আহারে সারাদিন টেকটিউন্স, ফেইসবুক নিয়ে এতো কষ্ট করার পরো ঘুম আসচেনা,আরে ভাই আমি আছিতে(না দেখলে পচতাবেন)

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের ভালো ভাবে ঘুমানোর কিছু টিপস দেব।
সকলে চায় সারাদিনের ক্লান্তি শেষে রাতে ভালো ঘুম হউক। আর অনেকে ঘুমের জন্য কতনা যুদ্ধ করেন। শেষ পর্যন্ত অনেককে ঘুমের ওষুধ পর্যন্ত সেবন করতে হয়। তবে ভালো ঘুমের জন্য যা জানা দরকারঃ

১) নিয়মিত ব্যায়াম করতে হবে যাতে শরীরে অবসাদ না পেয়ে বসে।

২) সন্ধ্যা ৭টার পর কফি বা ক্যাফেইন সমৃদ্ধ খাবার ও পানীয় থেকে বিরত থাকুন।

৩) ঘুমাতে যাবার অন্তত ১ ঘন্টা পূর্ব থেকে কোন চিন্তার কাজ করবেন না। টোটাল রিল্যাক্সড মুড়ে থাকতে হবে।

৪) ঘুমানোর ঘরটি হতে হবে একেবারেই কোলাহলমুক্ত।

৫) ঘুমানোর সময় সবধরণের বাতি নিভিয়ে দিন।

৬) যদি ঘুম আসতে বিলম্ব হয় তবে খানিকটা লম্বা শ্বাস নিন।

৭) সম্ভব হলে ১ গ্লাস হালকা গরম দুধ পান করুন।

৮) রাতে গোসলের পর অয়েল ম্যাসাজ নিতে চেষ্টা করুন।

৯) গান সুনার অভ্যাস থাকলে হাল্কা গান ছেরে ঘুমাতে পারেন।

১০) আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন তাহলে, ঘুমাবার অন্তত ২-৩ ঘণ্টা আগে সিগারেট খাবেন না।

১১) এসব করেও যদি ঘুম না আসে তখন চিকিৎসকের পরামর্শ নিন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসাসহ আপনাদের আসিফ পাগলা সাব্বির।

আর হ্যাঁ আমার এই টিপস কাজে লাগলে আমাকে কমেন্ট না করে ঘুমাবেন না খবরদার, তা হলে..............................।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 869 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইফুল ভাই কি লিখলেন

Level 0

এখন রাত ২:৫৮ বাজে আপনার টিউন কাজে আসেনি ।

Level 0

arekta tips ektu adda kori, ghumanor age masturbate na kora valo nahole brain ager theke onek beshi alert hoye jai r ghumanor age games khela ba action movie dekhleo brain alert thake tai ogula thekeo dure thakte hobe 🙂

Level 0

যাদের সহযে ঘুম আসে না ১০০-৯৯-৯৮-৯৭-৯৬-৯৫-৯৪ এই ভাবে সংখা গুনতে পরেন

Level 0

সাব্বির ভাই আপনের ঘুম আসেতো

thanks

আজকে চেস্টা করেন কাজে লাগবে@Champ

আপনার টিপসগুলা ও কাজের@Sohal

আমার ঘুমালে ঘুম আসবেই@Rabbi

আপনাকেও ধন্যবাদ, সালাম

আমারতো এখন ঘুম পাচ্ছে।

আমার ঘুম খুব ভাল হয়।আপানার ঘুম কেমন ভাল হয়?

ঘুমান রিভিউ আমারো ঘুম আসতাছে তাই আমিও ঘুমাবো

আমি ঘুমাই খুব কম, কিন্তু ঘুমানোর চেস্টা করলে ঘুম আসবে

Level 0

ফালতু টউন ঘুমাতে চেলে call 01977026134

পাগল নাকি আপনার মোবাইলের সাথে ঘুমের কি সম্পর্ক। আর যে ফালতু টিউন বললেন আপনি অসাধারন টিঈন করে দেখান না।

ঘুম আসছে, ধন্যবাদ কাইল সকালে দিমু

Level 0

"১০) আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন তাহলে, ঘুমাবার অন্তত ২-৩ ঘণ্টা আগে সিগারেট খাবেন না।"

বুঝলাম না………!!!!!!!

ধুমপান করলে ঘুমের বিঘ্ন ঘটে, তাই ঘুমানোর ২-৩ ঘন্টা আগে সিগারেট খাবেন না।

Level 0

প্রিয় বন্ধু, আপনার টিউন খুবই সুন্দর হয়েছে….. সাজিয়ে লিখেছেন দেখছি……….. চালিয়ে যান গুরু….. আমি প্রতিদিন 15-20 ঘন্টা কম্পিউটারে বসে থাকি…………..আমি আবার রাত জাগতে ভালোবাসি……. আমার কাছে রাতকে দিন আর দিনকে রাত মনে হয়……….

আমি যখন রাত জেগে কাজ করি, তখন আমার সঙ্গীরা হলো……….কম্পিউটার, ইন্টারনেট আর বিভিন্নধরনের ওয়েবসাইট………..

আমার আর একটি..সাথী…..পান আর ধুমপান বিষয়ক………….এগুলো ক্ষতিকর জানি, বস্ কি করবো এভাবেই আমার রাতজেগে কাজ করলে কিছুই মনে হয়……. না…..অনেক বক্ বক্ করলাম….. মনে কিছু করবেন না……..আমি বলতে চাইছি……..রাত জেগে কাজ করতে গেলে….. যার যেমনটি দরকার হয় সেটাই মনে হয় শ্রেয়…….. হয় না হলে রাত জাগা আর হবে না……….যারা যেটাই ভাবেন………..এটা আমার নিজের অভিজ্ঞতা………..