“বাদশাহী কারবার” হবে। বইয়ের এই শাহী উৎসবে, আমার সঙ্গী রকমারিই রবে!!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

শায়েস্তা খাঁ-র দরবারে বিশেষ সভা চলছে। শাহী ফরমান পেশ হবে কিছুক্ষণ পরেই। ৩০% ছাড়ে বেস্ট সেলার বই পাওয়া যাচ্ছে রকমারি থেকে। রাজ্যের সবাই বই পড়া শুরু করেছে আবার। এতে শায়েস্তা খাঁ বেজায় খুশি। নাজরানা দেবেন কি সেটাই এখন প্রশ্ন।

শায়েস্তা খাঁ- কী হে মন্ত্রী! কি নাজরানা দেয়া যায় এই বইপড়ুয়া পাঠকদের?
মন্ত্রী- হুজুর। আজ্ঞে আপনিই বলেন আপনার কী পছন্দ হয়!
শায়েস্তা খাঁ- ১৯,২০ তারিখ বই অর্ডার করলেই জুড়িগাড়ি দিয়ে দাও।
মন্ত্রী- আজ্ঞে হুজুর। ঢাকার এমন জ্যামপ্যাকড রাস্তায় জুড়িগাড়ি যে বেমানান একদম।
শায়েস্তা খাঁ- তা ঠিক বলেছ। তাহলে?
মন্ত্রী- হুজুর আর কদিন পরেই বেজায় গরম পড়বে। খাবার দাবার নষ্ট হবে। একখানা “শাহী ফ্রিজ” দিলে কেমন হয়!
শায়েস্তা খাঁ- বেশ বেশ! তা যা বলেছ। আর?
মন্ত্রী- হুজুর। বাংলাদেশের ক্রিকেট খেলা সামনে প্রচুর। একখানা “শাহী টেলিভিশন” হলেও মন্দ হত না।
শায়েস্তা খাঁ- ঠিক ঠিক। মুস্তাফিজ ছোকড়াটার বোলিং আজকাল দেখতে বড় ইচ্ছে হয়।
মন্ত্রী- আর কী দেয়া যায় বলুন তো হুজুর!
শায়েস্তা পকেটে হাত ঢুকিয়ে তাঁর লেটেস্ট স্মার্ট ফোনটা বের করে ফেসবুকে রকমারির পেইজ ব্রাউজ করতে করতে বললেন- আচ্ছা।

একখানা “স্মার্ট ফোন দিলেও তো মন্দ হয় না। এই যে নিয়মিত রকমারির ফেসবুক পেইজ ব্রাউজ করা, বই কেনা, গোঁফে তা দিয়ে সেলফি তোলা, স্মার্ট ফোনের তো ম্যালা কাজ। আবার শুনেছি সামনে নাকি রকমারি অ্যাপও নিয়ে আসছে।
মন্ত্রী- তা যা বলেছেন হুজুর! চমৎকার পুরস্কার! মারহাবা মারহাবা!
শায়েস্তা খাঁ- দাঁড়াও দাঁড়াও। সামনে না বৈশাখ আসছে?
মন্ত্রী- জী হুজুর। রমনা বটমূলের অনুষ্ঠান এবার আর মিস করা যাবে না।
শায়েস্তা- তাহলে বৈশাখ উপলক্ষে “বৈশাখী টি শার্ট” দিয়ে দাও।
মন্ত্রী- হুজুর সবার জন্য কিছু নেই? আপনার দরবারে এসে তো কেউ খালি হাতে যায় নি কখনোই।
শায়েস্তা খাঁ- অবশ্যই। বই কেনার উৎসবে প্রথমেই যে আসবে তার জন্য বিশেষ উপহার হিসেবে থাকবে “ফ্রি শিপিং”, প্রথম ১০০ জন অর্ডারকারী পাবে এই বিশেষ নাজরানা। আমার এই উৎসবে উপহার আর পুরস্কারের কোন কমতি থাকবে না। অর্ডার করলেই সবাই পাবে “ফ্রি পকেট নোটবুক”।

ফরমান জারি করে দাও তবে...

১৯ আর ২০ মার্চ
“বাদশাহী কারবার” হবে।
বইয়ের এই শাহী উৎসবে,
আমার সঙ্গী রকমারিই রবে।

রকমারি ডট কমে ১৯-২০ মার্চ চলবে বাদশাহী কারবারএই দিন রকমারি ডট কম থেকে অর্ডার করলেই-

* দৈবচয়নে ১ জন পাবে আকর্ষণীয় ফ্রিজ

* দৈবচয়নে ১ জন পাবে আকর্ষণীয় টেলিভিশন

* দৈবচয়নে ১ জন পাবে আকর্ষণীয় স্মার্ট ফোন

* ৩০ জন পাবে বৈশাখী টি শার্ট

* প্রথম ১০০ জন পাবে ফ্রি শিপিং

* আর অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি নোটবুক

ভিজিট করুন-

ফোন- ১৬২৯৭ বা ০১৫ ১৯৫২ ১৯৭১

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি রকমারি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কৌতূহল আছে বলেই মানুষ বেঁচে থাকার মাঝে অর্থ খুঁজে পায়। কৌতূহল সৃষ্টি করতে হলে মানুষকে তাঁর জগত ও কালপরিক্রমা সম্পর্কে সংবেদনশীল হতে হবে। সংবেদনশীলতা আসে পাঠাভ্যাসের মধ্য দিয়ে। অথচ আশঙ্কাজনক হারে, আমাদের দেশের মানুষের পাঠ্যাভ্যাস হ্রাস পাচ্ছে। কারণ বহুবিধ। যারা ঢাকায় থাকেন, যানজট এর দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের বই কিনতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস