পুরুষ হল পজিটিভ চার্জ আর নারী হল নেগেটিভ চার্জ (বিন্দু টিউন)

বৈদ্যুতিক চার্জ দুই প্রকার । যথা : ১। পজেটিভ চার্জ ২। নেগেটিভ চার্জ । বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে ।

একটি বৈদ্যুতিক বাতি দুটি তারের মাধ্যমে সুইচের সাথে যুক্ত থাকে এবং দুটি তারের রং ভিন্ন থাকে । একটি তারকে বলা হয় ধনাত্নক তার আর অপরটিকে বলা হয় ঋণাত্বক তার । দুটি তার পাশাপাশি অবস্থান করে কিন্তু উভয়কেই আবরণের মাধ্যমে পৃথক রাখা হয় যেন তারা পরস্পরকে স্পর্শ করতে পারেনা বা যুক্ত হতে না পারে । কারণ মাঝ পথে যদি তাদের মধ্যে সংযোগ সাধিত হয় তবে দুর্ঘটনা ঘটবে । আবার তার দুটি একসাথে অবস্থান করেও একসময় বাল্বের ফিলামেন্টের মাধ্যমে পরস্পর মিলিত হয় এবং সুন্দর আলো উৎপন্ন করে । অর্থাৎ সুইচের পর থেকে একটা নির্দিষ্ট পথ তার দুটি পাশাপাশি অবস্থান করে কিন্তু তারা কখনই পরস্পরকে স্পর্শ করে না এবং নির্দিষ্ট পথ বা সময় অতিক্রম করার পর বালবে মিলিত হয় ।

এই উদাহরণ দিয়ে আমি এটা বলতে চাচ্ছি যে, নারী ও পুরুষ, দুটি বিপরীত লিঙ্গের মধ্যে অবশ্যই আকর্ষণ থাকবে এবং তারা পরস্পর মিলিত হতে চাইবে । কিন্তু তারা যদি অসময়ে মিলিত হয় তাদের তবে দুর্ঘটনা ঘটবে । কিন্তু তাই বলে কি তারা পাশাপাশি অবস্থান করবেনা ? হ্যাঁ করবে, বৈদ্যুতিক তার দুটি যেমন আবরণ দ্বারা পৃথক থেকে পাশাপাশি অবস্থান করে নির্দিষ্ট সময় পরে মিলিত হয় ঠিক তেমনি নারী ও পুরুষ পর্দার মাধ্যমে পৃথক থেকে পাশাপাশি অবস্থান করবে এবং নির্দিস্ট বা উপযুক্ত সময়ে বিয়ের মাধ্যমে মিলিত হয়ে সুন্দর সংসার গঠন করবে ।

প্রত্যেকা নারীর এমন কিছু বৈশিষ্ট্য আছে যা একান্তই নিজের এবং প্রত্যেক পৃরুষেরও কিছু বৈশিষ্ট্য আছে যা পুরুষের একান্তই নিজের। এ বৈশিষ্টগুলো একজন নারীকে পুরুষ থেকে আলাদা করে নারীর নিজস্ব সত্তার উপস্থিতি জানান দেয় , তেমনি পুরুষের ক্ষেত্রে । নারী ও পুরুষের এই বৈশিষ্ট গুলো প্রকাশ পায় তাদের কথাবার্তা, আচার ব্যবহার, চলাফেরা, পোষাক পরিচ্ছেদ ইত্যাদির মাধ্যমে ।যখন নারী ও পুরুষের এই বৈশিষ্ট গুলো একে অপরের সাথে মিশে যায় তখন নারী ও পুরুষ তাদের নিজস্ব সত্ত্বার অস্তিত্ব হারিয়ে ফেলে । নারী ও পরুষ যাতে তাদের একান্ত নিজস্ব সত্ত্বকে একে অপরের মাঝে হারিয়ে না ফেলে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাকেই পর্দা নামক রুপক শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে ।

আমার টিউন যদি ভাল লাগে তবে কমেন্ট করবেন আর যদি ভাল না লাগে তবে সমালোচনা করে মন্তব্য করুন । ধন্যবাদ

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একদম সত্যি কথা নারী ও পুরুষ পর্দার মাধ্যমে পৃথক থেকে পাশাপাশি অবস্থান করবে ধন্যবাদ আপনাকে।

চমৎকার উদাহরন! 😀 😀

খুবেই সুন্দর হয়েছে উদাহরনটা । ধন্যবাদ শিক্ষক আছি ছাত্র হিসেবে সবসময়।

পড়ে খুব মজা পেলাম…এবং আমাদের জিবনে এই টাই বাস্তবতা হওয়া উচিত।
স্যার আপনার লিখা টি ফেইসবুক এ শেয়ার করলাম।রাগ করলেন না তো?

আপনার টিউন এমনি অনেক ভাল লাগে। এটাও ব্যতিক্রম না।

জটিল টেকনোলজি………..
মাইনাস………

    অনেক ধন্যবাদ ।
    প্লাস মাইনাসের চিন্তা করে মনে হয় কেউ টিউন করেনা ।
    তবে কেন মাইনাস সেটা যদি জানতে পারতাম তবে হয় তো নিজের ভুল/ সীমাদ্ধতা গুলোর সমাধান করতে পারতাম ।

আপনার টিউনটি অনেক সুন্দর ………. ..। আমরা যেটাকে প্রযুক্তি বলি সেটা প্রযুক্তি বটে আপনি যেটা উপস্থাপন করেছেন সেটা আল্লাহর প্রযুক্তি। আর আমরা আল্লাহর দেওয়া প্রযুক্তি নিজের মনে করে ইচ্ছা মতো ব্যবহার করছি। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আর যারা এই পোস্টটাকে অমনোনীত করেছেন তাদের বলব ভাই ……………… আর লিখলাম না। ধন্যবাদ টিউনার ভাই।

    যারা পোস্টটি মনোনয়ন নয় ভোট দিয়েছেন তাদের কাছে হয়তো টিউনটি ভাল লাগেনি ।
    তবে অপছন্দের বিষয়গুলি যদি মন্তব্যর মাধ্যমে প্রকাশ করে তবে আমি খুশি হব ।

ভয়াবহ টিউন হইছে !

অনেক ভাল একটা উদাহরণ দিয়েছেন।আল্লাহ যেন আমাদের সাথে সাথে মা-বোন দেরও বুঝার তৌফিক দান করেন।

Level 0

সব ঠিক আছে …. ভাই ,পুরস কেনো ধনাত্নক ??? ঋণাত্বক না কেনো???? এটা বুজলাম নাহ..। .

    ভালো করে ভাবেন তাহলেই বুঝে একটা হাসি দিবেন।

    আপনি নারীকে পজিটিভ আর পুরুষকে নেগেটিভ ধরেন কোন সমস্যা নাই ।
    ধন্যবাদ ।

ধন্যবাদ স্যার। সামাজিক সমস্যাটার সুন্দর ব্যাখ্যা করার জন্য।

অনেক ভাল,,,।

Level 0

direct to favorite. 🙂

Level 0

ভাল একটা উদাহরন দিয়েছেন……
ধন্যবাদ

Level 0

খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ ।

ধন্যবাদ এতো সুন্দর tune করার জন্য । আসলে এটাই বাস্তব । আপনাকে অনেক ধন্যবাদ । চালিয়ে যান …………………………………………………………………………..

Level 0

khub e sotti kotha bolsen brother.

আবারো সুন্দর হয়াছে । ধনবাদ আপনাকে

খুবই ভাল টিউন,ধন্যবাদ একটি সুন্দর tune করার জন্য।

ফ্যারাডে = মেণ্ডেল (? না !)

ফাইন টিউন 😀

ভাল লাগল স্যার। ধন্যবাদ।

তার দুটি একসময়ে বাল্বের ফিলামেন্টের সাথে মিলিত হলেও এখানে কিন্ত ফিলামেন্ট এক বিশাল বাধার সৃষ্টি করেছে।এখানে ফিলামেন্টের রেজিস্টেন্স বা রোধ বা বাধা ৪০০ ওহম।তার দুটির মাঝে যদি এ বাধা না থাকতো তাহলে সর্টসার্কিট হয়ে যেত।আপনার টউনটি অনেক ভাল হয়েছে। একটি শিক্ষনীয় টউন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

    নারী পুরুষের মিলনের সময়ও রোধ কাজ করে !!!!!!!
    ধন্যবাদ আপনার গাঠনিক মন্তব্যের জন্য ।

সবকিছু গ্রাস করে নিচ্ছে বিশাল এক দানব
আমরা শুধই তাকিয়ে রই——————–
কেউ কিছু বলেনা—————————-

    হতাশ হবেননা, আলোকবর্তিকা হাতে নিয়ে একজন ঠিকই আসবে ।
    অপেক্ষায় থাকুন ………..
    ধন্যবাদ ।

Sotti onek valo laglo lekha ta pore.Ashole e atai real judio amra pagol.

Level 2

Thanks a lot . Jajakumullah.

সুন্দর॥ ধন্যবাদ

ভাল লাগার জন্য ধন্যবাদ ।