প্রযুক্তি বিষয়ক শীর্ষ ১০ ধনী ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা কি?

টিউন বিভাগ টেক ফিকশান
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমানে তথ্যপ্রযুক্তির এই বিশ্বে যতগুলো ব্যক্তি শীর্ষ ধনীর তালিকায় জায়গা দখল করে নিয়েছেন তাদের একটা বিশাল অংশের মানুষ শীর্ষ ধনী হয়েছেন প্রযুক্তি বিষয়ক নতুন কিছু আবিষ্কার বা উদ্ভাবনের মাধ্যমে।  আমরা যদি পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকার দিকে একটু  লক্ষ্য করি তাহলে আমরা যতগুলো মানুষকে চিনতে পাবো তাদের সবাই এই প্রযুক্তি নিয়ে নতুন কিছু আবিষ্কারের মাধ্যমে শীর্ষে গিয়েছেন।  আর এদের মধ্যে যারা শীর্ষ ১০ এ জায়গা দখল করে আছেন তাদের সবাইকে আমরা কোন না কোন ভাবে  চিনি।  হয়তো তাদের নাম না জানলেও তাদের মুখ দেখলে চিনতে পারি।  এখন প্রশ্ন!  এই ধনী ব্যক্তিরা কি লেখাপড়া করেই এত ধনী হয়েছেন?  তাদের শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু আছে?  আর তারা কোথা থেকে পড়াশোনা করেছেন?  চলুন ধাপে ধাপে বিস্তারিত জেনে আসা যাক।

 

১. ইলন মাস্ক

ফেবর্স এর প্রকাশিত বিশ্বের  শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় সভার প্রথমে স্থান করছে ইলন মাস্ক।  আমরা সবাইই ইলন  মাস্ক কে কমবেশি চিনি।  তিনি 1971 সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন।  এরপরে স্নাতক ডিগ্রী সম্পন্ন করার জন্য তিনি ভর্তি হন পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয় এ।  সেখানে তিনি অর্থনীতি এবং পদার্থবিজ্ঞানের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন।  পরবর্তীতে তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন।  এবং সেখানে পদার্থ বিজ্ঞানের উপর পিএইচডি করার সিদ্ধান্ত নেন।  কিন্তু অবাক করার বিষয় হলো, ইলন মাস্ক ভর্তি হওয়ার দুইদিন পরে সিদ্ধান্ত নেন যে তিনি একজন উদ্যোক্ত হবে।  তাই দুইদিনের মধ্যেই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি  থেকে চলে আসে।  এবং তার ব্যবসা শুরু করেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ  ৪২১.৬ বিলিয়ন মার্কিন ডলার।

 

 

২.  জেফ  বেজোসঃ

যারা একটু আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলেন।  নিয়মিত প্রযুক্তির খবর রাখেন, তাদের মধ্যে জেফ বেজোস কে  চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল।  কারণ জেফ বেজোস হলেন পৃথিবীর সবচেয়ে বড়  ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের প্রতিষ্ঠাতা।  এবং বর্তমানে তিনি পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি।  পড়াশোনা দিক থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন পৃন্সটন বিশ্ববিদ্যালয়।  সেখান থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সাইন্স এর ওপর  স্নাতক সম্পন্ন করেন।  বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ  250.6 বিলিয়ন মার্কিন ডলার।

 

৩. মার্ক জাকারবার্গঃ

বর্তমান যুগে মার্ক জাকারবার্গ কে চেনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না।  কারণ মার্ক জাকারবার্গ হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা।  আর বর্তমানে ক্লাস ফাইভের ও একটি বাচ্চা ফেসবুক চালাই এবং সেও জানে  মার্ক জাকারবার্গ কে। বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় মার্ক জাকারবার্গ তৃতীয় অবস্থানে রয়েছে। এখন তার মোট সম্পদের পরিমাণ 237.9 বিলিয়ন মার্কিন ডলার। মার্ক জুকারবার্গ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং তিনি হার্ভার্ড  বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।  তিনি সেখানে মনোবিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞান এর ওপর পড়াশোনা করেন।  তবে সেখানে পড়া অবস্থায়ই তিনি ফেসবুক তৈরি করেন এবং সেটা মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠে।  তাই তিনি ফেসবুকের উপর বেশি মনোনিবেশ করতে গিয়ে  হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে যান।

 

৪. ল্যারি  জোসেফ এলিসনঃ

আপনারা হয়তো অনেকেই ল্যারি এলিসনকে চিনবেন না তবে আপনারা হয়তো সবাই ওরাকল কর্পোরেশনের নাম শুনে থাকবেন।  ল্যারি এলিসন হলেন এই বিশ্ব বিখ্যাত ওরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রধান নির্বাহী।  অন্য সকলের মত  ল্যারি এলিসন পড়াশোনায় তেমন মনোযোগী ছিলেন না।  তাই তার শিক্ষা জীবন ততটা সফলতার না যতটা তার বর্তমান জীবন হয়েছে।  যেহেতু তিনি পড়াশোনায় খুব বেশি মনোযোগী ছিলেন না তাই তাকে অনেকগুলো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বদলাতে হয়।  স্নাতক সম্পন্ন করার জন্য তিনি প্রথমে ইউনিভার্সিটি অফ ইলিনয়েজ  এ ভর্তি হন কিন্তু সেখান থেকে ড্রপ আউট হয়ে যান।  পরে তিনি আবার ভর্তি হন ইউনিভার্সিটি অফ শিকাগোতে।  কিন্তু  সেখানেও তিনি ড্রপ আউট হয়ে যান।  আর বর্তমানে তার মোট সম্পদের অর্থ মূল্য ২১৩.৪ বিলিয়ন মার্কিন ডলার।

 

৫. বার্নার্ড আর্নল্টঃ

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায়  পঞ্চম অবস্থানে আছেন বার্নার্ড আর্নল্ট। তার জন্ম হয় ফ্রান্সের উত্তরে রুবেইক্স শহরে ১৯৪৯ সালে।  তিনি অঢেল সম্পদের মালিক হওয়া শর্তেও মানুষের সামনে না এসে আড়ালে থাকতে পছন্দ করেন।  সেজন্য বিল গেটস, মার্ক জাকারবার্গ বা ইলন মাস্ক এর মত ধনী ব্যক্তিদের সবাই চিনলেও বার্নার্ড আর্নল্ট কে সবাই চেনে না।  তিনি পড়াশোনা করেছেন প্যারিসের একটি বিখ্যাত প্রকৌশল স্কুল পলিটেকনিক থেকে।  সেখানে তিনি ইঞ্জিনিয়ারিং এর ওপর স্নাতক সম্পন্ন করেন।  বর্তমানে তিনি বিশ্বের  পঞ্চম ধনী ব্যক্তি।  বর্তমানে তার মোট সম্পদের মূল্য  ১৮৩.৮ বিলিয়ন মার্কিন ডলার।

 

৬.  ল্যারি পেজঃ

আপনারা হয়তো অনেকেই ল্যারি পেজের কথা শুনে থাকতে পারেন আবার অনেকে নাও শুনতে পারেন।  তবে জানিয়ে দেওয়া ভালো, ল্যারি পেজ হলেন গুগলের সহ প্রতিষ্ঠাতা। ল্যারি  পেজ স্নাতক সম্পন্ন করার জন্য ভর্তি হন  মিশিগান ইউনিভার্সিটিতে।  সেখানে তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ওপর স্নাতক সম্পন্ন করেন।  পরবর্তীতে স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য ভর্তি হন স্ট্যানফোর্ড  ইউনিভারসিটিতে।  সেখান থেকে কম্পিউটার সাইন্স এর ওপর  স্নাতকোত্তর সম্পন্ন করার পর সেখানেই পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন।  আর সেখানে পিএইচডি করা অবস্থায় তিনি এবং  সের্গেই ব্রিন মিলে  তৈরি করেন গুগল।  বর্তমানে তার সম্পদের মূল্য ১৬৭.৬ বিলিয়ন মার্কিন ডলার।

 

৭. সের্গেই ব্রিনঃ

গুগলের আরেকজন সহ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন  তাঁর স্নাতক সম্পন্ন করেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে।  পরবর্তীতে তিনি ভর্তি হন স্ট্যানফোর্ড  বিশ্ববিদ্যালয় এ।  এবং সেখানেই তার লেরি পেজ এর সাথে পরিচয় হয়।  বর্তমানে তার সম্পদের অর্থমূল্য  ১৫৯.৮  বিলিয়ন মার্কিন ডলার।

৮.  ওয়ারেন বাফেটঃ

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় সবচেয়ে বয়স্ক ধনী ব্যক্তি হলেন এই ওয়ারেন বাফেট।  বর্তমানে তার বয়স ৯৪  বছর। ওয়ারেন বাফেট  নেব্রাসকা  বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়ী প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।  পরে  কলম্বিয়া বিজনেস স্কুলে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।  বর্তমানে তার সম্পদের মূল্য ১৪৬.২  বিলিয়ন মার্কিন ডলার।

 

৯.  স্টিভ বালমারঃ

স্টিভ  বালমার ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছাত্র ছিলেন।  তিনি হার্ভার্ড  বিশ্ববিদ্যালয় থেকে 1977 সালে গণিত এবং অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করে।  পরবর্তীতে তিনি স্ট্যানফোর্ড  বিশ্ববিদ্যালয়ে স্নাতক উত্তরের জন্য ভর্তি হন।  মজার বিষয় এই যে, স্টিভ বালমার মাইক্রোসফটের সিইও।  কিন্তু তার মোট সম্পদের পরিমাণ মাইক্রোসফটের মালিক বিল গেটসের থেকেও বর্তমানে বেশি। বর্তমানে তার সম্পদের মূল্য ১২২.৯  বিলিয়ন মার্কিন ডলার

 

১০.  বিল গেটসঃ

যদি একটু পুরনো দিনের মানুষের কাছে শোনা হয় যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে?  তাহলে নিঃসন্দেহে অধিকাংশ মানুষই উত্তর দিবেন বিল গেটস।  কারণ বিল গেটস একটানা ১০ থেকে ১৫ বছর পৃথিবীর শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে ছিলেন।  কিন্তু মাইক্রোসফট থেকে অবসর গ্রহণ করাই এবং তার অর্থ সম্পদ বিভিন্ন চ্যারিটিতে দান করে দেওয়াই তিনি শীর্ষ ধনীর তালিকা থেকে নিচে নেমে গিয়েছেন।  এই ধনী ব্যক্তি ছোটবেলা থেকেই প্রচন্ড মেধাবী ছিলেন।  তিনি মাধ্যমিকে থাকা অবস্থায় তার স্কুলের জন্য একটি সফটওয়্যার তৈরি করেন।  সেখান থেকেই মূলত তার সফলতার গল্প শুরু হয়।  তিনি হার্ভার্ড  বিশ্ববিদ্যালয় থেকে গণিত এবং কম্পিউটার সাইন্স এর ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তার সম্পদের মূল্য ১০৬.৪  বিলিয়ন মার্কিন ডলার।

 

আশাকরি এই পোস্টটি সবার ভালো লেগেছে।  কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।  আর প্রশ্নোত্তর করে টাকা ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করুন।  আর বাংলাদেশের অন্যতম প্রশ্নোত্তর সাইটে যুক্ত হতে ভিজিট করুন Easyanswer.top। এখানে আপনি প্রশ্ন করে এবং প্রশ্নের সঠিক উত্তর দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

Level 0

আমি মোঃ তামিম আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 সপ্তাহ 3 দিন যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস