BULK SMS দিয়ে বন্ধুদের চমকে দিন।

বন্ধুরা সবায় কেমন আছেন। আশা করি সবায় আল্লাহ রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব BULK SMS কি? BULK SMS এর উপকারিতা ও অপকারিতা? BULK SMS কেন ও কি ভাবে করবেন? BULK SMS কোথাই পাবেন? এই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

BULK SMS কি?

বেশির ভাগ বন্ধুরা আমাকে ফোন করে বলে "BULK SMS আসলে কি?" । আমি তাদের এত জটিল কথা না বলে সহজ ভাষায় বলি। আজও আমি আপনাদের কাছে জটিল ভাষা ব্যাবহার না করে সহজ ভাষা ব্যাবহার করছি। আমি বিশ্বাস করি আমার এখানের সব বন্ধুরা মোবাইল ব্যাবহার করেন। মোবাইল ব্যাবহার করেন মানে আপনি হয়তো GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell যে কোন একটা কোম্পানির সিম ব্যাবহার করেন। আপনার মাঝে মাঝে GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell নামে কোন নাম্বার ছাড়া এস এম এস আসে না? একটু খেয়াল করে দেখেন।

আপনার কিন্তু GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell এই সব নাম মোবাইল এ save করা নায় কিন্তু তবুও GP, Banglalink, Airtel, Robi, Teletalk, Citycell নাম থেকে আপনার কাছে এস এম এস আসে কোন নাম্বার আবার অনেক সময় 2000, 9999, 5566 , 7777 ,5858 ইত্যাদি নাম্বার থেকে এস এম এস আছে । ঠিক এই রকম ভাবে আপনি যে কোন নাম্বার অথবা নাম থেকে এস এম করতে পারেন। আশা করি আমি আমার বন্ধুদের সহজ ভাষায় বুজাতে পেরেছি।

BULK SMS এর মাধ্যমে আপনি আপানার বন্ধুদের সাথে কি মজা করতে পারবেন?

আমি আমার এক বন্ধুকে মাজে GHOST নামে এস এম এস করেছিলাম তার অজান্তে। সে যখন এস এম এস টা পড়েছিল তার চেহারাটা দেখার মত হয়েছিল। এখন আমার ওই চেহারার কথা মনে পড়লে হাসি পায়। ( কিন্তু মনে রাখবেন জাদের হার্ট দুর্বল তাদের কাছে এই ধরনের মেসেজ করবেন না ) । অথবা আপনি এই ধরনের মেসেজ ও করতে পারেন ধরেন আপনার বন্ধু যে নাম্বার ব্যাবহার করে তার নাম্বার দিয়ে তাকে মেসেজ করবেন। আশা করি বলা লাগবে না সে কতটুকু বিস্মিত হবে। 🙂

কিভাবে পাঠাবেন বাল্ক এসএমএস ?

আপনি বাল্ক এসএমএস কিনলে আপনাকে ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল ও একটা সফটওয়্যার দেওয়া হবে। আপনি ইচ্ছা করলে ওয়েবসাইট এ যে আপনার username and password দিয়ে লগিন করে অথাবা সফটওয়্যার এ username and password দিয়ে লগিন করে এস এম এস পাঠাতে হবে। ( আপনি BULK SMS কিনলে আপনাকে username and password ও দেওয়া হবে।

এছাড়া আপনি মোবাইল Apps ব্যবহার করেও এস.এম.এস পাঠাতে পারেন।

  • Number: আগে ৮৮ লিখে যাকে পাঠাবেন তার নাম্বার লিখুন ।
  • Sender Id তে আপনি যেনাম বা নাম্বার থেকে পাঠাতে চান তা লিখুন ।
  • Message Type এ আপনি আপনার Message Type দিন। ধরেন আপনি Text করতে চাইলে Text দিন। বাংলা মেসেজ করতে চাইলে unicode দিন। ইত্যাদি।
  • Message: আপনার কাংখিত বার্তা লিখুন ।
  • Schedule এ তে আপনি ইচ্ছা করলে time date select করে এস এম পাঠাতে পারেন। আর যদি সাথে সাথে পাঠাতে চান তাহলে Schedule এ টিক দেওয়ার দরকার নাই।

নিচে ছবি দেওয়া হল।

2

( বিঃ দ্রঃ একেক কোম্পানির প্যানেল এর ডিজাইন একেক রকম কিন্তু পাঠানোর নিয়ম একই )

BULK SMS কোথা থেকে নিবেন?

Google এ সার্চ করলে অনেক কোম্পানি পাবেন বাল্ক এসএমএস কেনার জন্য।
অথবা এখান থেকে নিতে পারেন।

BULK SMS এর উপকারিতা কি ?

BULK SMS এর মাধ্যমে আপনি আপনার কোম্পানির নামে অথবা আপনার নিজের নামে এস এম এস আপনার গ্রাহক অথাবা বন্ধুদের কাছে পাঠাতে পারেন । আপনি ইচ্ছা করলে একবারে ১লাখ অথবা আপনার যত ইচ্ছা তত নাম্বার একই মেসেজ বার বার না লিখে একবার লিখে পাঠাতে পারেন। এটাই BULK SMS এর সব চেয়ে বড় সুবিধা। আপনি ইচ্ছা করে গ্রুপ করে Address Book এ আপনার বন্ধুদের নাম্বার সেভ করে রাখতে পারেন তাতে বার বার নাম্বার লিখা থেকে মুক্তি পাবেন। এই Address Book নাম্বার থেকে আপনি গ্রুপ করে একবারে ওই গ্রুপ এর সব নাম্বার এ একসাথে পাঠাতে পারেন। ইত্যাদি ।

Bulk Sms এর ক্ষতিকারক দিক গুলো

Bulk SMS এর ক্ষতিকর দিকগুলা অবশ্যয় খেয়াল রাখবেন। এটা করা থেকে বিরত থাকবেন। তানাহলে আমরা কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হব।

  1. ইদানীং দেখা যাচ্ছে অনেকের Bkash এ ক্যাশইন করতে গেলে বা flexi Load কেউ টাকা পাঠালে দেখা যাচ্ছে bkash বা Flexi Load থেকে এসএমএস এসেছে অথচ ব্যলেন্সে টাকা নাই কারন সে আপনাকে ফেক এসএমএস পাঠিয়েছে! তাই Bkash এ ক্যাশইন করতে গেলে বা flexi Load করলে দাড়িয়ে থেকে এসএমএস আসার পর ব্যালান্স চেক করার পর Bkash বা Flexi Load এর দোকান ত্যাগ করুন ।
  2. আপনার কাছের বন্ধু বা বান্ধবীর বা পরিচিত কারো মোবাইল নাম্বার থেকে কুরুচিপূর্ণ এসএমএস আসলে আপনি দ্রুত তাকে কল ব্যাক করে ব্যাপারটা খুলে বলুন বা নিশ্চিত হয়ে নিন এটা শত্রুতা বশত কেউ করেছে কিনা ।
  3. অনলাইনে বা অপরিচিত কাউকে আপনার মোবাইল নাম্বার দেয়া থেকে বিরত থাকুন, ইতিমধ্যে টাকার লোভে মার্কেটিং করার জন্য মোবাইল কোম্পানি গুলো অনেকের কাছে দিয়ে দিচ্ছে আপনার নাম্বার যা থেকে আপনার মোবাইলের স্প্যাম ম্যাসেজ আসতে থাকে ।
  4. ইদানীং দেখা যাচ্ছে অনেকের কাছে পুরস্কার জিতার কথা বলে অনেকের কাছে মেসেজ করছে আর এই বিকাস অথাবা ব্যাংক এ ৫০০ অথবা something like this টাকা পাঠান তাহলে আপনি ১ লাখ অথাবা something like this টাকা পুরস্কার জিতবেন। এই রকম কোন মেসেজ পাইলে আগে সেই কোম্পানি অথবা মোবাইল অপারেটর এর কাছ থেকে নিশ্চিত হন।
  5. অনেকে এই সার্ভিস ব্যাবহার করে চাঁদা বা ধমকি বা যে কোন প্রকার ক্রাইম করে থাকে।

*** সতর্কতাঃ কোন প্রকার অপরাধে জড়ানো যাবেনা । তাহলে প্রোভাইডার আপনার সকল তথ্য প্রকাশ করতে বাধ্য হবেন ।

Level 0

আমি smart_shovon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi free kono site thkle bolen,

    @Ahmedshajal: bro free kichu site paben but sei sms ar niche tader website ar link jabe… ar kichu sms send hobe kichu hobe na ai dhoroner… google search den peye jete paren…

    @Ahmedshajal: bro ai tune a আপনার জন্য আরও টিউন a akta site ar kotha ullekh ace try kore dekhte paren…

    ফ্রি এসএমএস পাঠান বিশ্বের যেকোনো মোবাইল এ (১০০% কার্যকরী)

ভাই এতো কষ্ট করে পোস্ট করলেন কিন্তু লিখলেন না এই এস এম এস কি ফ্রি তে পাঠানো যাবে কিনা ? যদি তাই হয় তবে ফ্রি লিঙ্ক দিন প্লিজ । এবং অনেক অনেক ধন্যবাদ পোস্ট এর জন্য।

plz give me any bulk sms provider web site.or give ur phone number.

    @আশরাফুল খন্দকার: bro apni oi page gele sob kichu paben.. oi page website ar address deoya ace.. jodi khuje na pan inbox a msg korle peye jaben…

cnsmb.info/sms

ai khane dekhen

ধন্যবাদ ৷ভাইয়া আপনার সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক লিংক টা দেয়ার জন্য অনুরোধ করছি ৷