তোশিবা ল্যাপটপের বায়োস পাসওয়ার্ড কিভাবে মুছে ফেলবেন ? (Advanced)

যেকোন ল্যাপটপের বায়োস পাসওয়ার্ড ভূলে গেলে বা যেকোনভাবে পাসওয়ার্ড Lost হলে Laptop এর বডি খোলা ছাড়া কম্পিউটারটি চালু করা সম্ভব হয় না। সাধারণ ব্যবহারকারীরা এই ধরণের সমস্যায় পড়লে বিপদ কারণ এতে ন্যুনতম ১৫০০-৩০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে শুধুমাত্র পাসওয়ার্ড মুছতে। এখানে আমি আলোচনা করব কিভাবে বডি খোলা ছাড়া Toshiba Laptop এর পাসওয়ার্ড মোছা যায়।

এ কাজটি করতে আপনাকে একটি প্লাগ তৈরী করতে হবে ল্যাপটপের Parallel Port এর জন্য। এটি সাধারণত ল্যাপটপের পিছনে সবচেয়ে বড় পোর্টটি। এর জন্য আপনাকে কম্পিউটার এক্সেসরিজের বাজারে খোজ করতে হবে (ঢাকার এলিফ্যান্ট রোডে) যা ৩০-৫০ টাকা দামের। পোর্টটির নাম DB25 অথবা প্যারালাল প্রিন্টার পোর্ট বললে চিনবে।

কার্যক্রম:

পোর্টটির নিম্নোক্ত পিনগুলো এক করে সোল্ডার করতে হবে:

Pins 1,5,10
Pins 2,11
Pins 3,17
Pins 4,12
Pins 6,16
Pins 7,13
Pins 8,14
Pins 9,15

এবার পিন 18,19,20, 21,22,23,24,25 সবগুলো একসঙ্গে যোগ করুন।

এবার পোর্টটির কভার লাগিয়ে ফেলুন।

পোর্ট তৈরী শেষ এবার দেখুন কিভাবে পাসয়ার্ড মুছবেন-

ল্যাপটপটি বন্ধ করুন, পোর্টটি ল্যাপটপের পিছনে নির্দিষ্ট জায়গায় প্রবেশ করান। এখন ল্যাপটপটি চালু করুন এবং দেখুন কোন রকম পাসওয়ার্ড ছাড়াই চালু হয়ে গেছে আপনার কম্পিউটার!

এই পদ্ধতিটি কাজ করবে নিম্নোক্ত মডেলের TOSHIBA LAPTOP-এ:

Libretto 50-110, Portege 610-7220, Satellite 100-1800, Satellite 2060-5200, Satellite A10, A20, A40, Satellite Pro 400-6100, Tecra 500-9100, Tecra A1, A2, TE200, TE2100, Qosmio E10 এবং আরো কিছু মডেলে।

এই পদ্ধতিটি কাজ করবে না নিম্নোক্ত মডেলের TOSHIBA LAPTOP-এ:

Portege A100, M100, M200, R100, Satellite M30, Satellite Pro M10, M15, Tecra M1 and M2, Satellite 1905, 1955, A30, A70, A75, M30X, M35X, P10, P15, P25 and some other older laptops.

সতর্কতা: তারপরো পাসওয়ার্ড চাইলে সাথে সাথে ল্যাপটপটি বন্ধ করে দিন এবং পুনরায় সংযোগগুলো পরীক্ষা করে চেষ্টা করুন।

(লেখাগুলোর লক্ষ্য আপনাদেরকে প্রযুক্তি বিষয়ে দক্ষ করা। কাজগুলো নিজস্ব তত্বাবধানে করুন। এই ব্যপারে কাউকে দায়ী করা যাবেনা)

ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের হার্ডওয়্যার বিষয়ক Advance Level লেখাগুলো পড়তে- দেখুন Expert Computers Web

advertisement

Level 0

আমি Sam Thesyst। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার MotherBoard Model NO: Intel 41rq.কিভাবে আমি bios password remove করতে পারি।

Waiting for your replay…….

আপনার মাদারবোর্ডের মডেল অনুযায়ী এটি ডেস্কটপ কম্পিউটার। এর বায়োস পাসওয়ার্ড মুছে দিতে সিপিইউ-র সাইড কভার খুলুন এবং ভিতরে দেখবেন একটি ঘড়ির ব্যাটারী (3V এর) আছে, র‌্যামের ঠিক নিচে। ব্যাটারীটি খুলে ২-৩ মিটিন অপেক্ষা করুন। ব্যস এবার ব্যাটারী লাগান। রিম্যুভ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আপনাদের প্রশ্নগুলো মেইন সাইটের এক্সপার্টস ল্যাব বিভাগে করুন।

    @স্যামথীসিস্ট: দিলেন তো বিজ্ঞাপন বসায়া, এখানে সলভ দিবেন না, সাইটে গিয়া জিগাতে হইব, আপনার দোকানে যাইতে হইব ইত্যাদি ইত্যাদি। যত্তসব!

vaia amar desktop motherboaed er pass word set hoye gace….ata remove korbo kivebe??? plz vaia

    উইন্ডোজের Password রিম্যুভ করতে সেটআপ দিতে হয় অথবা বুটেবল কোন Password রিসেট করার Software দিয়ে করা যায়। যাই হোক আপনি বলেছেন মাদারবোর্ডের Password। মাদারবোর্ড এর বায়োস পাসওয়ার্ড মুছে দিতে সিপিইউ-র সাইড কভার খুলুন এবং ভিতরে দেখবেন একটি ঘড়ির ব্যাটারী (3V এর) আছে, র‌্যামের নিচের দিকে । ব্যাটারীটি খুলে ২-৩ মিটিন অপেক্ষা করুন। ব্যস এবার ব্যাটারী লাগান। রিম্যুভ হয়ে যাবে।

এত মাথা ঘামান ক্যান, BIOS UPDATE দিলে পাসওয়ার্ড খুলে যাবে 100%