ইউজার সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে নতুন সোশ্যাল এন্ড পেমেন্ট নেটওয়ার্ক “TSU”

এটি একটি নতুন সোশ্যাল নেটওয়ার্ক, যারা তাদের ইনকামের ৯০%-ই, ইউজারকে দিয়ে থাকে !!! তাই এর জনপ্রিয়তা প্রতিদিন এতোটাই বাড়ছে যে, মাত্র ৭৪ দিনেই এর ইউজার সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। এর নির্মাতা প্রতিষ্ঠানটি জাপানে অবস্থিত।

আমরা সাধারণত ফেইসবুক থেকে কোন ইনকাম করতে পারি না। অথচ, ঠিক একই রকম সাইটে আপডেট স্ট্যাটাস দিয়ে আমরা ইনকাম করতে পারি।  TSU তাদের ইনকামের ৯০%-ই দিয়ে থাকে ইউজারদের।

মুল কথায় আসি। ৩০০ ফ্রেন্ড হওয়ার পরেই আপনার ইনকাম শুরু হবে। আপনি আপনার পোষ্ট এ যত লাইক, কমেন্ট, শেয়ারার আর ভিউয়ার পাবেন, আপনার ইনকাম তত বাড়বে। আর তাই Like, Comments & Share হলো এই সাইটের ইনকাম এর মূল হাতিয়ার । তার চেয়ে বড় বিষয় হলো Family Tree তৈরি করা। আপনার মেম্বার যত বেশি হবে, ইনকাম ও তত বাড়বে। কারন, আপনি যাদের ইনভাইট করবেন, তাদের ইনকামের ৫০% বোনাস পাবেন আপনি। এরপর বাকি সার্কেল তো আছেই...

আর বেশি কথা বলব না।
এখন আসা যাক সাইন আপ এর পালায়। এখানে সাইন আপ করতে হলে কারো না কারো রেফারেন্স লাগবেই। তা না হলে সাইন আপ করা যাবে না। এজন্য আমার রেরেফারেন্স নিতে পারেন আপনারা।
নিচের লিংক-এ যান...

>> সাইন আপ

এখানে আপনার সম্পূর্ণ ডিটেইলস দিয়ে সাইন আপ করুন। এরপর ভিতরে প্রোফাইল ঠিক করুন আপনার মত করে।

এর পুরোটাই হলো ফেইসবুকের মত। এখানে ফেইসবুক, টুইটার, ইউটুব এর লিংক দিতে পারেন শেয়ার বাড়ানোর জন্য। ভালো রেসপন্স পাবেন।

মোবাইল দিয়ে TSU চালাতে হলে আপনাকে প্লে ষ্টোর থেকে TSU Software টি নামিয়ে নিতে হবে।

>> প্লে ষ্টোর এর ডাউনলোড লিংক

এখানে বাংলাদেশী ইউজার খুব কম। তাই তাদের আশায় না থেকে ইনকামের জন্য আপাতত ফরেইনার দের এড করেন। শুরুর দিকে আপনাদের ফ্রেন্ড বানাতে কষ্ট হবে। এক্ষেত্রে আমার রিসেন্ট পোষ্টের লাইকার দের এড করে নিতে পারেন। কিছু ফ্রেন্ড হওয়ার পরে আর ফ্রেন্ড পেতে আপনাকে কষ্ট হবে না।

আজ এপর্যন্তই। ভালো থাকবেন সবাই।

কোন সাহায্য লাগলে আমাকে জানাবেন...

>> ফেইসবুকে আমি

Level New

আমি Canvas of Life। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Account থেকে টাকা Cash Out করার পদ্ধতিটা একটু বলবেন ? Please……….

টাকা নাহয় কামাইলাম মাগার তুলুম কেমনে মামা?

পেপাল…