আপনার মোবাইল কি secure?

AllAppinformation youtube channel.

https://youtu.be/o_V5GfExsSM

 

প্রিয় পাঠক,

কেমন আছেন। আশাকরি ভালো আছেন।  আপনার হাতের smart phone টির যত্ন নিন। এখন আমাদের মুঠো ফোনের মাধ্যমে সারা দুনিয়া কে নিজের পকেটে নিয়ে ঘুরি। আপনারা কি জান্তে চান প্রথম যখন এই cellphone আবিস্কার হয় তখন কেমন ছিল।

Cellphone Invention

Martin Cooper, American Engineer, 1973 সালে সেল ফোন আবিস্কার করেন। তিনি জন্ম গ্রহণ করেন ডিসেম্বর ২৬, ১৯২৮ সনে। তিনি chicago, illinois, United States এ জন্ম গ্রহণ করেন। Arlene Harris হলেন উনার ইস্ত্রি। Martin Cooper, Marconi Prize অর্জন করেছেন। তিনি Illinois Institute of Technology তে ১৯৫৭ সনে লিখাপড়া করেন। তার বাবা - মা হলেন Arthur Cooper and Mary Cooper.

বন্ধুরা ১৯৬০ সনে, মোবাইল ফোন use হত শুধু গাড়িতে।  গাড়ির Battery মোবাইল ফোন এর power generate করতে পারত। কারো সাথে কথা বলতে হলে আধা ঘণ্টা অপেক্ষা করতে হত। মানে একটি কলের connection পেতেই আধা ঘণ্টা সময় লাগত।

১৯৮৩ সনে প্রথম portable মোবাইল  ফোন launch করে Motorola Cellular Dyna Tac 8000x.  যার price ছিল $১০০০০। যা charge করতে ১০ ঘন্টা সময় লাগত। আধা ঘণ্টার বেশি কথা বলা যেত না। এবং ১ কিলোমিটার এর ভিতর কথা বলতে হত।  এই ফোন ই আবিস্কার করেছিলেন Martin Cooper.

মোবাইল ফোন এখন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।  শরিরের একটি অংগ মনে করতে পারেন। আমরা মোবাইল ফোন কথায় না use করি। মোবাইল  ফোন আমাদের ধারণা, চিন্তা

চেতনার বিকাশ করেছে। সারা দুনিয়া মাত্র এক click এ।

ইংরেজিতে একটি কথা আছে

Think Globally Act Locally

আপ্নি আপনার মোবাইল ফোন এর মাধ্যমে সারা দুনিয়ার উন্নয়ন কলা কউশল ১ click এ দেখে নিয়ে নিজের দেশে বা জীবনে প্রতিফলন ঘটাতে পারেন। আর এই গুরুত্বপূর্ণ ফোনটি সবসময় রাখুন নিরাপদে। এখন চোরের সংখ্যা অনেক বেশি।  এরা সবসময় আপ্নাকে follow করে এক্টু সুযোগ পেলেই আপনার অতি প্রয়োজনীয় ফোনটি গায়েব হয়ে যাবে। তাই খেয়াল রাখুন আপনার হাতের মোবাইল ফোন টি কেউ চুরি করার চেষ্টা করছে নাত। কেউ আপনার মোবাইল এর information চুরি করছে নাত। আপনার মোবাইল টি কেউ unethically use করছে কি?

এগুলো থেকে বাচতে এই link এ click করুন।

https://youtu.be/o_V5GfExsSM

Thank you my

readers

Level 0

আমি ইপসা আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

I am Ipsha azad. I have passed MBA from AIUB.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস