আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের আছি টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে। বন্ধুরা আজকাল আমাদের সকলের কিন্তু চাকরীতে মনোযোগ টা খুবই কম। কম বেশি সবার একটা ব্যাবসা করার দারুন আগ্রহ জাগে। কারণ আপনি একটা ভালো চাকরী আর ভালো পর্যায়ের চাকরি না পেলে সংসার চালানো বেশ মুসকিল হয়ে যায়। এর মূল কারণ হলো চাকরিতে সামান্য বেতন। আর বর্তমানে বাংলাদেশের পণ্যের উর্ধগতি মূল্য যেনো ছোট খাট চাকরী জীবিদের ভালো খাওয়া ভালো পরা এমনকি ভালো থাকাটাই স্বপ্নের মতো করে ফেলেছে। এই পরিস্থিতি সামলানো কিংবা ভালো থাকার একটাই উপায় কিছু ইনভেস্ট করে ভালো ছোট খাটো একটা ব্যাবসা করে ফেলা। কারণ স্বপ্ন পূরন করতে হলে ব্যাবসার বিকল্প আর কিছু আছে বলে আমি মনে করি না।
কিন্তু বর্তমানে প্রায় ৮০% লোকের হয়তো সামর্থ্য আছে কিন্তু তারা কোন ব্যাবসা করবে কিভাবে ব্যাবসা করবে এইটা বুঝতে পারে না ফলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এতে ব্যাবসা ভালো হওয়ার চেয়ে তারা লসের মুখে পড়ে যায়। এমন সমস্যা বা লসের কথা চিন্তা করেই অনেকেই ব্যাবসা করবে না ভেবে নেয়। তো চলুন আজকে আমরা লস হবে না এমন ৩ টি ব্যাবসা নিয়ে আলোচনা করবো।
প্রথমের আমারা যদি ভালো দিক আর সম্মানের দিক নিয়ে আলোচনা করি তাহলে মুদি দোকানের ব্যাবসার দিকে আমরা লক্ষ করতে পারি।
মুদি দোকানের ব্যাবসা কিন্তু বেশ লাভজনক একটি ব্যাবসা। এখানের লসের হার অনেক কম। আপনি যা পন্য উঠাবেন তার লাভ ছাড়া লস হবে না। কারণ এই পন্য গুলি নিদিষ্ট একটা সময়ে বিক্রি করতে না পারলে বা পন্যর মেয়াদ উত্তির্ন হয়ে গেলে পন্য গুলি আবার কম্পানি কতৃপক্ষের কাছে ফেরত দিয়ে নতুন পর্ন নিতে পারবেন। তাই শুন্য লসে আপনি পন্য রিকোভার আর সাথে পন্য বিক্রি করে লাভবান হতে পারবেন। এখানে আপনি দোকানে চাল, ডাল, চিনি, তৈল সহ আরো ছোটদের খাবার বা খেলনা জাতীয় অনেক পন্য উঠান। আপনি খেয়াল করুন আপনার এলাকার লোক বা আপনার কাষ্টমার ঠিক কোন কোন পন্য গুলোর জন্য চাহিদা বেশি দেখায় সেই পন্য গুলোর কালেকশন বেশি বারানোর চেষ্টা করুন। মনে রাখবেন কাষ্টমার হলো একটা ব্যাবসার প্রান। তাই আপনার চাহিদা তে প্রাধান্য না দিয়ে কাষ্টমারের চাহিদা কে প্রাধান্য দিন। এতে আপনার ব্যাবসার উন্নতি হবে।
আপনি যদি একজন নৃত্য নতুন চাহিদা সম্পূর্ণ ব্যক্তি হন তাহলে আপনার জন্য কাপড়ের ব্যাবসাটি বেশ লাভজনক একটি ব্যাবসা হতে পারে পারে। কারণ বর্তমানে মানুষ যতোটা না খাওয়া দাওয়া প্রেমি তার থেকে বেশি নৃত্য নতুন পোষাক পরিধান প্রেমি। কারন বর্তমানে বাংলাদেশের প্রায় ৯০% মানুষ ই তাদের কে সুন্দর ভাবে উপস্থাপন করতে বেশি পছন্দ করে। তাই বর্তমানে কাপড় এর চাহিদা অনুযায়ি কাপড়ের ব্যাবসা টা সবার জন্য বেশ লাভজনক একটি ব্যাবসা হতে পারে। এক্ষেত্রে আপনি যখন কাপড়ের ব্যাবসা করবেন এমন সিদ্ধান্ত নিবেন তখন আপনার সর্বপ্রথম স্থান নির্বাচন করে নিতে হবে। মনে রাখবেন আপনি যতোটা পারবেন এমন যায়গায় দোকান টা দিবেন যেখানে সহজেই সবার চোখে পড়ে আর দোকানের পরিবেশ যাতে একটু বড়ো আর সুন্দর হয়। কাপড়ের ব্যাবসার ক্ষেত্রে আপনাকে লক্ষ রাখতে হবে আপনার ব্যাবসার মধ্য যেনো ছোটদের থেকে শুরু করে বড়োদের সবার কালেকশন থাকে। এছাড়া পুরুষ থেকে মহিলা সবার কালেকশন যেনো আপনার শপে বিদ্যামান থাকে। মনে রাখবেন কাপড়ের ব্যাবসায় প্রায় প্রতিটি প্রডাক্ট এর থেকে ৬০% লাভের অংশ থাকে। তাই কাপড় ব্যাবসা আপনার জন্য একটি সেরা চয়েজ হতে পারে।
আপনি যদি ভালো, সম্মান আর লাভজনক একটি ব্যাবসা করবেন বলে ভেবে থাকেন তাহলে আপনার জন্য কসমেটিক এর ব্যাবসা টি একটি সেরা চয়েজ হতে পারে। কারণ কসমেটিক এর প্রতিটি পণ্য থেকে প্রায় ৪০% - ৬০% পর্যন্ত লাভ করা সম্ভব। এক্ষেত্র আপনি মাথায় রাখবেন কসমেটিকস ব্যাবসায় কিন্তু ছেলেদের পন্য থেকে মেয়েদের পণ্য বেশি বিক্রি হবে তাই আপনাকে মেয়েদের স্টাইলিশ আপডেট পন্যর প্রতি বেশি মনোযোগ রাখবে হবে। এছাড়াও আপনার ব্যাবসা আরো বেশি লাভজনক ও উন্নত করতে চাইলে কসমেটিকস এর সাথে আপনি বই, খাতা বিক্রি করতে পারেন। এতে আপনার ব্যাবসায় সম্মান ও কাষ্টমার চাহিদা বারাবে। আপনার কসমেটিকস ব্যাবসাটি আপনি বর্তমান দেশের পরিস্থির উপর ভিত্তি করে অনলাইন ও অফলাইন দুভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এতে আপনার ব্যাবসার পরিধি অনেক অংশে বেরে যাবে। আর যে ব্যাবসায় যতো বেশি কাষ্টমার সে ব্যাবসায় ততো বেশি উন্নতি ও লাভবান।
তো বন্ধুরা এই ছিলো আজকের টিউন সেরা ৩ টি লাভজনক ব্যাবসা। আশাকরি টিউন টি আপনাদের ভালো লেগেছে। পরবর্তিতে আমি আপনাদের জন্য ❝ কিভাবে একটি ব্যাবসা ছোট থেকে বড়ো করা যায় ❞ এই নিয়ে সুন্দর আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততোক্ষন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টেকটিউনস এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।