বাজারে এলো সনি ব্লুটুথ মোবাইল স্পিকার SRS-BTV5

wireless-speaker-srs-btv5-gallery-image-04-940x529

ক্যাবল এর ঝক্কি পোহানোর দিন  আস্তে আস্তে সব কিছুতে শেষ হয়ে আসছে। সেসব সুত্র ধরে সম্প্রতি সনি বাজারে নিয়ে এসেছে ওয়াইরলেস ব্লুটুথ মোবাইল স্পিকার। অর্থাৎ এখন মোবাইলের সাথে স্পিকার যুক্ত করার জন্য ক্যাবলের দরকার হবেনা। ব্লুটুথ অন করে দিলেই হবে। SRS-BTV5 নামের স্পিকারটিতে বলের আকৃতির মত দেওয়া হয়েছে।
ডিজাইনঃ

wireless-speaker-srs-btv5-gallery-image-01-940x529
২.৬ ডায়ামিটারের ছোট বল এবং লম্বায় ২.৮ ইঞ্চি। মসৃণ এই ডিভাইসটি দেখতে পুল বলের চেয়ে সামান্য বড়। ওজনে ২.৮ আউন্স। হাতের তালুর উপর অনায়াসে রাখা যাবে! সাদা, গোলাপী এই তিন রঙে বাজারে নিয়ে এসেছে।

wireless-speaker-srs-btv5-gallery-image-02-940x529

বৈশিষ্ট্যঃ
সাইজে ছোট কিন্তু সাউন্ড অনেক বেশি। ডান পাশে একটি ইউএসবি পোর্ট রয়েছে যাতে যে সকল ডিভাইসে ব্লুটুথ থাকেনা সেগুলো সংযুক্ত করা যায়।
SRS-BTV কে বহন করার জন্য সাথে একটি ব্যাগ ও রয়েছে ফ্রি।

03Sony_SRS-BTV5_White_35637079_610x436

bag
এটি NFC ধারণ ক্ষমতাসম্পন্ন।
SRS-BTV এর অন্যান্য ফিচারঃ
পাওয়ারঃ
ব্যাটারির ধরনঃ লিথিয়াম- লন রিচার্জেবল
ব্যাটারি লাইফঃ ৪ ঘন্টা

ইনপুট/ আউটপুটঃ মাইক্রো-ইউএসবি (শধুমাত্র চার্জ )/ অডিও ইন
অডিও
১) স্পিকার পাওয়ারঃ ১.২ ডব্লিউ
ব্লুটুথ সাপোর্টঃ A2DP/AVRCP/HSP/HFP
এই ব্লুটুথ ডিভাইসটি এনড্রইড, আইফোন এবং আইপ্যাড এর সাথে কাজ করে ।আকর্ষনীয় এই ডিভাইসটি ইউজার ফ্রেন্ডলি।  এর দাম নির্ধারন করা হয়েছে $৬৫ ।

speaker

 

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ ।

Level 0

৬৫ ডলার ফ্রেন্ডলি!