ম্যাজিক সিটি দুবাই এর অসাধারন ২৫ টি নির্মান

আমরা অনেকেই বিদেশের বড় দালান এবং তাদের দালানের নকশা দেখলেই আহ শান্তি । কিন্তু তারা তো আর একদিনে এইরকম সমৃদ্ধ হয় নি । তারা অনেক পরিশ্রম করে আজ সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উচু করে দাড়িয়েছে । তাদের দালানের নকশা দেখলেই বিদেশে গিয়ে থাকতে ইচ্ছা করে । তাই আজ কিছু বৈচিত্রময় দালানের কারুকাজ নিয়ে আপনাদের সামনে টিউনটি করছি আর এই টিউনটির ৭০% ভাগেরও বেশী সাহায্য করেছেন মামুন ভাই । তিনি এই দালানগুলো খুজে বের করেছেন ।

0-14 Tower

Arabian Blade

Burj Dubai

a

Dancing Towers

a

Falcon City Of Wonders

Madinat Al Arab

Dubai Old Town

The Opus

Dubai Renaissance

Dubai Towers

d

Dubai Waterfront

Dubai Hydropolis

Palm Islands

Sports Science World

The Cloud

The World

Da Vinci Tower

Arch Bridge

Dubai Mall

Dubai World Central International Airport

Golden Dome

Dubai Sports City

Dubai Metro

Dubai Marina

DubaiLand Snow Dome

আশা করি আপনাদের সকলের কাছেই নির্মানগুলো ভাল লাগবে । আর মামুন ভাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ । সবসময়ই যেন সাহায্য পাই এখনের মত । সকলকে ধন্যবাদ..................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একবার ভ্রমণে যাওয়ার খুবই ইচ্ছা আছে।

    ninoman ভাই দুবাই গেলে আমাকেও নিয়ে যাইয়েন তয় টাকা কিন্তু দিবার পারমু না একদম ফ্রি তে ।

Level 2

ভাই এটা কি করলেন এখন তো এসব জায়গায় জেতে হবে।এমন অসাধারন টিউন করে ভ্রমনের ইচ্ছা বাড়িয়ে দেবার জন্য তারাতাড়ি খরচ দেন খুব দ্রুত ভ্রমনে বের হবো।

ভাই অসাধারণ। . . . . . . আমার তো বিশ্বাসই হচ্ছে না এ বিল্ডিংগুলো আছে।

হাসিব,
তোমাকে অসংখ্য ধন্যবাদ ।
নির্মানগুলো খবুই চমৎকার ।
ওদের টেকনোলজি আমাদের কাছে কল্পনার বাহিরে………..

Level 0

ভাই আমার অনেক ইচ্ছা ছিল আপনাকে সুন্দর একটা কমেন্ট করতে, কিন্তু ছবি দেখার পর আমার মাথা আউলাইয়া গেছে তাই সব ভুইলা গেছি—————
ওখানে যাওয়ার পর হয়তো মাথা ঠিক হতে পারে, আপনাকে অপেক্ষায় থাকতে হবে।
____________________________________________________________________________________________দুঃক্ষিত

ভেরি গুড…………………

সুন্দর হয়েছে। ছবিগুলো অসাধারণ। তবে একটা ঘাটতি আছে মনে হচ্ছে। যেটা লিখেছেন বুর্জ দুবাই সেটা আসলে বুর্জ আল আরব। আর বুর্জ দুবাই হলো বিশ্ব বিখ্যাত একটা সেভেন স্টার হোটেল যার চেহারা পাল তোলা নৌকার মত। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে মাঝে মাঝে দেখায়। আশা করি ছবিসহ একটা আপডেট দিবেন এ ব্যাপারে। তবে আপনার এই পরিশ্রম ও প্রচেস্টার জন্য অনেক ধন্যবাদ।

অসাধারন টিউন ।আপনার এই পরিশ্রম ও প্রচেস্টার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ

    হাসান ভাই আপনাকেও ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য ।

Level 0

“দুবাই যামু টাকা দাও”

    Uncle আপনার শ্বশুর বাড়ি বলেন যে আপনে দুবাই যাবেন টাকা লাগবে দেখবেন টাকা ম্যানেজ । হা হা হা

Level 0

কি অবস্থা? মাথা তো পুরা আউলাইয়া গেছে৷
সুন্দর তবে সবার মত আমার দেশ ছাইরা বিদেশ যাইতে ভাল্লাগে না৷ তবে হাসিব ভাই মারাত্মক একটি টিউনের জন্য আফনেরে ১০০ গ্রাম ধইন্যা পাতা দিয়া ছোট করতে চাই না৷ ( ধইন্যা পাতা কিনার টাকা নাই তো) হা হা হা হা….

    নাদের তোমার কমেন্টগুলো কিন্তু জটিল লাগে ।

    Level 0

    ভাই আফনেগর এন বাজার থাকলে ১০০ গ্রাম ধইন্যা পাতা কিন্না লইয়েন..

    ধন্যবাদ হাসিব ভাই৷

Level 0

আমি বিদেশ খামু।