হারিয়ে যেতে বসা কিছু প্রযুক্তি – পর্ব ১

প্রযুক্তির বিকাশের গতি এতটাই বেড়ে গেছে যে, এখন একটা সামগ্রী কিনে আনতে না আনতেই শোনা যায় সেটাও নাকি পুরোনো ধাঁচের। কেউ একজন আমাকে অনেকদিন আগে বলেছিলেন, প্রযুক্তি নাকি বড়ফের গোলার মত। বড়ফের গোলা যেমন নিজের গায়ে আরো আরো বড়ফ নিতে নিতে বিশালাকার ধারন করে তেমনি প্রযুক্তিও অতীত এবং বর্তমানের সংমিশ্রনে যে গতি প্রাপ্ত হয়েছে, তাতে আমার মাঝে মাঝে ভয় হয় আসলে এর শেষ কোথায়। শেষ যেখানেই হোক না কেন, পৃযুক্তির গতির সাথে তাল মেলাতে মেলাতে আমরা অনেক প্রযুক্তির কথা ভূলতে বসেছি। আজ তেমনি হারিয়ে যেতে বসা কিছু প্রযুক্তিগুলো আপনাদের আরেকবার মনে করিয়ে দেব। আসুন তাহলে কথা না বলে শুরু করা যাক

সুপার ৮মিঃমিঃ হ্যান্ডি ক্যাম

kodak_camera_instamatic_m22_face

আজকাল হাতে হাতে হ্যান্ডি ক্যাম আর ডিজিটাল ক্যাম থাকলেও কয়েক দশক আগেও ছিল তা দুঃসাধ্য ব্যাপার। সেই ১৯৬৫ সালে কোডাকই প্রথম কোম্পানী যা মার্কেটে নিয়ে বিখ্যাত ৮মিমি হ্যান্ডি ক্যাম। সাথে সাথে সয়লাব হয়ে যায় মানুষের ঘরে ঘরে। পার্টিতে নিয়ে আসে আলাদা মাত্রা। তবে এই ক্যাম এখন শো কেস  এ ই বেশী শোভা পায়

বেটামেক্স

betamex

আপনারা নিশ্চই ভিসিআর ডিভাইসের ভিএইচএস ক্যাসেট এর সাথে সবাই পরিচিত। বেটামেক্স হচ্ছে সেই VHS এর ঠিক আগের প্রযুক্তি। ১৯৭৫ সালে সনি মার্কেটে এই বেটামেক্স এনে রীতিমত সাড়া ফেলে দেয়।

VHS

vhs2

সনির বেটামেক্সের পরের প্রযুক্তি হলেও এটি মার্কেটে আনে JVC এবং সে যে কি পরিমান মার্কেটে দাপটের সাথে রাজত্ব করেছে তা আমরা ভালোই জানি এবং এর বিলুপ্তিও আমরা নিজের চোখেই অবলোকন করেছি।

লেজার ডিস্ক প্লেয়ার

laser disk

আজকের ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক (DVD) মার্কেটে আসার আগে এই লেজার ডিস্কই ছিল উচ্চবিত্ত পরিবারের বিনোদনের খোরাক। তবে  DVD মার্কেটে আসার পরে এর করুনাবসান L হয়।

ফোনোগ্রাফ

gramophone

নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মনে হয় প্রয়োজন নাই। অনেকে গ্রামোফোন নামেও চেনেন। ১৮৭৭ সালে টমাস এডিসনের জুগান্তকারী এই আবিস্কারের মোহ থেকে শত বছরেও মানুষের মুখ ফেরাতে পারি নাই অন্য কোন ডিভাইস। এখনও শৌখিনেরা ড্রয়িং রুমে গ্রামোফোন শুনে নষ্টালজিক হয় L

TURNTABLES

turntables

আমাদের দেশে সরাসরি এই জিনিসের ব্যবহার ছিল বলে আমার জানা নেই। তবে এই জিনিসই এখন আমাদের দেশের DJ পার্টি এবং রেকর্ডিং স্টুডিওতে ব্যবহার করা হয়।

HM Radio

HM radio

বিংশ শতাব্দীতে এই কালচার স্টার্ট হলেও জরিপে দেখা যায় এখনও ৬ মিলিয়ন লোক এই প্রযুক্তির সাথে প্রতক্ষ্য ও পরোক্ষো ভাবে সংযুক্ত। এই প্রযুক্তির সাহায্যে রেডিও অপারেটররা শর্টওয়েভ রেডিও কমিউনিকেশানে কানেক্টেড থাকে। এ পর্যন্ত হলিউডের বিভিন্ন বিগ বাজেটে র মুভিতেও মাঝে মাঝে এই ডিভাইস ফিচারড হয়েছে।

REEL TO REEL

Reel-to-reel_recorder_tc-630

ক্যাসেট থেকে ক্যাসেটে গান রেকর্ড করার জন্যে সর্বপ্রথম এই জন্ত্রটিই মার্কেটে সাড়া জাগায়। জদিও এখন কোথাও ব্যবহৃত হয়না। তবে বছর খানেক আগে আমার এলাকায় একটি রেকর্ডিং সেন্টারে এই জিনিসের কাজ কাম দেখার সুজোগ হয়েছিল

ট্রান্সিসটর রেডিও

transistor

এখনও গ্রামে আমাদের অনেক ময় – মুরুব্বী আছেন যারা রেডিওকে ট্রান্সিসটর নামেই ডাকেন। অনেকেই হয়ত অবাক হয় রেডিও কেন ট্রান্সিসটর বলা হয়? এটা হয়েছে মূলত তারা যে রেডিওতে বিনোদনের সকল খোরাক পেয়ে থাকতেন সেটিই ছিল তখনকার মূল্যবান ট্রান্সিসটার রেডিও।

ক্যাসেট টেপ

black_cassette_tape

একটু আগে যে রিল টু রিল যন্ত্রটি দেখিয়েছিলাম, সেটিতে মূলত এই ধরনের ক্যাসেটই রেকর্ড করা হত। আর এর ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। এমন কোন টিউনার হয়ত খুজে পাওয়া যাবে না যে কি না এই টেপ একবার ভেঙ্গে এর নাড়ী নক্ষত্র পরীক্ষা করে নাই।

বুম বক্স

boombox2

ক্যাসেট টেপ বাজানোর যে যন্ত্র, যেটা আমাদের কাছে ক্যাসেট প্লেয়ার নামে পরিচিত তা মূলত বুম বক্স নামেই মার্কেটে লিলিজ হয় ১৯৭০ সনে। শুরুর দিকে খুবই ভারী ভারী হত এগুলো। তবে মজার কথা হচ্ছে সাইজ আর ওজন কমতে কমতে এখন মার্কেট থেকেই ভ্যানিশ হয়ে গেছে এই জিনিস।

টেলিগ্রাফ

telegraph

আজকের টেলেক্স অথবা ফ্যাক্স ম্যাশিনের পথিকৃতই ছিল এই টেলিগ্রাফ যন্ত্র। মিলিটারি, শিপিং অপারেটর এবং সাধারন মানুষের দ্রত যোগাযোগের ক্ষেত্রে সেই আমলে এটাই ছিল অন্ধের যষ্টি। তবে আজকাল এর দেখা মেলাই ভার।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সংগ্রহে রাখার মতন একটি অসাধারন তথ্য শেয়ার করলেন,এই জন্য আপনেকে অসংখ্য ধন্যবাদ।

    ভাই একটি অনুরোধ করছি এডমিন প্যানেলের প্রতি,কমেন্ট এডিট করার ব্যবস্থা করা হোক,তাতে অনেক ভুল শব্দ ঠিক করা যেত।কারন নিজের অজান্তে কিংবা তারাহুরার কারনে অনেক সময় ভুল শব্দ সাবমিট করা হয়ে যায় যা আর সংশোধন করা যায় না।

    কথা সত্য। প্রাণের প্রিয় এডমিন প্যানেল যেন বিষয়টির গুরুত্ত গভীরভাবে উপলব্ধি করে অতিসত্তর ব্যবস্থা নেন।তাহলে আমরা আরও যুক্তিনিষ্ঠ বক্তব্য, সুনিপুন শব্দচয়ন ও সুচারু বাক্যবিন্যাসের মাধ্যমে নির্ভুল ও নিঁখুত কমেন্ট করে টেকটিউন্সকে প্রাণময় ও গতিশীল করতে পারব।

    আচ্ছা ব্যাপারটি আমার মাথায় থাকবে

খুব সুন্দর টিউন। আসলে, কত দ্রুতই না প্রযুক্তি পরিবর্তন হয়ে যায়!!!!!!!!! ক্যাসেট টেপ, VHS ইত্যাদিই তার প্রমাণ।
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া 😀

খুবেই সুন্দর হয়েছে চালিয়ে জান।

    গত দুই বছর ধরে চালিয়েই যাচ্ছি …… আপনারা সহায় হলে ভবিষ্যতেও চালাব

টিউনটি টাইপ করার জন্য যতবার কী-বোর্ড এর যতটি কী কষ্ট করে চাপতে হয়েছে, ঠিক তত সংখ্যক ধন্যবাদ দিলাম। ( তবে টাইপ করার সময়, ভুল করার কারণে প্রতিবার “back Space” কী press করার জন্য ১ করে ধন্যবাদ মাইনাস হবে।)

ফিরে আসার জন্য ধন্যবাদ।

টিনটিন ভাই >>> আর মাত্র ৪ রান দূরে আপনি…
Tune-টি খুব ভালো হয়েছে, Next ৪-টাও যেন অনবদ্য হয়…
~ !

আমার মনে হয় হারিয়ে যাওয়ার তালিকায় ফ্লপি ডিস্ক রাখাটা উচিত ছিল।

হারিয়ে যাওয়া এসব প্রযুক্তি দেখে পরোন কথা মনে পরে গেল। তখন ২০০২-২০০৩ ক্লাস নাইন-টেন । আমার একটা আটো ওয়াকম্যান ছিলো।সারাদিন হাসান, জেমস, বিপ্লব,পার্থ,আইয়ুব বাচ্চু আর জুয়েলের গান…… সময় আর কাটে না …এলোমেলো যত সব ভাবো।।হৃদয় অবকাসে অভিমান ছুয়ে যায়……

Level 0

DVD মানে Digital Video Disc নাকি Digital Versatile Disc হবে, বুঝতে পারছি না……Plz help me

Level 0

ভালো হয়েছে

ব্যাপক, জটিল, ……. টিউন।

টিন টিন ভাইয়ের টিউন অনেক দিন পরলাম । জটিল একটা টিউন । ধন্যবাদ টিনটিন ভাই ।

জ়টিল’স হইচে…………………।

টিনটিন ভাইইই মানে টিনটিন ভাইই

খুবই চমৎকার হয়েছে । এখানে এমন কয়েকটি জিনিস আছে যা এই টিউনটিতে প্রথমবার দেখা হলো । অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

    Level 0

    আমিও একমত
    somrthing i hv seen 1st time

টিন+টিন = টিনটিন

টিনটিন = সোহান ভাই এক্কেবারে ফাটাফাটি টিউন ! তই দিলাম টেংকুন !

হু হা হা………… মজার ব্যাপার আমাদের বাসায় VHS , ট্রান্সিসটর রেডিও , বুম বক্স এই তিনটি জিনিষের অস্তিত্ব এখনো আছে। আজব না…..

    তুমি তো লাকি তাহলে ………… সামনে আরো জিনিস আনছি ….. দেখা যাক কার কাছে কয়টা আছে

) সালাম বস আর মাএ চার টিউন পরেই কিন্তু ডাবল সেন্সুরী টেক টিউনর প্লাগ বানিয়ে টেকের সুপার স্টার & ডাবল সেন্সুরী টিনটন ভাই জিন্দবাদ…….. 😀 😀 😀

Level 0

টিনটিন ভাই,ভাল হয়েছে ধন্যবাদ ,আপনাকে শেয়ার করার জন্য। টিনটিন ভাই,ফ্লপি ড্রাইভ কেথায় ?

টিনটিন ভাইয়ের টিউন মানেই ক্রিয়েটিব কিছু। তবে সমস্যা হলো এর জন্য আমাদের অনেক দিন চাতক পাখির মত অপেক্ষা করতে হয়।
আশা করি এমন অবস্থা থেকে আপনি আমাদের মুক্তি দিবেন।
ধন্যবাদ।

Level 0

অসাধারণ একটি টিউন, আমার খুব ভাল লেগেচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অনেক দিন পর !!!
আগের দিনের প্রায় হারানো জ়িনিস নিয়ে চমতকার একটা টিউন !
ক্যাসেট আর V.H.S এর কথা মনে পরলো অনেক কালেকশনে রাখতাম। ধন্যবাদ টিনটিন ভাই সুন্দর একটা টিউন উপহারের জন্য 😉

হুম …. অনেক দিন পর !!!

Anek anek dhannyobad ei tune tar janne.
Telegraph jantro ti ki vabe kaj korto..ekhono amar ajana..Tai er samandhe bistarito tune er ashay thaklam.
Thanks again.

ফাটাফাটি টিউন হইছে। অনেক কিছু জানা গেল।

Level 0

সমেয়র সাথে সাথে পাল্টে যাচ্ছে সবকিছু। এমন কি আমরাও।