বন্ধু’র জন্য নান্দনিক কিছু গিফট আইডিয়া!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

আগস্টের প্রথম রোববার হচ্ছে বন্ধু দিবস। পৃথিবীর সব দেশের সব শ্রেণীর সব পেশার মানুষ এই দিনটি তার প্রিয় বন্ধুর জন্য উৎসর্গ করে। মার্কিন লেখক হেনরি ডেভিড থিওরোর একটা কথা খুব মনে পড়ছে। তিনি বলেছিলেন, ‘আমার বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি, তা হলো শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই। বন্ধু দিবসে ভালোবাসা, নির্ভরতা, বিশ্বাস ও প্রতিশ্রুতিই হচ্ছে বন্ধুর জন্য একজন বন্ধুর সবচেয়ে বড় উপহার। তবুও ভালোবাসার নিদর্শন কে না রাখতে চায়? কে না চায় বন্ধুত্বের স্মৃতিগুলো আগলে রাখতে?

তাই ভালোবাসার নিদর্শন রাখতে বন্ধু দিবসে আপনিও আপনার কাছের বন্ধুকে দিতে পারেন এ রকম কিছু বিশেষ উপহার। নিচের ছবিগুলো থেকে বেছে নিন আপনার পছন্দেরটি।

চাবির রিং

কিনতে ক্লিক করুন

কিনতে ক্লিক করুন

চাবির রিং সবার জন্যই খুব দরকারি ও প্রয়োজনীয়। আসছে বন্ধু দিবসে আপনি আপনার প্রিয় বন্ধুকে উপহার হিসেবে নান্দনিক কিছু চাবির রিং উপহার দিতেই পারেন। আজকেরডিলে বেশ কয়েক রকমের চাবির রিং পাওয়া যাচ্ছে। যেটি আপনার পছন্দ অনলাইনে অর্ডার করে বন্ধুর ঠিকানায় পৌঁছে দিন।

কিনতে ক্লিক করুন

আজকেরডিলে দারুণ ও কাজের একটি চাবি রিং পাওয়া যাচ্ছে যেটিতে ৫০ বছরের ক্যালেন্ডার দেওয়া আছে। খুবই আনকমন এই চাবির রিং কিন্তু আপনি আপনার বন্ধুকে উপহার দিতে পারেন। এটির মাধ্যমে চাবিও রাখা যাবে আর সময়মত দিন তারিখও দেখে নেওয়া যাবে।

ফ্রেন্ডশিপ ব্যান্ড

কিনতে ক্লিক করুন

বন্ধুত্বের প্রতীক হিসেবে ফ্রেন্ডশিপ ব্যান্ড খুবই জনপ্রিয়। তবে আগেকার নরমাল ব্যান্ডগুলোতে এখন এসেছে পরিবর্তন। বন্ধুকে এখন দিতে পারেন ডিজিটাল ব্যান্ড। দেরি না করে আপনার বন্ধুকে একটি ফ্রেন্ডশিপ ব্যান্ড উপহার দিয়ে খুশি করে দিন। দেশের যেকোনো গিফট শপে কম দামেই পেয়ে যাবেন আকর্ষণীয় ফ্রেন্ডশিপ ব্যান্ড। দিতে পারেন চমৎকার ইলেকট্রনিক্স ব্র্যান্ডও।

চকলেট

কিনতে ক্লিক করুন

বন্ধু দিবসে বন্ধুর জন্য কিনে ফেলতে চকলেট। অনেক আগে থেকেই বন্ধু দিবসের চমকপ্রদ উপহার হিসেবে চকলেট ব্যবহৃত হয়ে আসছে।

চামড়ার গিফ্ট অথবা কার্ড হোল্ডার

কিনতে ক্লিক করুন

বন্ধুর জন্য বেল্ট, পার্স কিনতে পারেন। ‌ কম দামে সুন্দর বেল্ট, ওয়ালেট, ব্যাগ শহরের সব নামি-দামি দোকান গুলো ছাড়াও ঘরে বসে অনলাইন মার্কেট থেকে কিনতে পারবেন। বিভিন্ন ধরনের কার্ড রাখার জন্য এখন কার্ড হোল্ডার পাওয়া যায় যা চমকপ্রদ উপহার হিসেবে দিতে পারেন। এই ধরনের কার্ড হোল্ডার ‍ুগুলো ওয়াটারপ্রফ যেকারনে ক্রেডিড কার্ড ও বিজনেস কার্ড ভিজে যাবার ভয় নাই।

টি-শার্ট

কিনতে ক্লিক করুন

ফ্রেন্ডশিপডেতে বন্ধুর জন্য কিনে ফেলুন কোনো ভালো ফ্যাশন ব্র্যান্ডেড টি- শার্ট। তার পছন্দের কালারের টি-শার্ট কিনলে আরো ভালো হয়।

সানগ্লাস বা অ্যাকসেসরিজ

কিনতে ক্লিক করুন

ছেলেদের কাছে অ্যাকসেসারিজের কালেকশন বেশ পছন্দের। লকেট হোক বা ব্রেসলেট অথবা সানগ্লাস ছেলেদের কিন্তু পছন্দ হবেই। তবে যারা একটু ফ্যাশনেবল তাদেরকে অ্যাকসেসারিজে বেশ মানায়। বন্ধু দিবসের উপহার হিসেবে এই গিফট আইটেম দিতে পারেন।

ঘড়ি

কিনতে ক্লিক করুন

অল্পদামে ভালো মানের ঘড়ি হতে পারে আপনার বন্ধুর জন্য অন্যতম উপহার। আকর্ষণীয় এসব ঘড়ি আপনি যেকোন ওয়াচ হাউজেই পেয়ে যাবেন। অনলাইন থেকে অর্ডার করে এখনি কিনে নিতে পারেন।

পারফিউম

কিনতে ক্লিক করুন

কথায় আছে সুগন্ধির ঘ্রানে সবসময় কাছে টানে। তাই এই বন্ধু দিবসে আপনর বন্ধুর জন্য বেছে নিতে পারেন আকর্ষণীয় পারফিউম।

ফোকাস সিগারেট কেস উইথ লাইটার

কিনতে ক্লিক করুন

আপনার বন্ধুর যদি ধুমপানে অভ্যাস থাকে তাহলে তাকে একটি ফোকাস সিগারেট কেস কিনে উপহার হিসেবে দিতে পারেন। এই কেসটিতে লাইটার সংযুক্ত এটি দেখতে খুব স্মার্ট। সহজে বহন করা যায়। একসাথে স্মার্টলি ৬টি সিগারেট রাখতে পারবেন।

➡ এসব ছাড়াও গিফট শপগুলোতে বন্ধুকে উপহার দেওয়ার মতো অনেক কিছুই খুঁজে পাবেন, যেমন—চাবির রিং, ডায়েরি, ফটোফ্রেম, মেয়ে বন্ধুর জন্য দিতে পারেন ব্যাগ, পার্স, গহণা আইটেম সহ আরো অনেক কিছু

বন্ধুর সঙ্গে আড্ডায় রাঙিয়ে তুলুন বন্ধু দিবস। উপহার ছোট হোক বা বড় হোক, দামি হোক বা সস্তা হোক, সেগুলো হচ্ছে আমাদের অনুভূতি। আর অনূভূতির দাম হচ্ছে অসীম। অতঃপর শুভ হোক বন্ধু দিবস, জয় হোক বন্ধুত্বের।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস