ভবিষ্যতের ফোর্ড গাড়িতে mobile WiFi hotspot

ফোর্ড নির্মাতারা জানিয়েছেন যে ফোর্ড গাড়ি এখন থেকে আক্ষরিক অর্থে মোবাইল হটস্পট হয়ে যাবে। গাড়িতে ড্যাশবোর্ডে স্থিত WiFi প্লাগে USB Modem লাগিয়ে দেওয়া যাবে, এবং গাড়িতে বসা সবাই (এবং যতোদূর রেঞ্জ সেই মডেমের) সবাই তাদের নিজ নিজ WiFi enabled device দিয়ে ইন্টারনেট সার্ফ করতে পারবেন। ল্যাপটপ, স্মার্টফোন, আইফোন সবই ব্যবহার করা যাবে। আগামী বছরের দিকেই পাওয়া যাবে এই গাড়ির মডেল যাতে এই sync-equipment দেবেন তারা। এই ওয়্যারলেস নেটওয়ার্কে থাকবে WPA2 মানের সিকিউরিটি। গাড়ির মালিকের নিজস্ব ইউএসবি মডেমে ব্রডব্যান্ড কানেকশান থাকলেই অন্য আর কোনো বাড়তি খরচ এতে থাকছেনা। ফোর্ড কর্তৃপক্ষ এই সুবিধাটি দেওয়ার জন্য বাড়তি কোনো দাম নেবেনা।

SYNC_Directions

এই FordSync বানিয়েছে ফোর্ড এবং মাইক্রোসফট মিলিতভাবে। আপাতত ২০০৮ মডেলের ১২'টি গাড়িতেই পাওয়া যাবে এটা। এতে থাকবে ARM11 প্রসেসর, 64MB DRAM এবং 256MB ফ্ল্যাশ মেমোরী। এই ডিভাইসের সফটওয়্যার নিজে নিজেই আপডেট করা যাবে। ফোর্ড গাড়ির ক্রেতারা পেতে যাচ্ছেন এক নতুন অভিজ্ঞতা। এই জাতীয় ডিভাইস আগে ছিলোনা তা নয়, কিন্তু সম্পূর্ণভাবে ওয়্যারলেস এবং সমস্ত WiFi enabled ডিভাইসে সংযোগ দেওয়া যাবে এই প্রথম। GPS ডিভাইস'টিও ইন্টারনেট সংযোগ পেয়ে যাবে এইটা থেকেই।

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গাড়িটা আমার দরকার।আপু তুমি টাকা দিও