বিশ্ব টেক জায়ান্ট ইন্টারভিউ [পর্ব-০১] :: পেটি ক্যাশমোর, প্রতিষ্ঠাতা সি,ই,ও ম্যাশএবল।

ম্যাশএবল বিশ্বের সব থেকে বড় টেক পোর্টাল। প্রতিষ্ঠা করেন পেটি ক্যাশমোর মাত্র ১৯ বছর বয়সে। ম্যাশএবল এখন শুধু টেকপোর্টাল নই, এটা এখন কাজ করছে বিশ্বের শ্রেষ্ঠ টেক  সৌশ‌্ল‌্ নেটওয়ার্ক হিসেবে! ম্যাশএবল স্বীকৃতি পেয়েছে বিশ্বের শ্রেষ্ঠ ১০ টেক ব্লগের অন্যতম হিসেবে। প্রতি মাসে ৫০ মিলিয়নেরও বেশি পাঠকের সেরা পোর্টাল ম্যাশএবল

এই বিশ্বসেরা টেক জায়ান্টের সাক্ষাৎকার নিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিট হওয়া, জনপ্রিয়, সুবিশাল ও উন্মুক্ত বাংলা সৌশ‌্ল‌্ নেটওয়ার্ক টেকটিউনসের টিউন্টারভিউ আয়োজন।

এক নজরে পেটি ক্যাশমোরঃ 

পেটি ক্যাশমোর ১৮ সেপ্টম্বর ১৯৮৫ সালে জন্ম গ্রহন করেন স্কটল্যান্ডে। ২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি বিশ্বের এই সবচেয়ে জনপ্রিয় টেক ব্লগ সৃষ্টি করেন। তিনি সম্পাদকীয় লিখছেন CNN নিউজে ২০১২ থেকে। বিশ্বের ১০০ সেরা টেঁকি ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছেন বিশ্বখ্যাত টাইমস ম্যাগাজিন। তাছাড়া  ফোর্বস এবং জনপ্রিয় অনেক দৈনিক তাকে ফিচার করছেন বহুবার। সবথেকে প্রভাবিত টুইটার ব্যবহারকারী হয়েছেন ২০০৯ সালে।

আসুন আজকের টেঁকি আড্ডায় আমরা এই সফল টেঁকি ব্লগারের সাথে কথা বলি এবং শুনে নিই তার সফলতার গল্প।  

পেটি ক্যাশমোরঃ ম্যাশএবল সি,ই,ও

প্রশ্নঃ ম্যাশএবল সম্পর্কে আমাদের কিছু বলুন?

পেটি ক্যাশমোরঃ আমি ম্যাশএবল প্রতিষ্ঠা করেছিলাম ২০০৫ সালে। আমি মূলত উদ্যোক্তা এবং গবেষক হতে চেয়েছিলাম। তারই ফলশ্রুতিতে আজকের ম্যাশবেল।

প্রশ্নঃ আমি মনে করি ম্যাশএবল একটা দারুণ নাম। এটার উৎপত্তি আসলে কীভাবে? এটা দিয়ে কি বোঝানো হয়?

পেটি ক্যাশমোরঃ ম্যাশএবল নামটা এসেছে “Mashups” শব্ধ থেকে। বর্তমান মানুষ একের ভেতর সীমাবদ্ধ থাকতে চাই না। তারা যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, তেমনি ফ্লিকার, গুগল ম্যাপস ব্যবহার করছে। আবার ভিডিও এর জন্য ইউটিউব ব্যবহার করছে।  তারা সব জায়গায় এখন সমান পা রাখছে। এই সমন্বিত কাজকে এক করে বলা হয় “MashUp” সেহেতু এই মিশ্রিত সব কিছু জানার ভার্চুয়াল জগত ম্যাশএবল (Mashable).

ম্যাশএবল এবং পেটি ক্যাশমোর

প্রশ্নঃ আপনি এতো কম বয়সে এতো সফল ব্লগের যাত্রা করেছিলেন প্রতিবন্ধকতার সম্মুখীন হননি?

পেটি ক্যাশমোরঃ বাস্তবিকভাবে না। প্রতিবন্ধকতা যে আসে না তা না, তবে এরকম বড় ব্লগের ধারণা নিয়ে আগাতে গেলে সর্বপ্রথম যে চ্যালেঞ্জ আসে তা হল লেগে থাকা এবং এগিয়ে যাওয়ার মানুসিকতা, যা এ যুবক বয়সেই বেশি পেওয়া যায়।

প্রশ্নঃ ম্যাশএবল নিজেকে সোশ্যাল নেটওয়ার্কিং ব্লগ হিসেবে পরিচয় দেই। আপনার মতে সোশ্যাল নেটওয়ার্কিং এর বড় পদক্ষেপ বা হট ট্রেন্ড টা বা প্রতিযোগিতা আসলে কি?

পেটি ক্যাশমোরঃ সোশ্যাল নেটওয়ার্ক মুলত সবাই যেখানে এগিয়ে যাচ্ছে সেই মাধ্যম। আর এই মাধ্যমে টিকে থাকতে হলে মোবাইল সোশ্যাল নেটওয়ার্ককে আরও উন্নত করতে হবে।

পেটি ক্যাশমোর

ঠিক যেমন নতুন বন্ধু যোগ এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক, টুইটার ঠিক তেমনি ভিডিও শেয়ারের জন্য ইউটিউব এবং ছবি শেয়ারের জন্য ফ্লিকার এগিয়ে যাচ্ছে, আমরাও তেমনি।

প্রশ্নঃ আপনি সব সময় মানসম্মত লেখা নিয়ে গুরুত্ব আরোপ করেন। আপনি যারা নতুন আসছে এই পেশায় তাদের জন্য কি কোন স্পেশাল টিপস দিবেন?

পেটি ক্যাশমোরঃ সাধারণত আমরা সেই সব লেখকদের পছন্দ করি যারা অনেক জটিল ধারণা নিতে পারে কিন্তু সেটাকে অনেক সহজভাবে উপস্থাপন করতে পারে। আমরা তাদেরকে হায়ার করি যারা গভীর জ্ঞান অনুসন্ধান করে এবং ভালো ভাষা জ্ঞান রাখে। সেহেতু এগুলোর প্রতি দৃষ্টি দিয়ে সবাইকে আগানো উচিৎ।

জন্ম থেকে লিডার

প্রশ্নঃ যদি আপনি আপনার বিজিনেসের প্রথমে দাড়িয়ে থাকতেন, তাহলে নিজেকে কোন উপদেশ দিতেন?

পেটি ক্যাশমোরঃ কঠিনভাবে না, স্মার্টলি কাজ করেন।

প্রশ্নঃ আপনি কি মনে করেন উদ্যোক্তা জিনিসটা জন্ম থেকে আসে?

পেটি ক্যাশমোরঃ হয়তোবা। এটা ঠিক অতীত অভিজ্ঞতা এবং চরিত্র তাকে সহায়তা করে।

চলো উড়ি টেক জগতে- পেটি ক্যাশমোর

প্রশ্নঃ এমন বিজিনেস সম্পর্কিত বই আছে যেটা আপনি পড়েন বা যেটা আপনাকে সাহায্য করে?

পেটি ক্যাশমোরঃ না। আমি যা পড়ি সবই আমাকে সাহায্য করে। তবে নির্দিষ্ট করে কিছু বলতে পারবো না। তবে আমাকে অতীত অভিজ্ঞতা বেশি সাহায্য করে।

প্রশ্নঃ যদি ইন্টারনেট না থাকতো তাহলে আপনি কি করতেন?

পেটি ক্যাশমোরঃ আমি সম্ভবত আইন অথবা রাজনীতি পড়তাম।

আজন্ম লড়াকু টেকী

প্রশ্নঃ ইন্টারনেট নিয়ে আপনি কি ভাবেন?

পেটি ক্যাশমোরঃ আনলিনিটেড সুযোগ।

প্রশ্নঃ আপনি ইন্টারনেটে কোন জিনিস সরাতে আশা করেন?

পেটি ক্যাশমোরঃ স্প্যাম।

টেকের সাথে উপভোগ

প্রশ্নঃ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা লক্ষ্য  কি?

পেটি ক্যাশমোরঃ অনেক সময় আছে এটা নিয়ে ভাবার। এখনও ঐভাবে নির্দিষ্ট করিনি।

ভিডিওতে পেটি ক্যাশমোরের ইন্টারভিউ এবং ভবিষ্যৎ টেকঃ

(ইংরেজি থেকে অনুবাদিত এবং আংশিক  সংশোধিত। )

তথ্যসূত্রঃ  ফোর্বস এবং রিট্রিয়েট 

এই ক্ষুদে উদ্যোক্তা পেটি ক্যাশমোর বহুবার বিশ্বের বিখ্যাত সব নিউজে ইন্টারভিউ দিয়েছেন। আমি চেষ্টা করছি বাংলায় এই বিখ্যাত টেক জায়ান্টের ইন্টারভিউ প্রকাশ করার।

আমি এরকম আরও কিছু টেক জায়ান্টের যারা বিশ্ব টেকনোলজি লিড দিচ্ছেন তাদের ইন্টারভিউ এবং উঠে আসার গল্প প্রকাশ করবো। 

কারও কোন মতামত থাকলে জানাতে পারেন। 

ভালো লাগলে কমেন্ট, শেয়ার করুন।

শেষ কথা

আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। খারাপ হোক/মানুষ হাসাহাসি করুক তারপরও ধীরে ধীরে নিজে লিখতে থাকলে একদিন আপনিও ভালো টিউন রাইটার হবেন। আজ যারা ভালো টিউন করে সবাই সেভাবে হয়েছে।

আমি কপি-পেস্ট কোন টিউন করবো না ওয়াদা করেছি, আপনি করেছেন তো? 

আমি ফেসবুক | টুইটার | গুগল প্লাস | আমার ব্লগ 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল লাগল , ধন্যবাদ শেয়ার করার জন্য।

সাক্ষাৎকারটা আগাগোড়া ভালোই লেগেছে……আশা করি পরবর্তীতে আরও বিশদ সাক্ষাৎকার নিয়ে টিউন করবেন 🙂

*** শব্দের পরিভাষাটা যথেষ্ট চোখে বিঁধেছে- Mashable-র সঠিক উচ্চারণ হবে ম্যাশএবল….ম্যাশেবল না….পরিভাষাগুলো সঠিকভাবে উল্লেখ তরলে টিউনটা আরও মানসম্মত হয়!!