বিশ্বের প্রথম তৈরী করা ল্যাপটপ,হার্ডডিস্ক,সিডি,পেন ড্রাইভ,মাউস,কম্পিউটার গেইমসহ বিশ্বের প্রথম ওয়েব ক্যামকে

বিশ্বের প্রথম ল্যাপটপ:

বিশ্বের প্রথম ল্যাপটপ ‘আইবিএম ৫১১’ ১৯৭৫ সালে বাজারে ছাড়া হয়।১৬বিট প্রসেসর,৬২কিলোবাইট র‌্যাম এবং ৫ ইঞ্ছি সিআরটি মনিটর যুক্ত ল্যাপটপটির ওজন ছিল ২৫কেজ।

বিশ্বের প্রথম হার্ডডিস্ক ড্রাইভ:

হার্ডডিস্ক ড্রাইভ প্রথম ব্যবহার করা হয়েছিল ১৯৫৬ সালে।আইবিএমের ‘৩০৫ রোম্যাক’ কম্পিউটারে ৬০ ইঞ্চি চওড়া এবং ২৯ ইঞ্চি পুরু বিশালাকৃতির হার্ডডিস্কটির ক্ষমতা ছিলো মাত্র ৫কিলোবাইট ।

বিশ্বের প্রথম সফলভাবে তৈরীকৃত সিডি:

ফিলিপস সর্বপ্রথম সিডি বা কম্প্যাক্ট ডিস্কের প্রটোটাইপ প্রদর্শন করলেও এটি প্রথম সফলভাবে তৈরী করতে সক্ষম হয় জাপানী প্রতিষ্ঠান সনি।সনির তৈরী সিডিটি ১৫০ মিনিট আডিও চালাতে সক্ষম হয়েছিল।

বিশ্বের প্রথম বাজারকৃত পেনড্রাইভ:

৮মেগাবাইট ক্ষমতার আইবিএমের ‘ডিস্ক-অন-কি’ছিলো প্রথম ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ।এটি ২০০০সালে ডিসেম্বরে বাজারে ছাড়া হয়।

বিশ্বের প্রথম থ্রিডি মাউস:

বিশ্বের প্রথম থ্রিডি মাউসকে বলা হয় ব্যাটস,ফ্লাইং মাউস বা ওয়েলভস।১৯৯০ সালে ক্যান্টকের মাধ্যমে একটি আংটিকে থ্রিডি মাউস হিসেবে সর্বপ্রথম ব্যবহার করা হয়।ওয়্যারলেসে এ মাউসটিকে আঙ্গুলে পড়তে দেখে বিশ্ববাসী কিছুটা অবাক হলেও পরে রেজুলেশন অপর্যাপ্ততার জন্য তা আর মার্কেটে আসন করে নিতে পারে নাই।একটি বেইজ স্টেশনের সাহায্যে মাউসটিকে ট্র্যাপ করা হয়েছিলো ।

বিশ্বের প্রথম কম্পিউটার গেইম:

বিশ্বের প্রথম কম্পিউটার গেইম প্রাথমিক ফরমেট ছিলো ভিডিও গেইম,সে হিসেবে ক্যাথড রে টিউব অমিউজমেন্ট ডিভাইস ই ছিলো ১৯৪৭ সালের ২৫জানুয়ারী প্রথম পেটেন্ট কাইল্ড কম্পিউটার গেইম।তবে কম্পিউটারে নয়,একটি এনালগ ডিভাইসের স্ক্রিনে বিভিন্ন টার্গেট পয়েন্টে মিসাইল নিক্ষেপ করা নিয়েই প্লট করা হয়েছিলো গেইমটির।

বিশ্বের প্রথম ওয়েব ক্যাম:

সর্বপ্রথম ওয়েব ক্যাম আবিস্কার হয় ১৯৯৪ সালে ‘ফগক্যাম’ নামক ওয়েব ক্যামটি সানফ্রান্সিস্কো ইউনিভার্সিটিতে। তা এখনও সচল রয়েছে।

আমার ব্লগ দেখতে পারেন

Level 0

আমি imran001। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks for the info

Level 0

যতদূর জানি সনি,ফিলিপস ও প্যানাসনিক একত্রে সিডি আবিষ্কার যৌথ গবেষণা করেন।

Level 0

অনেক কিছু জানলাম আজ।খুবি ভাল লাগল।