ফান টিউন – একটা কার্টুন আমাদের শামসুল আরেফীন ভাইয়ের।

সব সময়ই তো টেকটিউন্স থেকে শিখলেন এবার একটু মজা করি।

একটি কার্টুন ছবি মাত্র। কিন্তু প্রোগ্রামার দের জন্য বাস্তব

শামসুল আরেফীন ভায়ের সাইট থেকে নিলামঃ http://www.acmsolver.org/bangla/ ( প্রোগামাররা কিন্তু এ সাইট থেকে একবার ঘুরে আসতে পারেন, প্রোগ্রামিং এর অনেক সমস্যার সমাধান পাবেন) দেখে অনেক মজা লাগল তাই আপনাদের সাথে ও শেয়ার করলাম।

আমাদের অনেক প্রোগ্রামারের এ অবস্থা। যেমন রকিবুল হায়দার সাহেব। উনি একটি মেয়েকে এ ছোট বাক্যটি বলতে পারে না। কিন্তু  উনি ও ৩২ ল্যাঙ্গুয়েজ না পারলে ও কাছাকাছি পারে। রুবেল  অরিয়ন নামক এক পিচ্ছি প্রোগ্রামারের ও একই অবস্থা। একজকে একই বাক্য না বলার কারবে এখন … থাক না প্রকাশ করাই ভালো। আমি প্রোগ্রামার ও না তাই সমস্যা ও নেই 😛

আর ইচ্ছে করলে প্রযুক্তির ব্লগ টেকটুইটস থেকে ও ঘুরে আসতে পারেন।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তোমার প্রিয় রং কি?
আমার প্রিয় রং বলতেই #a9df14

    নতুন পন্ডিত মোর এডভান্স। ভালো 🙂

আপনি বলতে পারেন নাকি? মানুষকে তো আপনি সি আর পিএইচপি শেখাচ্ছেন? 😉

    আমি এখন ও কোন চান্স ই পাই নি বলার 🙁

acmsolver.org তে ভিজিট করা হয়। তবে এটার যে বাংলা ভার্সনও আছে তা জানতাম না। ধন্যবাদ।

    আপনাকে ও ধন্যবাদ। আপনাকে টিটি তে আগের মত নিয়মিত দেখিনা

Level 0

ভাই,সমস্যায় পড়ছি।টিউন পোষ্ট করতে গিয়ে দেখি,catagory এর লিস্ট এ কোন catagory নেই,তাই ক্যাটাগরী সিলেক্টও করতে পারছি না,তাই পোষ্টও করতে পারছি না,সাহায্য ও চাইতে পারছি না।আপনাদের কারো কি এই সমস্যা হচ্ছে না?মডারেটররের কি হল,এত ঘন ঘন সমস্যা হয় কেন?

    আমি তো গত কালকে কোন সমস্যা পড়ি নাই। আজ ও দেখি সব ঠিক আছে। হয়তো ঠিক করা হয়েছে, আবার একটু দেখুন প্লিজ।

আমার কিছু এলার্টপে ডলার লাগবে। ৪০ ডলার লাগবে। কেউ কি দিতে পারবেন?? অনলাইনে নয়, সামনাসামনি দেখা করে কিনতে চাই, কারন এতে বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। কেউ যদি এই শর্তে ডলার বিক্রি করতে চান, তাহলে প্লিজ জানান। সাথে কত রেটে বিক্রি করবেন, তাও জানাবেন প্লিজ…..

মেইল করতে পারেন [email protected]

মজা পাইলাম

?জাকির! says:
১৩ মার্চ, ২০১১ at 12:37 পুর্বাহ্ন

আপনাকে ও ধন্যবাদ। আপনাকে টিটি তে আগের মত নিয়মিত দেখিনা

====== টেকটিউন্সে কমেন্ট করা পুরা রিস্কের ব্যাপার হয়ে গেছে। ধরেন , কেও ২ নাম্বারী টিউন করল। এই ব্যাপারে প্রতিবাদমূলক কমেন্ট করলাম। তারপর হয় কি , আমার কমেন্ট এডিট করে ইচ্ছামত কথা লিখে মান ইজ্জতের ১২ টা বাজায়।

    অভিযোগ নামক একটি অপশনের প্রয়জনীয়তা অনুভব করছি। এবার এডমিন যদি তা খুলে ভালো হবে।