….বিপজ্জনক ২৫ পাসওয়ার্ড (must see)…..

কেমন আছেন সবাই।আশা করি ভালো।আজকে একটু ভিন্নধর্মী টিউন নিএ এলাম আমি সাধারনত এ ধরনের টিউন করতে পছন্দ করি না,কিন্তু এই টিউন টি আপনাদের কাজে লাগবে।
পাসওয়ার্ড নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি।পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ফার্ম স্প্ল্যাশডেটা প্রকাশ করেছে ঝুঁকিপুর্ণ ২৫টি পাসওয়ার্ডের তালিকা। এ পাসওয়ার্ডগুলো খুব বেশি ব্যবহৃত হওয়ায় হ্যাকিংয়ের সম্ভাবনাও বেশি। খবর টাইম ম্যাগাজিন-এর।
স্প্ল্যাশডেটার পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড তিনটি হচ্ছে password, ১২৩৪৫৬ এবং ১২৩৪৫৬৭৮. এগুলোকে খুবই ঝুঁকিপুর্ণ পাসওয়ার্ড হিসেবে উল্লেখ করেছে স্প্ল্যাশডেটা। হ্যাকাররা সহজেই এ পাসওয়ার্ড ভেঙে ফেলতে পারে। সম্প্রতি সাইবার আক্রমণের শিকার মেইল, সোশাল নেটওয়ার্ক ও বিভিন্ন সাইটের ইউজারদের সচেতন করে তুলতে এ ধরনের পাসওয়ার্ড পরিবর্তনের সুপারিশ করেছে সংস্থাটি।
ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ডের এ তালিকায় উঠে এসেছে jesus, ninja, mustang, password1 এবং welcome. নতুন পাসওয়ার্ড তৈরি করা কঠিন না হলেও, অনেক ইউজার সহজ শব্দকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে।

অনলাইনে তথ্যের নিরাপত্তায় এধরনের পাসওয়ার্ড ব্যবহারকে নিরুৎসাহিত করেছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ফার্মটি। নতুন পাসওয়ার্ড কেমন হতে পারে, তার সংক্ষিপ্ত দিকনির্দেশনাও দিয়েছেন স্প্ল্যাশডেটার সিইও মরগান স্লেইন।

তিনি বলেন, এক্ষেত্রে একটি সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করা যেতে পারে পাসওয়ার্ড হিসেবে। যেমন ফড়ম dog eats bone-এর সঙ্গেunderscores, dashes, hyphens যোগ করা যেতে পারে যেমন dog_eats_bone!

তালিকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ডগুলো হচ্ছে-
১. password
২. 123456
৩. 12345678
৪. abc123
৫. qwerty
৬. monkey
৭. letmein
৮. dragon
৯. 111111
১০. baseball
১১. iloveyou
১২. trustno1
১৩. 1234567
১৪. sunshine
১৫. master
১৬. 123123
১৭. welcome
১৮. shadow
১৯. ashley
২০. football
২১. jesus
২২. michael
২৩. ninja
২৪. mustang
২৫. password1
কিন্তু আপনারা একটু ট্রিক্স অ্যাপলাই করলে বাচতেপারেন ...যেমন

  • Can't See the Forest Through the Trees:  cstfttt
  • Put Up or Shut Up:  puosu
  • If the Shoe Fits, Wear It:  itsfwi
  • You Can Lead a Horse to Water:  yclahtw
  • The Last Mile Is Always Uphill: tlmiau
  • I Think, Therefore I Am:  ittia
  • Oh Say Can You See:  oscys
  • Honey Badger Doesn't Care: hbdc
    আপনারা যদি এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে অনেক উপকার পাবেন।মনে রাখবেন firefox,chorme,opera এসব ব্রাউজারে inspect element অপশন আছে যেখানে কোড গুল text এ রূপান্তরিত করে encoded পাসওয়ার্ড decode করা যায়।আমি শীগ্রই এ নিয়ে টিউন করব।তাহলে আয এই পর্যন্ত
    ALLAH হাফেজ

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Hmm..nyc tune..share korar jonno tnx.

কিঞ্চিৎ কপি পেস্ট। মূল রচনা http://tech.bdnews24.com/details.php?shownewsid=4367

    @গাধাঁরেনিয়াম: রাগ করবেন না ,আমি বুঝলাম না, এটা কি রকম নাম ,গাধা কি একুরিয়াম থাকে , তাই এরকম নাম

ভাল খুব ভাল লাগ্ল আরো টিউন চাই

Level 0

Newspaper er kotha bole lav nai ora onek somoy TT er post golu o copy paste kore vai……..

vai agulatu tottho… ata tu banai banai lakhar jinisna… news chara uni ke agula bani bani golpo lakbe naki???

nice tune..