বিস্ময়কর স্পর্শহীন প্রযুক্তি।স্পর্শ ছাড়াই নিয়ন্ত্রন করতে চান?

আস-সালামু-আলাইকুম।

টেক্টিউন্স এর সকল টিউনার ও পাঠক মহোদয়গনসবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।

আজ আপনাদের সম্পুর্ন নতুন প্রযুক্তির খবর দিবো।যেটা বিস্ময়কর এবং অদ্ভুত বটে।কিন্তু ভবিষ্যত এ এওন আরো অনেক কিছুই ঘটবে।

আপনার টিভির রিমোট হারিয়ে গেছে বা খুজে পাচ্ছেন না?যার দরুন একি চ্যানেল নিয়ে বসে আছেন?আপয়াদের জন্য বিজ্ঞানীরা কত কিছুর আবিষ্কার করে চলেছে দেখুন।

আর কিছু দিন পর টিভি দেখতে রিমোট এর ব্যবহার এর দরকার নেই।কারন এখন টিভি তে ব্যবহার করা হচ্ছে স্পর্শহীন প্রযুক্তি ।যার দরুন আপনি হাতের স্পর্শ ছাড়াই টিভি এর চ্যানেল,সাউন্ড এবং সকল কিছু নিয়ন্ত্রন করতে পারবেন।

ইসরায়েল এর তেল-আবিব এ এই প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে।এই প্রযুক্তি কে XTR3D  বলা হচ্ছে।এর জন্য প্রায় ৮মিলিওয়ন ডলার খরচ করা হয়েছে।কিছু দিন পর এই প্রযুন্তি ব্যবহার করে তারা স্মার্টফোন বাজারজাত করবে।এছাড়া

সম্প্রতি ডেটল স্পর্শ ছাড়া হ্যান্ড ওয়াশ বের করেছে যার নিচে হাত রাখলে আপনাআপনি সাবান হাতের মধ্যে পরবে।

নিচের ছবি টি দেখুন।এখানে স্মার্টফোন এ জিপিএস ব্যবহার করে গাড়ি চালানো হচ্ছে।কিন্তু সেটা স্পর্শ না করেই।

কিছু স্পর্শহীন প্রযুক্তির ভিডিও দেখুন

স্পর্শহীন প্রযুক্তি:১

স্পর্শহীন প্রযুক্তিঃ২

স্পর্শহীন প্রযুক্তি:৩

 

আমার ব্লগ

সুত্রঃবিবিসি ইউকে।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর !

দারুন পোস্ট , খুব ভালো লাগল। 🙂
আপনার blog দেখার সৌভাগ্য হল। দুইটি সফট ডাউনলোড করলাম ।

vai upore j smart phone er pic ta ase,arakom pic kivabe edit korbo?
i mean ami running mood er edit ta kew ki shikaben??

Level New

নতুন কিছু জানলাম। ধন্যবাদ ভাই

দিন দিন কত কিছুই আসবে…।।মুকুট মুকট ভাই।

প্রযুক্তির নতুন খবর জানতে পারলাম ধন্যবাদ মুকুট ভাই …..

আপনাকে অনেক ধন্যবাদ নতুন এই প্রযুক্তির সাথে পরিচয় করানোর জন্য।

    @aryankhan: কমেন্ট এর মধ্যে বিজ্ঞাপন দিলে আপনাকে কতৃপক্ষ বের করে দিতে পারে।সাবধান।
    @Md. Mashudur Rahman: আপনাকেও :))

Thank u Mukut bai.

Level 0

ভাইয়া, আমারে কিনে দাও 🙁 🙁