রবি-র “মডেম” নিয়ে একজন ব্যবহারকারির কিছু অভিজ্ঞতা।মজার টিউন।

একজন রবি ইন্টারনেট ব্যবহারকারির চিঠি।

(রবির মডেম কেনার একমাত্র কারন কল্যানপুরে কুবি বা বাংলাশিংগোর কাভারেজ নাই)

once upon a time দৌড় দিলাম "রবি সেবা" মিরপুর এ। কইলাম, বইন, একটা "মডেম" দেন... বইন কইল আপনের বয়স কত? খাইলাম ধরা। কইলাম ১৯। কয় ভোটার আইডি আঞ্ছেন? কইলাম, নাই তো... সে কইল, যাও গা মিয়া, বেচুম না মডেম... অতঃপর চাচার ভোটার আইডি লইয়া গেলাম রবি সেবা ধানমন্ডি তে। সেখান থেইকা "মডেম" কিনা বাসায় আইলাম।

প্রথম কয়দিন ভালই চলল। ১৫ দিন পর দেখি মাই-ক্রো-স্কোপ দিয়া খুইজাও ০০ kbps এর ওপর স্পিড পাইনা। আর, পাইলেও "মডেম" ২ মিনিট পর পর disconnect হইয়া যায়...

ফোন দিলাম "খাস্টোমার খেয়ার" এ (যেখানে ফোন করলে কাস্টোমার দের ***মারা হয়)

এক খায়রুন "শুন্দরি" ফোন ধইরা চিরল দাতের হাসি দিয়া কইল, ভাই কি হইছে? দুপুর বেলায় ঘুমাইছি, ফোন দিলেন ক্যা? (এইডা তার মনের কথা আছিল)
কইলাম সমস্যার কথা। উনি কইল লোকেশন কন, নাম্বার কন...
কইলাম...
উনি কইল বাসা কয় তলায়? কইলাম নিচ তলায়।

কয়, এইজন্যই তো সমেস্যা... আপনি ছাদ এ যেয়ে ল্যাপি দিয়ে নেট ব্যবহার করেন, সমেস্যা কম হবে...
মনে মনে কইলাম ল্যাপি কি গাছে ধরে?
মেজাজ টা খারাপ হইল, ফোন রাইক্ষা দিলাম...

টেকি ভাইয়েয়া হেল্প করেন, বারবার disconnect হওয়া ক্যামনে বন্ধ করা যায়?

লেখাটি আমার নয়।পড়ে মজা পেলাম।তাই শেয়ার করলাম।বেয়াদবি হলে ক্ষমা করবেন।

সংগৃহীত।লেখকঃ রাতুল।মূল লেখাটি এখানে দেখুন।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ফোন দিয়ে রবি'র ৩-৫ গিগা ইউজ করছি কই এমন তো হয় নাই। ডিটেইল করে বলা উচিত ছিল, প্যাকেজ কি শেষ নাকি ?

    Level 0

    ভাইয়া…।এটা আমার লেখা না।শেষের লাইনটি পড়ুন।

    হাঁসি থামার টিউন নই। অনেক হাসতে হল। কিন্তু বাংলালিংক এর ও এই রকম অবস্থা যেটা আমাকে হাড়ে হাড়ে টের পাইতে হয়েছে।

    লিঙ্কঃ http://bdrong.com/aminul/others/127/

Bhai amio ROBI use kori barbar amar o disconnect hoye jai.

আপনার মডেমটা ছি.পি.ইউ এর পিছনের ইউ. এস. বি পোর্টে লাগিয়ে দেন । পিছনে লাগানোর পরে একবারও ডিসকানেক্ট হবে না আশাকরি । আর স্পিড পাবেন নিঃস্বন্দেহে কচ্ছপের দৌড়ের গতির মতো !!!

    আর এর সাথে অবশ্যই ডাটা কেবল/ ব্যাক টু ব্যাক কেবল ইউজ করবেন। পারলে একটা যোগার করে আগে টেস্ট করে দেখেন। স্পীড ভাল পাইলে পরে ৫০ টাকা দিয়ে কিনে নিয়েন।

বহুত মজা পাইসি।

    Level 0

    ধন্যবাদ।

হি হি। খুব হাসছি। 😆
তবে মূল লেখকের মূল পোষ্টের লিংক দিলে ভাল হতো। 🙂

    Level 0

    দিয়েছি।ধন্যবাদ।

মনে হয় সামু থেকে নেওয়া। ভালোই।

লেখাটি পড়ে খুব মজা পেলাম।ধন্যবাদ ভাল থাকবেন।

    Level 0

    ধন্যবাদ।মজা পাওয়ার জন্যই দিয়েছি।

wait khan somadhan koyja bahir kortace

খিকয…

    Level 0

    হুম…।।আপনার ছবি তে ফেস নাই কেন? পুরাই ডিজে,।ইয় ইয়

Level 0

হা হা

লেখাটা পড়ে খুব মজা পাইছি। আর কমেন্ট পড়েও খুব মজা পাইছি।

    Level 0

    তাই?হাহাহাহা

Recent GP & Robir modemer moto baje modem bangladeshe r nie. Ami gpr modem nia 27 din pore beche dici. MOdem gulor network khub karap….

    Level 0

    ঠিক।আমি ব্রডব্যান্ড ছেরে জিপি নিলাম।পরে আবার জিপি ছেড়ে ব্রডব্যান্ড নিয়েছি।কেনো নিয়েছি সেটা ভালো করেই বুঝতে পারছেন।জিপির মতিঝিল এর কাস্টমার কেয়ার এ যেয়ে ইন্টারনেট ব্যবহার করলেই বুঝবেন।কচ্ছপ।

Level 0

ভাই বিশ্বাস করেন আমারো একি অবস্তা। বারবার Disconnect হয়ে যাচ্ছে। ভাবলাম PC-র সমস্যা। কিন্তু না, আমার বন্দুর PC-তে দিলাম সেখানেও একি অবস্তা।

Level 0

আমার ও দুই দিন থেকে একই সমস্যা, বার বার ডিসকানেক্ট। এখন কোন সমস্যা হচ্ছেনা। এই সমস্যার জন্য কাস্টমার কেয়ার এ গিয়েছিলাম, তারা বললো যে রবি থ্রিজি নেট ওয়ার্ক এর কাজ করার জন্য এই সমস্যা। দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন অপেক্ষার পালা।

    Level 0

    3G?আগে টেলিটক পাবে।

Level 0

আমি আনেক মজা পাইছি……

জি ভাই আমিও রবি ইউস করি ভালই স্পীড পাই তবে ২ দিন ধরে প্রব্লেম করতেসে কাস্তমার কেয়ারে ফোন দিসিলাম বলসে নেটওয়ার্ক আ কাজ করতেসে ২ দিন পরে থিক হয়ে যাবে

GP ও একই অবস্থা। …………

    Level 0

    জিপির এ আর নতুন কি।

হা……হা মজা পাইলাম এর উন্নতি কবে হবে

রবি একটা ফালতু নেটওয়ার্ক

মজা পাইলাম…..
যাক Movie Download করার জন্য Unlimited Internet Pack দরকার,
কেউ কোন Offer জানলে দয়া করে জানান উপকৃত থাকব ।
((( আমার এখানে Grameen, Robi, Airtel, Teletalk, Banglalink এর Network আছে ।)))

    Level 0

    এই রকম অফার কোনো মোবাইল ব্রডব্যান্ড কোম্পানি দিবেনা।

    মানে 5GB র ওপর কোন মোবাইল ব্রডব্যান্ড কোম্পানি থেকে Download করা যাবে না…?

    আমারএকটা সিস্টেম জানা আছে কিছু শর্তসাপেক্ষে বলা যেতে পারে ।

    ফোন +৮৮০১৭১১৭১৬৯২৭
    প্রিন্স মাহমুদ

    এক ভাই আরেক ভাই এর উপকার করবে ,এটার মাঝে শর্তেএর কি আছে এটাই তো বুজলাম না ।
    শর্তগলো কি এখানে ই বলোন, না পারলে facebook এ আমাকে খোজে নিন আর Mail করতে পারেন ।
    [email protected]

ভাইজান রবির আলো নিচ তলায় পৌছাইব কেমনে?

Level 0

মজা পাইলাম, বহুত মজা। দুঃখের বিষয় আমি নিজে রবির ইউজার।

ভাল লাগলো । আপনাকে ধন্যবাদ ।

Level 0

HO HO HO …………… Ha Ha Ha…….. hE hE hE……….. hy hy hy……….