দোস্ত, ”তারে চোর লইয়া গেছে”

"মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার বা সাফারীর চাক্কা যখন ঘুরে, তখন চাইয়া থাকি। একবার চাক্কা দেহি, আবার মডেমটা দেহি। মনে লয়, আছরাইয়া ভাইঙ্গা ফালাই। কোনডা ভাংমু? পিসি না মডেম? পিসি তো একটা ভাইঙ্গা লগে লগে আরেকটা কিনার ক্ষমতা নাই। মডেম ভাইঙ্গা আরেকটা কিনলেও একই অবস্থা। হেইডাও একদিন আছাড় মারন লাগবো। বাজারে যতো মডেম আর কানেকশন আছে সবই আছাড় খাওড়া। একটা একটা কইরা হগলডি ভাঙলেও স্পীড বাড়বো না।"- বক বক করতে করতে একসময় ফোন রেখে দিলো।

রাইত দু'টায় একদিন ফোন করে বললো, "দোস্ত, ভালা একটা বুদ্ধি পাইছি। লম্বা ক্যাবল লাগাইয়া মডেম জানালা দিয়া বাইরে বাইর কইরা দিছি, ওয়াইফাই স্পীডে ব্রাউজ করতাছি।"

বললাম, "দেখ্, তারের মাথা থিইক্যা মডেম খুইল্যা চোরে নিছেগা নি। না জাইন্না তুই অফলাইনে ব্রাউজ করতাছস।"

আমার কথায় সে রাগ করে ফোন রেখে দিলো।

দু'দিন পর আবার ফোন দিলো, বললো, "দোস্ত, বুদ্ধি আরেকটা পাইছি। মডেম দুইটা লাগাইছি। স্পীড অনেক বাড়ছে, মনে হয়।"

আমি জিজ্ঞেস করলাম, "একসাথে দুই মডেম লাগাইয়া কয়দিন ধইরা কাম করতাছস?"

বললো, "দুইদিন ধইরা।"

বললাম, "পরথম যে মডেমটা লাগাইছস, হেইডা খুইল্যা দেখ্, কানেকশন অফ হইয়া যাইবো। এর মানে হইলো, দুইদিন তুই একটার ব্যান্ডউইথ খামাখাই খরচ করছস।"

উত্তরে ঠকাস করে একটি শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না। ভাবলাম, একটি মডেম বোধহয় ভেঙেই ফেলেছে। কে জানে, কোনটা ভেঙেছে? একটা মডেম ছিল যা আগেই ভাঙা, স্কচটেপ মারা, ওটা না নতুনটা?

দুদিন পর আবার ফোন এলো।

বললো, "দোস্ত, ব্রডব্যান্ড লইছি। ফাটাফাটি।"

জিজ্ঞেস করলাম, "হেইদিন মডেম কোনডা ভাঙছস? ভাঙ্গাডা না নতুনডা।? "

বললো, "কোনডাই ভাঙ্গি নাই। নতুনডা বেইচ্যা ব্রডব্যান্ড লইছি। অনেক লম্বা তার লাগছে...।''

পাঠক, এই তার চুরি হওয়া মাত্রই ওর ফোন পেলাম।

তাড়াহুড়ায় উল্টো করে বললো, "দোস্ত, তারে চোর লইয়া গেছে।"

বলুন, এখন কি বলবো ওকে?

Level 0

আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউনে কমেন্ট করতে বাধ্য হলাম, কি টিউন করলেন কিছুই বুঝলাম না।
এটা টিউন না গল্প? কিছুই বুঝলাম না।

Level 0

বুঝলাম না এটা কি ধরনের টিউন বা আপনি কি বুজাতে চেয়েছেন ?

ভাই এটি ডিজিটাল বাংলাদেশ তাই এরকম গল্প আপনার একার না আমাদের সবার, আপনার দোস্ত ব্রডব্যান্ড আছে কিন্তু আমাদের তাও নাই তাই আমাদের কিছু করার নাই, আমাদের আছে gp জন্তনা ।

কৌতুক টি সুন্দর হয়েছে!!!ধন্যবাদ।

শান্তি নাই বাংলাদেশে ইন্টারনেট কানেকশানে। দেশের বাহিরে শান্তিতেই চালাই।

আজিব ! কিছুই বুজলাম না বেপারটা…!!!

কিছুই বুঝলাম না।কিছুই বুঝলাম না।কিছুই বুঝলাম না।কিছুই বুঝলাম না।কিছুই বুঝলাম না।কিছুই বুঝলাম না।

D

    Level 0

    ভাই শিং দুইটা একটু সাবধানে রাখবেন । এখন বুঝছেন ।।

F

sorry for ” F ”
কিছুই বুঝলাম না।
কিছুই বুঝলাম না।
কিছুই বুঝলাম না।

পাঠকেরা বোধহয় দেখেননি যে টিউনটির বিভাগ সিলেকশন করা হয়েছে “টেক হিউমার”।এখানে মজাদার কিছুই আসবে,সফটওয়্যারের মত যান্ত্রিক কোন কিছু নয়।ধন্যবাদ রিপন ভাইকে মজাদার এবং আনকমন টিউনটি উপহার দেয়ার জন্য।একটি ঘটনার মাধ্যমে আপনি যে ভাবে বাংলাদেশের নেট স্পীডকে তুলে ধরতে চেষ্টা করেছেন তা সত্যি প্রশংসার যোগ্য।

এইখানে যাহারা বলেন, বুঝেন নাই, কেন বুজেন নাই? এইখানে রিপন ভাই ডিজিটাল বাংলাদেশের ইন্টারনেটের বাস্তবিক অবস্থা তুলে ধরেছেন।

    ১০০% সহমত।

    @রিপন ভাইকে সুন্দর ঘটনাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
    আমি আউয়াল ভাইয়ের সাথে সহমত জানাচ্ছি। আর এইখানে যাহারা বলেন, বুঝেন নাই বলছেন তাদের বলছি টিউনের বিভাগ দেখে তার পর মন্তব্য করবেন।

Level 0

ঠিক আছে ভাই।

    আপনার ওয়েব সাইটটি-তে প্রবেশ করা যাচেছ না। প্রথমে আপনার সাইটটি ওপেন হয়ে পরবর্তীতে অন্য পেইজে চলে যায় এবং এই ম্যাসেজ প্রদর্শন করে- This domain is parked, pending renewal, or has expired. Please contact the domain provider with questions. আপু আপনি কি কোন কৃষি সংশ্লিষ্ট কর্মকান্ডের সাথে জড়িত?

    Level 0

    হা ভাই একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে, পারলে ঘুরে আসুন। না ভাই আমি কোন কৃষি সংশ্লিষ্ট কর্মকান্ডের সাথে জড়িত নয়। কৃষির প্রতি দূর্বলতা একটু বেশী। আমি ফ্যাশনের উপর লেখা পড়ার সাথে সাথে চাকুরি করি। ধন্যবাদ আপনাকে।

হাহাহা, বাংলাদেশের অধিকাংশ লোকের কাহিনী এটা। ধন্যবাদ।

আমিও প্রবাসী ভাইয়ের সাথে একমত। চালিয়ে যান। ধন্যবাদ

আপনের দোস্তরে রাইখা গেছে তো ?

ভাষাগত সমস্যার জন্য টিউনটি পড়তে ও আমার সমস্যা হইছে।

আমি হাসতে হাসতে …………………।

Visit My Blog
http://active-download.blogspot.com/

হায়রে ডিজিটাল বাংলাদেশ! আমাদের দেশের ব্যান্ডউইথ্ এর অধিকাংশই খালি পড়ে আছে (শুনলাম ব্যান্ডউইথ্ নাকি ভারতে রপ্তানী করা হচ্ছে); আর আমাদের এই অবস্থা! কাকে দোষারোপ করবো, নিজের ভাগ্যকে না দেশের নীতিনির্ধারকদের। তবে আপাতত একটা ব্যাপার বলতে পারি, যেই সব এলাকায় জুম আলট্রা আছে তারা নির্দ্বিধায় জুম আলট্রা ব্যবহার করতে পারেন। আমি জুম আলট্রা ব্যবহার করছি ১৫০ কেবিপিএস (দ্যাটমিন ১৮.৭৫ কিলোবাইটস পার সেকেন্ড) ২ জিবি-র প্যাকেজ ব্যবহার করি। ব্রাউজিং এবং ডাউনলোডিং সব সময় এই স্পিডই পাই। আপলোড স্পিড মাঝে মাঝে ৫০ কিলোবাইট পার সেকেন্ড হয়ে থাকে। জুম আলট্রা মন্দের মধ্যেও একদম খারাপ না!!

মজা পাইলাম

খুবই সুন্দর হয়েছে।

ডিজিটালে মাটাল বাংলাদেশ!

এটা বুঝতে পারছি আপনি টেকহিউমারের মাধ্যমে বাংলাদেশের ইন্টার্নেট সার্ভিসের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন। সবই ঠিক আছে কিন্তু ভাষাটা আমার পছন্দ হয়নি। টেকটিউনসে আমি সবসময় পিউর না হোক পিউরের কাছাকাছি শুদ্ধভাষা আশা করি। এই ভাষার জন্যই সামু, প্রথম আলো ব্লগ এইসবে যাইনা। ভাষার সাথে কেন যেন পরিবেশ জড়িয়ে আছে। এমনিতেই টেকটিউনসের পরিবেশের দিনদিন অবনতি হচ্ছে। এর উপর আপনি নতুন সিস্টেম রচনা করলেন। একন আপনার দেখাদেখি এই ভাষায় আরও টিউন আসবে। এভাবে টেকটিউনস পরিনত হবে পাইকারি ব্লগে। কমেন্ট পর্যন্ত এইসব(আঞ্চলীক ভাষা) মানা যায় কিন্তু টিউনে এটা ব্যভার হলে টেকটিউনসের ধংষ অনিবার্য। তখন আমরা কোথায় যাব। তাই আপনাকে ধন্যবাদ দিতে পারলাম না। তবে আপনার টিউনের কাহিনি ভাল। আপনার জন্য সাজেশন Wi-Max ব্যবহার করতে পারেন। ডাউনলোড যেমনই হোক ব্রাউজিং শান্তিতে করতে পারবেন।

    Level 0

    গুরুত্বপূর্ণ কথা বলেছেন
    কিন্তু হিউমার হিসেবে মনে হয় ঠিক আছে

    হিউমার থেকে শুরু হয়ে অন্য বিভাগে ছড়িয়ে পড়বে।

হা হা হা,

হাসলাম কারণ িটউনটা মজার, তার থেকেও বেশি মজা লাগছে অনেকেই এ টিউনের মজাটা টের না পায়া এইটারে সিরিয়াস করে ফেলছে- টিউনের মানে নাকি বুঝে নাই 🙂

তবে আদনান-এর সাথে একমত, ভাষাটা একটু খেয়াল রাখবেন।

Level 0

হা হা হা

উনি তো ওনেক বিরক্ত হয়ে লিখেছেন, তাই ভাষাটা হয়তো খেয়াল করেন নি।

হা হা হা…… ভাল লাগলো ।

চেঙ্গাবেঙ্গা says:
৩১ জুলাই, ২০১০ at 1:55 অপরাহ্ন

হা হা হা,

হাসলাম কারণ িটউনটা মজার, তার থেকেও বেশি মজা লাগছে অনেকেই এ টিউনের মজাটা টের না পায়া এইটারে সিরিয়াস করে ফেলছে- টিউনের মানে নাকি বুঝে নাই 🙂

তবে আদনান-এর সাথে একমত, ভাষাটা একটু খেয়াল রাখবেন।

খুব খুব মজা পাইলাম। দারুন লিখেছন একদম ফাটাফাটি।
টিউনটি পরে খুব হাসলাম 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 ডিজিলাল নেটওয়ার্ক।

খুবই মজা পাইলাম।অনেকদিন পর টেকটিউনে হাসার একটি লেখা পাইলাম।

Level 0

Try to use a little bit more polite language carry on

ভাল ছিল।
অনেকে ভাষার ব্যাপারে আপত্তি করেছেন দেখলাম। আমার মতে, ভাষার ব্যবহার করেন, তবে সবসময় না – জায়গা বুঝে। বর্ণনাভিত্তিক যখন থাকবেন তখন শুদ্ধ ভাষা ব্যবহার করাই শ্রেয়। কোনো কোটেশনের ক্ষেত্রে আঞ্চলিকতার ব্যবহার করা যেতে পারে।

বাংলাদেশের ব্যান্ডউইথের ব্যাপারে একটা জিনিস জানতে পারলাম; সেটা হল – আমাদের নাকি ৮০গিগা ব্যান্ডউইথ নেয়া ফাইবার অপটিক লাইন থেকে। সেটার মাত্র ১০গিগা ব্যবহার হয়। বাকি ৭০গিগা’র কোনো usage নাই। ঐ ১০গিগার মধ্যে গ্রামীণফোন নিয়েছে ৪০০মেগা, সেটা দিয়েই সারাদেশে সার্ভিস দিয়ে বেড়ায়! … এই কারণেই আমাদের ইন্টারনেটের এমন করুণ দশা। 🙁

হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে ভাই