গরিলা গ্লাস সমাচার! ( জানার আছে অনেক কিছু )

তথ্যপ্রযুক্তির অগ্রগতির সাথে সাথে বদলে যাচ্ছে আমাদের মুঠোফোনগুলো। দখল করে নিচ্ছে বিভিন্ন স্মার্টফোন,ফ্যাবলেট এবং ট্যাবলেট। এই ডিভাইসগুলোর গুরুত্বপূর্ণ অংশ হলো এর ‘ডিসপ্লে’। ডিসপ্লের ওপরই নির্ভর করে তৈরি করা হয় এর ডিজাইন। আর ডিসপ্লের কথা ভাবলেই চলে আসে ডিসপ্লের প্রোটেকশনের কথা। বর্তমান সময়ে ডিসপ্লের প্রোটেকশন মানেই "কর্ণিং গরিলা গ্লাস"।

আসলে "কর্ণিং গরিলা গ্লাস" আসলে কি, এটার ব্যবহার কেন হয়, তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা স্পষ্ট নয়। তাইতো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব "কর্ণিং গরিলা গ্লাস" এর নাড়ি নক্ষত্র ।

কর্ণিং গরিলা গ্লাস কি?

গরিলা গ্লাস হলো অ্যালকালি-অ্যালোমিনোসিলিকেট যৌগের তৈরি এক ধরনের মজবুত ও শক্তিশালী ডিসপ্লে প্রটেক্টর। যা স্মার্টফোনের পর্দাকে দাগ, আঁচড়, ঘষা-মাজা এমনকি হাতুড়ির শক্ত আঘাত থেকেও রক্ষা করবে। আর গরিলা গ্লাস ব্যাবহার করলে ডিস্প্লের এর টাচ রেসপন্স ও অনেক ভাল পাওয়া যায় । এই গ্লাস তৈরির উপাদানগুলো প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার করা যায়। অ্যান্টিমাইক্রোবিয়াল গরিলা গ্লাস তৈরিতে নানান প্রক্রিয়ার এক পর্যয়ে তার সঙ্গে সহজলভ্য অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ‘রৌপ্য আয়ন’ মেশানো হয়। এর ফলে সাধারণত টাচস্ক্রিনে জন্মায় এমন নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া ৯৯.৯% পর্যন্ত ধ্বংস করা সম্ভব।

কোথায় এবং কারা ব্যবহার করে?

গরিলা গ্লাস সাধারণত স্মার্টফোন, ট্যাবলেট, ফ্যাবলেট, নোটবুক, মার্কার বোর্ড এবং বিভিন্ন ধরেনের অভ্যন্তরীণ স্থাপত্যে ব্যবহার করা হয়। বর্তমানে মটোরোলা, স্যামসাং এবং অ্যাপল, এলজি, এইচটিসি, নকিয়ার মতো বিখ্যাত নির্মাতা-প্রতিষ্ঠানগুলো তাদের স্মার্টফোনে পর্দাটি ব্যবহার করছে। খুশির খবর এই যে আমাদের দেশীয় জনপ্রিয় ওয়াল্টন ও সিম্ফনি স্মার্টফোনেও গরিলা গ্লাস ব্যবহার হচ্ছে।

প্রস্তুতকারক ও ভার্সনঃ

গরিলা গ্লাস এর প্রস্তুতকারক কোম্পানি "কর্নিং"। বাজারে তাদের ৩ ধরনের গরিলা গ্লাস রয়েছে। গরিলা গ্লাস১, গরিলা গ্লাস২, গরিলা গ্লাস৩ নাম করনের মাধ্যমে এটি পর্যায় ক্রমে আরো মজবুত করা হয়েছে। এই তিন ভার্শনের গ্লাস গুলোর কাজ সাধারনত নখের আচর ও হালকা আঘাত থেকে ডিসপ্লেকে রক্ষা করতে পারে এবং ডিস্প্লের এর টাচ করার ক্ষমতা আরো ভালো করে দেয় । অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় গরিলা গ্লাস১ এখন আর ব্যবহার করা হয় না। বর্তমান সময়ে সব থেকে বেশি ব্যাবহার করা হয় গরিলা গ্লাস২ ভার্সন। এই ডিসপ্লে ভাল মানের প্রেসার সহ্য করার ক্ষমতা রাখে ।গরিলা গ্লাসের সব থেকে লেটেস্ট ভার্সন হল গরিলা গ্লাস৩। এই ডিসপ্লের ফোন গুলাতে অসাধারন টাচ রেসপন্স পাওয়া যায় । আর এই ডিসপ্লে হাতুড়ির এর আঘাত অনায়েসে সহ্য করতে পারে, আর যে কোন ধরনের স্কেচ বা আচর থেকে ডিসপ্লেকে ৯৯% পর্যন্ত সুরক্ষা দেয়। আর এই ডিসপ্লে যে ফোন গুলাতে ব্যবহার করা হয় তাদের দাম ও বেশি হয় ।

সুবিধা সমূহঃ

১। নখের আচর থেকে রক্ষা করে
২। দাগ, আঁচড়, ঘষা-মাজা থেকে রক্ষা করে
৩। অপেক্ষাকৃত হালকা আঘাত থেকে ডিসপ্লেকে রক্ষা করতে পারে
৪। ব্যাকটেরিয়া ঠেকাবে গরিলা গ্লাস
৫। জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম
৬। অসাধারন টাচ রেসপন্স পাওয়া যায়

সীমাবদ্ধতাঃ

১। অপেক্ষাকৃত ভারী আঘাত থেকে ডিসপ্লেকে রক্ষা করতে পারে
২। এই ডিসপ্লে অপেক্ষাকৃত দামি।

আরও বিস্তারিত জানতে কর্ণিং গরিলা গ্লাসের ওয়েব সাইট এবং ফেসবুক পেজ।

 

ধন্যবাদে,

জাদুকর (রাজু)

আমার পেজটা ঘুরে আসার আমন্ত্রণ রইলো!

টিপস,ট্রিক্স! আর জমিয়ে আড্ডা দিতে এই গ্রুপ এ জয়েন করুন 

Level New

আমি জাদুকর (রাজু)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই প্রযুক্তি প্রেমী... আমি প্রযুক্তির সাথে থাকতে এবং প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালবাসি... ভাল লাগে নিজে জানতে এবং অন্যকে জানাতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাতুড়ি মেরে একবার দেখতে হবে ।

Level 0

সিম্ফনি স্মার্টফোনেও গরিলা গ্লাস ব্যবহার হচ্ছে, কই? একটা মডেল বলেন তো?\

Level 0

nice