স্বপ্ন তৈরির কোম্পানি ওহরে লিমিটেডের গল্প শুনুন

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি কোম্পানির গল্প যারা তাদের যাত্র শুরু করেছিল শুধুমাত্র একটি ফেসবুক পেইজের মাধ্যমে। ২০১৯ সালের ২৪ নভেম্বর ফেসবুক পেইজের মাধ্যমে যাত্রা শুরু করা সেই কোম্পানিটি হলো ওহরে লিমিটেড। যাদের ফেসবুক পেইজের লাইকের সংখ্যা শুণ্য থেকে আজ ১ লক্ষ ৬৬ হাজার প্লাস এবং ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার প্লাস। ওহরে লিমিটেডের যাত্রা মূলত ই-কমার্স দিয়ে শুরু হলেও এখন তারা এফিলিয়েট মার্কেটিং, আইটি সলিউশন সহ আরো অন্য ব্যবসাহের দিকে বর্তমানে মনোযোগি হচ্ছে।

প্রতিটি গল্পের মধ্যে কিছু শিক্ষনীয় বিষয় থাকে। এই গল্পটি যত সংক্ষিপ্ত ভাবে আমি উপস্থাপন করলাম আসলে কি এতটাই সহজ ছিল ওহরে লিমিটেড এর মত একটি স্টাটআপ কোম্পানির জন্য?  যার মালিক মান্নাফ আলী ছিল ক্ষুদ্র পরিবারের একটি তরুন উদ্যেক্তা। শোনা যায় মান্নাফ আলী ১৮ বছর বয়সে বাংলাদেশ কর্মসংস্থান ব্যংকে গিয়ে অবহেলিত হয়েছিল ব্যবসায়ের জন্য টাকা চেয়ে। শুধু এটাই নয় টাকার জন্য পথে পথে ঘুরে শুন্য পকেটে ফেসবুক পেইজের মাধ্যমে যাত্রা শুরু করা সেই কোম্পানি আজ রেখে দেওয়া গুড়ে চিনির দানার মত হয়ে উঠেছে। দিনে দিনে কোম্পানি পাচ্ছে তার  আসল যৌবন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সারাদেশ যখন অপামর চেষ্টা করে যাচ্ছে ঠিক তখনি ওহরে লিমিটেডের মত কোম্পানির উঠে আসা আমাদের সারাদেশে বাস্তব ডিজিটাল কতটুকু রূপ নিয়েছে তা কিন্তু জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মানুষ আজ ঘরে বসে যেমন শপিং করছে, চাইলে ফেসবুকে গিয়ে নিজের মনোভাব প্রকাশ করছে। ঠিক তেমনি অনেক স্বপ্নস্রষ্টা মানুষ আছে যারা ফেসবুকিং, ইউটিউবিং, ভিডিও ব্লগিং, ই-কমার্স সাইট, নিজস্ব ব্যবসাহি সাইট, ঘরে বসে টিউশনি ওয়েবসাইট, ইত্যাদি তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে নিজেই নিজের রোজগারের ব্যবস্থা করে নিচ্ছে। আর এই মহৎ কাজের অংশ হিসেবেও কাজ  করছে ওহরে লিমিটেড। আপনার স্বপ্নের ওয়েবসােইট কিন্তু চাইলেই আপনি তৈরি করে নিতে পারছেন ওহরে লিমিটেডের থেকে বাংলাদেশের যেকোন জায়গা থেকে অথবা সরাসরি তাদের অফিসে এসে। যা আরেক ধাপ ডিজিটালের ছোয়াতে এগিয়ে নিতে পারে বাংলাদেশ কে। আসুন ডিজিটাল বাংলাদেশ গড়তে হাতে হাত মিলিয়ে সবাই কাজ করি।

ওহরে লিমিটেডের পেইজের লিংকঃ https://www.facebook.com/OhhreLimited

Level 2

আমি রুদ্র জাফর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস