হাতের ইশারায় মিউজিক প্লেয়ার,প্রেজেন্টেশান ও স্মার্ট ফোন কন্ট্রোল করার প্রযুক্তি

আমার আজকের এই টিউনের প্রেরনা টেকটিউন্সই।ভুল হলে ক্ষমা সুন্দর দৃশটিতে দেখবেন।Gesture recognition technology বা অঙ্গভঙ্গী সনাত্তকরন প্রযুত্তি আমরা আগেও অনেক ডিভাইসে দেখেছি।Sony vaio laptop,Lenevo,এবং Samsung এর ল্যাপটপে এটি আছে।তাছারা মাইক্রোসফটের এক্সবক্সে ও সনি প্লেস্টেশন ক্যামেরাতে এরকম আরও এডভান্সড ফিচার আছে। স্যামসাংগ গ্যালাক্সী এস ৪ এ হাতের ইশারায় গান,ছবি পরিবর্তন করা যায়।আমি এই টিউনে দেখাব কিভাবে আপনার ওয়েবক্যাম যুক্ত পিসি বা ল্যাপটপ ও Android ফোন হাতের ইশারায় নিয়ন্ত্রন করা যায়।

Gesture recognition কি?

Gesture recognition বা হাতের ইশারা সনাক্তকরণ নামক প্রযুক্তির ক্ষেত্রে webcam প্রথমে আপনার অঙ্গভঙ্গি সনাক্ত করবে অর্থাৎ আপনি হাতের ইশারায় কি কমান্ড দিতে চাচ্ছেন তা বোঝার চেষ্টা করবে তারপর তা পিসির বোধগম্য language e রূপান্তর বা compile করবে।তখন পিসি কমান্ড অনুযায়ী কাজ করবে।তবে অনেক ডিভাইসএ  gesture recognition 3d camera বা gesture recognition sensor থাকতে পারে।তবে সব ক্ষেত্রে এই পদ্ধতিতেই কাজ করে।

যেভাবে এই ফিচার চালু করবেন এবং যা যা প্রয়োজনঃ

আপনার Operating system হতে হবে  Windows 7 বা এর পরবর্তী সংস্করণ অথবা Apple mac এর ক্ষেত্রে Os X এবং একটি সাধারন Vga অথবা Better webcam অথবা ল্যাপটপএর built in Front facing camera আর সাথে থাকা চাই  gesture recognition software(Flutter).এইটা দিয়ে আপনি মিডিয়া প্লেয়ারের গান ও পাওয়ারপয়েন্ট প্রেসেন্টেসান নিয়ন্ত্রন করতে পারবেন।

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট অথবা এখান থেকে application টি ডাউনলোড করে নিন।তারপর তা ইন্সটল করুন।এখন উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে প্লেলিস্টে কয়েকটি গান এড করুন।তারপর নিচের দেখানো পদ্ধতিতে gesture প্রদর্শন করুন।

Next or previous এর জন্যঃ

সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে taskbar এর flutter app এর আইকন এ রাইট ক্লিক করুন। মেনু  থেকে gesture tutorial এ ক্লিক কে পুরো টিউটোরিয়ালটি দেখে নিন

এই এ্যাপটি apple  কত্রিক অ্যাপ স্টোরের সেরা অ্যাপ পুরষ্কার প্রাপ্ত এবং পরবরতিতে গুগল এটির মালিক হয়।এতি বেশির ভাগপিসিতেই কাজ করেছে তাই না কাজ করলে টিউনার দায়ী নয়।প্রথমে হয়ত এর পদ্ধতি আয়ত্ত করতে সমস্যা হবে তবে পরে তা আয়ত্তে চলে আসবে।এজন্য আপনাকে বিভিন্ন দুরুত্বে gesture দেখাতে হবে এবং ক্যামেরা ও ঘুরিয়ে দেখতে পারেন।যে দুরুত্বে কাজ করবে সেই দুরুত্বে হাত দেখাবেন সব সময়।

স্মার্টফোনে gesture recognition :

আপনাকে প্রথমে এখান থেকে এই অ্যাপ টি ডাউনলোড করবেন।App টি সক্রিয় করবেন।তারপর প্রয়োজনীয় কমান্ডের setting করে নিবেন। এটি পেইড অ্যাপ।প্লে স্টোরে ঢুকে ফিচারগুলি দেখে নিতে পারেন

আজকের টিউন এ পর্যন্তই।আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোঃশিহাব উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস