অগত্যা পেইডহোস্টিং থেকে ফ্রি হোস্টে পদার্পণ : শেষ হইয়াও হইলো না শেষ! টিউনারদের কাছে হোস্টিং নিয়ে একটা বোকার মত প্রশ্ন!

হোস্টিং সার্ভারের জায়গা বাঁচাতে সাইটের সব ইমেজ এক্সটার্নাল সাইটে হোস্ট করলাম। তাও তেনাদের পছন্দ হইলো না। দুইন্যাত ভালা মাইনষের ভাত নাইরে পাগলা! মাস না ঘুরতেই ওয়েবহোস্টিং বাবদ বিরাট এক বিল ধরিয়ে দিল। বিলকৃত এমাউন্টটা দেখে চক্ষু চড়কগাছ! মনুষ্য শিশু পালনের থেকে ওয়েবসাইট পালার বিল বেশী!  ধূর শালা...নিকুচি করি তোগো পেইড হোস্টিং-এর।  রাগে-দুঃখে সাইট বগলদাবা করে ফ্রি হোস্টে চলে আসলাম। কোন অতীত অভিজ্ঞতা ছাড়াই সাইট ব্যাকআপ আর রিস্টোরে চমৎকার খেলা দেখিয়েছি, এক্কেবারে ক্লোনিং যাকে বলে!  যদিও স্পিড কিছুটা কম, কিন্তুক ফ্রিতে ১০ গিগাবাইট স্টোরেজ আর ১০০ গিগাবাইট মাসিক ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে!  গায়ক তপুর মত করে গেয়ে উঠলাম-  এই কি বেশী না, বলো এই কি বেশী না?!   উপরি পাওয়া হিসেবে ফুল সিপ্যানেল এক্সেস, টেকনিক্যাল সাপোর্ট সবই দিচ্ছে । যদিও ফ্রি সার্ভিস নিচ্ছি তবু এরা আমার সাইটে নিজেদের এডের উৎপাত করবেনা কসম খেয়ে বসে আছে।

 
 
এবার সকল টিউনার ভাইদের কাছে এই অধমের একটা বোকা বোকা প্রশ্ন - এরকম ফ্রি হোস্ট সাইট থাকতে পয়সা খরচ করে হোস্টিং কেনার আদৌ কি কোন দরকার আছে? অনেক বেশী ভিসিটর হলে নাহয় অন্য বিবেচনা কিন্তু আমার মত মাঝারি মাপের সাইটে ফ্রি হোস্টিং এ সমস্যা কোথায়? এর জবাব জানাটা খুব জরুরী হয়ে পড়েছে। আপনাদের জ্ঞানের উপর আমার অগাধ আস্থা। আশা করছি হতাশ করবেন না...

 
 
 
___________________

আজকে দুপুর থেকে সাইট মেইন্টেনেন্সে থাকার সময় ফেসবুক গ্রুপে মেসেজ দিয়ে যারা এই নিষ্ঠুর ওয়েবস্পেসে বেঁচে থাকার যুদ্ধে সাহস যুগিয়েছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। আর যারা সাইট পটল তুলেছে ভেবে দীর্ঘশ্বাস ফেলেছিলেন তাদেরকে সেইসব দীর্ঘশ্বাস ফেরত নেয়ার তীব্র দাবী জানাই! সবার উপর ডাউনলোড সত্য, তাহার উপর নাই!
__________

 
 
 

Level 0

আমি ডাউনলোড পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বেশীরভাগ সময়ই মন খারাপ থাকে। মন ভালো করতে প্রচুর মুভি, গান, সফটওয়্যার ডাউনলোড করি। সবার উপর ডাউনলোড সত্য, তাহার উপর নাই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

একদিন যখন কোন ওয়ার্নিং ছাড়া ফটাৎ করে সব হাওয়া হয়ে যাবে তখন শরিফের মত বলবেন, ও বন্ধ লালগোলাপী কই গেলার 😛

    @jabedbd: ড্রপবক্সে নিয়মিত সাইটের অটোমেটিক ব্যাকআপ থাকতে শরিফের গান গাইবার মত পরিস্থিতির টেনশন নাই। কাজেই যতদিন আছে ততদিনই লাভ। তাছাড়া সাইটের অতীতের রেকর্ড বলছে ফট করে হাওয়া হয়ে যাওয়ার মত সাইট এইটা না। বেশ কয়েক বছর ধরে এ ধরণের সেবা দিয়ে চলেছে এমন সাইটের সংখ্যা নেহায়েত কম নয়!

      @ডাউনলোড পাগলা: which provider are u using now?

      Level 0

      @ডাউনলোড পাগলা: ভাই ড্রপবক্স এ সাইটের অটোমেটিক ব্যাকআপ কিভাবে নিব ? একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ।

এই দুনিয়ায় কিছুই free তে মেলেনা ভাই, ভাল করে জ্ঞানের চক্ষু দারা দেখেন কোন না কোন স্বার্থ কাজ করে free হস্তিং গুলার। free host এ re-write engenn off thake SEO পসিবল না।
ভাল একটা provider দেখে Host নিয়েন আজথা কান নিয়ে যাওয়া চিলের পিছনে ছুটবেন না ভাইজান।
আশা কুরি বুজে গেসেন কি বলতে চিতেছি । ভাল থাকবেন ।

Level 2

ভায়া! সাইটে ঢুকতে পারি না!

Register koira dakhan Cpanel a dekhay …

Server #8 is under the DDOS attack (IP Nullrouted)

We have just received a HUGE (over 3GB/s incoming traffic) DDoS attack targeting the Server #8. Our CISCO guard firewall was unable to handle such attack, so one of the server IP address – 31.170.166.8 was disabled (all the rest websites on this server are working fine). If your website is using this IP (due to unique IP rotation system only 3% websites are using this IP) it will be unavailable for the next 6 hours. As soon attack will subside, this IP address will be enabled and your website will start working again. We thank you for your patience and understanding.
2013-12-03 08:58:43

    @সোহাগ: জ্বি দেখিছি। আইপিসংক্রান্ত ক্যাচালের পড়ে কয়েকটা সাইট সাময়িক সময়ের জন্য ডাউন খেয়েছে। ওয়েবহোস্টগুলার জন্য এইটা নতুন কিছুনা, ঠিক করে ফেলবে। সবচাইতে বড় বিষয় আমার সাইটে কোন সমস্যা করছেনা 😀

ডোমেইন – হোস্টিং কেনার আগে যাচাই-বাছাই করে নিলে সমস্যায় পড়তে হয় না।

    @Saleh Ahmed: যাচাই-বাছাই করেই কিনেছিলাম। ডোমেইনটা নেমচিপ থেকে কেনা। এরা অনেক পুরাতন ও বিশ্বাসযোগ্য কোম্পানি। ক্লায়েন্ট সাপোর্টও চমৎকার। শুধু রেটটাই একটু বেশি। তাই ফ্রি হোস্টিং -এ ডিগবাজি মারতে হলো