আগে দেখেননি এমন পোস্টঃ অনলাইনের যেকোন ভিডিও দেখুন ধীর গতির নেটেও বাফারিং ছাড়া সম্পূর্ণ নতুন ভাবে!!! (ব্যাক্তিগত আবিষ্কার)।

যারা সুপারফাস্ট গতির ইন্টারনেট ব্যবহার করেন তারা এটা না দেখলেও চলবে। শুধু এড়িয়ে যান। তবে নতুন কিছু জানতে চাইলে আসতেও পারেন।

বাংলাদেশে বাফারিং কি জিনিস সেটা আর বলে বোঝাতে হবে না। অনলাইনে কোন ১০ মিনিটের ভিডিও দেখার সময় ১৫-২০ বার থেমে যাওয়ার সাথে সবাই পরিচিত। আর ধীর গতির নেট কানেকশন হলে তো কথাই নেই।

এবার যে পদ্ধতির কথা বলতে যাচ্ছি, তার সাহায্যে সবচেয়ে দ্রুত গতিতে আপনি ইউটিউব,ফেসবুক, ডেইলিমোশন সহ সব অনলাইন ভিডিও দেখার সাইটে থামাথামি ছাড়াই ভিডিও দেখতে পারবেন। তবে এই পদ্ধতিতে শব্দ শুনতে পারবেননা।
কোন ভিডিও টিউটোরিয়াল দেখার সময় শব্দের দরকারও পড়েনা।

প্রথমে ইউটিউবে একটি ভিডিও চালু করুন। বেশি ধীর গতির নেট হলে দেখবেন বাফারিং শুরু হয়ে গেছে।

দাঁড়ান!!! এখনি সাপখেলা শুরু করে দেবেন না!!!

এবার প্লে বাটনের পাশে যেই লম্বা অংশটা আছে, যার সাহায্যে ভিডিও টেনে দেখেন, সেখানে মাউস পয়েন্টার রেখে দেখুন।
ক্লিক করবেন না কিন্তু!!

দেখবেন মাউস পয়েন্টারের উপরে ছোট করে ভিডিওর প্রিভিউ এসেছে।

এবার আপনি কি-বোর্ডের (Windows logo key +U) একসাথে চাপুন। Ease of Access Center ওপেন হবে।
এবার Magnifier এ ক্লিক করুন। দেখবেন ঐ ছোট প্রিভিউ বড় করে দেখাবে। এরপর কি করতে হবে তা আপনার সুবিধা মত করে নিন।

এই কাজ কোন ভালো মানের ম্যগনিফায়িং গ্লাস দিয়েও করতে পারেন তবে অযথা খরচ বেশি পড়বে। আমার কাছে আগে থেকেই ম্যগনিফায়িং গ্লাস ছিলো, তাই প্রথমবার ওটা দিয়েই করেছিলাম।

আর হ্যাঁ, এই পদ্ধতি ভালোই কাজ করে।

আশা করছি, আপনাদের কাজে আসবে।

আপনাদের মুল্যবান সময় নষ্ট করে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি।

Level 0

আমি নাজমুল হোসেন শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vhai onek creative buddhi. ato din kothai chilen boss. onek onek thax, eta amader moto slow net connection chaliy tader onek help hobe.

আপনাকেও ধন্যবাদ প্রথম টিউমেন্টটি করার জন্য।

Asholei..eta mathay ashe nai kokkhn o…nice work boss

নেক্সাস ৭ এ কি কল করার সুবিধা আছে?

Level 0

ভাই প্রিভিউ ত চলে না, শুধু Thumbnail দেখায় 🙁

Level 0

Interesting! ভাল লাগলো।

Level 0

Kono Sound Chara Sodhu Sodhu Thumbnail Deke Luv Ta Ki ?

আমার Adobe illustrator cs6 highly compressed file দরকার কারো থাকলে দেন।