শুধু ঐতিহাসিক তথ্য খোঁজার জন্য আলাদা একটি সার্চ ইঞ্জিন তৈরি করা হচ্ছে যুক্তরাজ্যে। যাঁরা ইতিহাস নিয়ে কাজ করেন, এই সার্চ ইঞ্জিনে মূলত তাঁদের জন্য দরকারি তথ্যভান্ডারের ওয়েব লিংকগুলো খুঁজে পাওয়া যাবে। তথ্য সংযোজনের কাজ শেষ হওয়ার পর এতে একসঙ্গে ডিজিটাল বই, পত্রিকা, ঐতিহাসিক ঘটনা, জীবনী, কিছু ভৌগোলিক তথ্য ও মানচিত্রসহ গবেষণা-সহায়ক নানা তথ্য পাওয়া যাবে। থাকছে ১৫ শতকের পরের বিভিন্ন সময়ের ছবি ও মানচিত্র।
এই প্রকল্প তদারক করছে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়। প্রকল্পের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক রবার্ট শোম্যাকার বলেন, ‘ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে এখানে অনেক ইলেকট্রনিক তথ্য-উপাত্ত থাকবে, যা নতুন করে তৈরি করতে কাজ করছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি উদ্যোক্তা। এ ধরনের তথ্য সংযোজনের জন্য আলাদা কয়েকটি ওয়েবসাইট উন্নয়নের কাজও চলছে। সব মিলিয়ে এটি হবে ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিলের ভান্ডার।’ তিনি আরও বলেন, ‘ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইন্টারনেটে আছে। সেগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে বলে দরকারমতো সেখান থেকে খুঁজে পাওয়া কষ্টকর হয়। এই সার্চ ইঞ্জিনে মূলত এ ধরনের তথ্য এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে।’ এই সার্চ ইঞ্জিনের কারিগরি দিক অনেকটাই গুগলের মতো। কিন্তু বিশেষায়িত সার্চ ইঞ্জিন বলে এখানে তথ্য খোঁজা যাবে আরও সহজ উপায়ে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইতিহাসের নানা বিষয় নিয়ে যাঁরা গবেষণা করছেন, তাঁদের মধ্যে আন্তসংযোগের ব্যবস্থাও থাকবে এখানে। এরই মধ্যে এই প্রকল্পে ১২টি গবেষণাপ্রতিষ্ঠান তাদের তথ্য সরবরাহ করার ব্যাপারে সম্মত হয়েছে, শিগগির আরও কয়েকটি প্রতিষ্ঠান এতে যোগ দেবে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে সার্চ ইঞ্জিনটির প্রথম ধাপের কাজ শেষ হবে।
লেখাটি এখানে প্রথম প্রকাশিত
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.
very much thanks for information.
http://bdjobs24.co.nr/