবে!)। আমরা কিন্তু এই কাজটি ছাড়া নিজেদের রোমান্টিক জীবন ভাবতেই পারিনা। যে গাভী দুধ দেয় তার দু’একটা লাথিও হজম করতে পারা যায়। আসলে প্রতিরোধের উপায় না জানলে চেষ্টা করি সমস্যটাকে যতোটুকু সম্ভব মিনিমাইজ করা যায় কিনা। যদিও এখনো পর্যন্ত চুমুর কোন মিনিফায়েড ভার্সন তৈরী হয়নি তারপরেও কিবোর্ড পরিষ্কার রাখলে হয়তো কিছুটা হাইজেনিক পরিবেশে থাকা যাবে।

    মুভিটা আগেই দেখে ফেলেছি! তবে ভালো লাগা মুভিগুলোকে কেউ পূণরায় রিকমেন্ড করলে অনেক ভালো লাগে। সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ 🙂

খুবই সুন্দর একটি টিউন।
যারা এ ধরনের টিউন পড়তে চান বা ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স করতে চান। নিচের লেখাটি কপি করে গুগল বা ইউটিউবে সার্চ করে ভিজিট করার আমন্ত্রন।
epay_J-mSns