আপনার কম্পিউটার বা ল্যাপটপকে বানিয়ে ফেলুন রসায়ন গবেষনাগার।

 

আসসালামু আলাইকুম।

বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। এটি আমার ১৪ তম  টিউন, আশা করি কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন।

আপনার কম্পিউটারকে বানিয়ে ফেলুন রসায়ন গবেষণাগার। এটা খুব ভাল একটি সফটওয়্যার। এর সাহায্যে আপনি যে যে কাজ গুলো করতে পারবেন, তা হল -

১। আধুনিক পর্যায় সারণীর জনক মেন্ডেলিফ কতৃক আবিস্কৃত সকল মৌল এর ছবিসহ বর্ণনা, ইতিহাস, মৌলের সংকেত, পারমানবিক সংখা, ভর,গলনাংক,স্ফুটনাংক,আইসোটপ,পারমানবিক তেজ্সক্রিয়তা দেখতে পাবেন।
২। দ্রবণীয় ও অদ্রবণীয় মৌলের তালিকা এবং মূলকের তালিকা খুব সুন্দর ভাবে ছক আকারে দেওয়া আছে।
৩। সক্রিয়তা অনুসারে মৌল সমুহের পর্যায়ক্রমিক শ্রেণীবিন্যাস করা হয়েছে।
৪। ধাতু, অধাতু,এসিড,লবন ইত্তাদির বিভাগে অন্তর্ভুক্ত মৌলসমূহের সুদৃশ্য ছক তুলে ধরা হয়েছে।
৫। রসায়ন বিষয়ে যে কোন শব্দ সার্চ করার ব্যবস্থা করা হয়েছে।
৬।এই সফটওয়্যার দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। সফটওয়্যার আপনাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনাকে নিদির্ষ্ট সময়ের মধ্যে জবাব দিতে হবে। তারপর আপনাকে প্রাপ্ত নাম্বার দেওয়া হবে।
৭। আপনি ভিন্ন ভিন্ন মৌলের সাথে বিভিন্ন বিক্রিয়া ঘটাতে পারবেন, এর ফলাফল আপনাকে সমীকরণ আকারে দেখিয়ে দিবে।
৮। আপনি এখানে অনুশীলন করতে পারবেন। তবে ভুল মৌলের সাথে বিক্রিয়া করালে আগুন ধরে যেতে পারে।
৯।এর সাহায্যে আপনি বিভিন্ন মান বিভিন্ন রূপে কনভার্ট করতে পারবেন।
১০।আপনি যে অনুশীলন করেছেন বা যা শিখতে পেরেছেন তার ফলাফল এবং অভিজ্ঞতা ডায়রীতে লিখে রাখতে পারবেন।
১১।এখানে একটা ক্যলকুলেটর পাবেন। যা দিয়ে হিসাব করতে পারবেন।
১২।এর ইন্টারফেসটা খুব সুন্দর, আপনি ইচ্ছা করলে বিভিন্ন কালার দিয়ে পরিবর্তন ও করতে পারবেন।
১৩। কাজ করার জন্য আপনি টেস্টটিউব,বুন্সেন বার্নার, পিপেট, কাচনল ইত্তাদি পাবেন।

আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এতে কি কি আছে. আর ইনস্টল করার পরে আর ও অনেককিছু দেখবেন ও বুঝে যাবেন আশা রাখি।

 

>>>ডাউনলোড করুন<<<

 

আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো। আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

টিউনটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার প্রথম ৫টি টিউন আপনারা দেখতে পারেন।

 

১। নির্দিষ্ট সময়ে বন্ধ করূন আপনার কম্পিউটার।

২। যারা চাকরি চান তারা অতি সত্ত্বর ডাউনলোড করে নিন।

৩। ১.৮০ ডলারের AfterFocus Pro v1.7.2 ব্যবহার করে ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন।

৪। যে কোন লেখা আপনাকে পড়িয়ে শোনাতে ডাউনলোড করুন ডিজিটাল তোতাপাখি।

৫।

ডাউনলোড করে নিন ২৪ ডলার মুল্যের জনপ্রিয় টরেন্ট ডাউনলোডার uTorrent Plus ফ্রীতে।

 

 

Level 1

আমি মনির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিংক কাজ করেনা । দিছেন anafile.com এর লিংক । ভাই আপনাকে পরামর্শ দিবনা তবে শুধু এটুকুই বলব যে স্প্যাম করার জন্য হাজার হাজার ওয়েবসাইট আছে । তাই টিটিকে অন্তত এসব থেকে মুক্ত রাখুন । আর উপার্জন করতে হলে সৎ উপায়েই উপার্জন করুন । ধন্যবাদ সুন্দর একটি টিউন উপহার দেওয়ার জন্য (ডাউনলোড লিংক ব্যতিত)

    ডাউনলোড লিঙ্ক ঠিক না থাকলে অলরেডি ২০ জন ডাউনলোড করলো কিভাবে? ভাইয়া স্প্যাম কাকে বলে? যদি একটু বলতেন উপকৃত হতাম ।

karo kase download link thakle share koren….

আপনার girl friend এর মোবাইল কল হিস্টরী দেখুন অ্যান্ড্রয়েড এ্যাপস দিয়ে শুুধু মাত্র বাংলালিংক ইউজার।
https://www.techtunes.io/android-apps/tune-id/368453

জুবায়ের আহমেদ শাকিল ভাইয়ের সাথে আমি সহমত পোষন করছি ।

যারা মোবাইল ইউজ করে টিটি শো করে তাদের দ্বারা আপনার প্রিয় এনাফাইল ডট কম থেকে ডাউনলোড করা অসম্ভব । আপনার টিউনের বিষয় গুলি ভালো এবং প্রয়োজনীয় । সুতরাং কোঅপারেট উইথ আস । আপতত শুকনো ধন্যবাদ ।