
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

নিত্য নতুন গ্যাজেট আমাদের জীবনযাপনকে করে দিচ্ছে অনেক ইজি। এগুলোর ব্যবহার যেমন সহজ তেমন পোর্টেবিলিটির কারণে যে কারোও পছন্দ হবে। তাই চলুন হালের চমক সৃষ্টিকারী তিনটি গ্যাজেটের সাথে পরিচিত হয়ে নিই।

ভিআর বক্স এমন একটি গ্লাস যেটি দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি উপভোগ করতে পারবেন ! এর মাধ্যমে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের নোটিফিকেশন পড়া যাবে এবং মোবাইল কল করে কথা বলা যাবে। এতে আরও থাকবে স্বচ্ছ লেন্স ও স্মার্টফোনের সঙ্গে সিনক্রোনাইজ করার নানা প্রযুক্তি। এতে বিশেষ ধরনের হেডফোন সংযুক্ত থাকবে, যাতে সহজে স্মার্টফোনের মতো কল আদান-প্রদান করা যাবে। এর লেন্সে বিভিন্ন তথ্য জানা ও নোটিফিকেশন পাওয়ার সুবিধাও থাকবে।
2D/3D গ্লাস ব্যবহার করে উপভোগ করুন ভার্চুয়াল দুনিয়া। 3D সিনেমা উপভোগ করুন ঘরে বসেই আপনার 2D ল্যাপটপে ভিডিও, মুভি অথবা টিভিতে ভার্চুয়াল রিয়ালিটি গেমস এবং ৩৬০ ডিগ্রী যেকোনো দৃশ্য।

একটু রেস্ট নেবেন, বালিশে মাথা রাখতেই কয়েক মিনিটের মধ্যে ঘুমঘুম ভাব চলে এসেছে। আলসেমির কারনে উঠে লাইট বন্ধ করতে মোটেও ইচ্ছে হচ্ছে না। আবার অনেক সময় ঘুম থেকে উঠেই অন্ধকারে ফ্যান কিংবা লাইটের সুইচ খুঁজতে হয়। এসব সমস্যা থেকে মুক্তি দিতে প্রযুক্তিবিদরা তৈরী করেছেন ইলেকট্রনিক রিমোট ডিভাইস সুইচ। রিমোট কন্ট্রোল সুইচের সাথে ফ্যান বা লাইটের বৈদ্যুতিক কানেকশন যুক্ত করেই আপনি রিমোট দিয়ে নিয়ন্ত্রণের দারুণ সব সুবিধা পেতে পারেন।
বিছানা থেকে আপনি এই রিমোট দিয়ে আপনার সময় মতো লাইট ও ফ্যান বন্দ ও চালাতে পারবেন। যেই সব শিশু সুইচ বোর্ড পর্যন্ত পৌঁছাতে পারে না তারা এই রিমোট দিয়ে, লাইট ও ফ্যান বন্দ ও চালাতে পারবে। বিছানার রোগী ও বয়স্ক মানুষদের জন্য এই ডিভাইসের ব্যবহার খুব সুবিধাজনক। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এটা জরুরী।

ব্লু-টুথ সানগ্লাস এমন একটি ইউনিক গ্লাস যেটি ব্যবহার করে আপনি সূর্যরশ্মি থেকে রক্ষা পাবার পাশাপাশি এর ব্লু-টুথ হেডসেটের সাহায্যে মিউজিক উপভোগ করতে পারবেন। যেকোনো স্মার্ট ফোন, iPhone, পিসি বা ট্যাবলেট এর মাধ্যমে এটি কানেক্ট করা যাবে। ব্র্যান্ড নিউ ও হাই কোয়ালিটির এই প্রোডাক্টটি দেখতেও বেশ চমৎকার। গ্লাসটিতে আপনি পাবেন ১ বছরের ওয়ারেন্টি।

এবার কথা হবে কানে কানে। কারণ বাজারে এসেছে সবচেয়ে ছোট ব্লুটুথ ইয়ারফোন। কানে ইয়ারফোন আছে কিনা তা আপনি বুঝতেই পারবেন না। হাই পারফর্মেন্স মিনি A-8 ব্লুটুথ ইয়ারফোন টি Bluetooth V2.1+EDR Bluetooth profiles supported। ১০ মিটার দূর থেকেও এটি অপারেটিং হবে। ইয়ারফোনটির Bluetooth ফ্রিকুয়েন্সি রেঞ্জ: 2.402GHz~2.480GHz। এর ব্যাটারি ক্যাপাসিটি: 32 mAh। মিনি ব্লুটুথ ইয়ারফোনটির ওজন মাত্র ১০ গ্রাম।

ছোট্ট সুদৃশ্য এই ফ্রিজটি আধুনিক গ্যাজেটের চরম একটি নিদর্শন। এই স্মার্ট সময়ে আমাদের সবার বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ রয়েছে। এই ফ্রিজটি আপনার পিসির সাথে কানেক্ট করে দিলে যেকোন ড্রিংকস বা ক্যান রাখবে কুল ও অনেকদিন রেখে খেতে পারেন। যাদের বাসায় পিসি নাই তারা ফোনের ইউনিভার্সাল চার্জার দিয়েও কাজ সারতে পারেন। এটি একটি পানীয় ক্যান এর সাইজের যে কোন ক্যান কিংবা বোতল ঠান্ডা করতে পারে।
ইউনিক ও আনকমন এসব ইউএসবি গ্যাজেট দেখতে ও কিনতে এখানে ক্লিক করুন।
ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল আজকের ডিল ডট কম দিচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ৪৫ টি জেলায় পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস,এ পরিবহনের শাখা অফিস থেকে। এস,এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।


সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট থাকছে সেই সাথেই। ছুটি কিংবা হরতাল এখন আর নো চিন্তা, কেনাকাটার জন্য সব সময় প্রস্তুত আজকের ডিল।
আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। বিকাশ করে মূল্য পরিশোধ করতে পারবে। পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবে। এছাড়াও সরাসরি আজকের ডিল ডট কম অফিস থেকে পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করতে পারবে।

আজকের ডিল আপনাদের জন্য নিয়ে এল সরাসরি ফোনে অর্ডার করে পণ্য কেনার সুবিধা। সরাসরি ফোন করে এখন থেকে আপনি আপনার পছন্দের পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। আপনার অর্ডার করতে ডায়াল করুন এ ০৯৬১২ ০০৭ ০০৭ নাম্বারে।

আজকের ডিল ডট কম বিডিবিএল ভবন – ১৯ তলা, ১২, কাওরান বাজার, ঢাকা – ১২১৫। এছাড়া যেকোন তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ –০১৮৩৩৩২৮৪৯৪, ০১৮৪৭০২৭৫১৩, ০১৭৫৫৫৮২৫৭০
https://www.facebook.com/ajkercrazydeal/
আমরা প্রতিনিয়ত আমাদের ফানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।

আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।
ছাড়াও আমাদেরকে ই-মেইল করতে পারেন। [email protected] এ ঠিকানায়। সোশ্যাল মাধ্যম গুলোতে আমাদের সাথে যোগাযোগ রাখতে নিচের সাইট গুলো অনুসরণ করুন -
https://www.facebook.com/ajkercrazydeal/
https://www.youtube.com/channel/UCTqiISg5IgkqC9P_mPE0kRQ
https://twitter.com/AjkerDeal
https://www.linkedin.com/company/ajkerdeal
https://plus.google.com/117781436459932043678/posts
https://www.beshto.com/beshtoMobile/newProfileOf/ajkerdeal
https://www.instagram.com/ajkerdeal.com.ltd/
https://www.pinterest.com/ajkerdeal2011/আপনাদের সন্তুষ্টি, আমাদের অর্জন
আমাদের ১ লক্ষ+ রকমারি পণ্য থেকে বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। সারা দেশে ক্যাশ অন ডেলিভারী সহ পাচ্ছেন ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারী। তাহলে আর দেরী কেন, অর্ডার দিন এখনি আর ঝটপট নিয়ে নিন ডেলিভারী!
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
NICE