ঘরে বসে কেনাকাটা আর ও সহজ করে দিয়েছে ব্রানো ডটকম

বর্তমানে ই-কমার্স সাইটগুলো খুব জনপ্রিয় হয়ে উঠছে ঘরে বসেই সাশ্রয়ী দামে পছন্দের পণ্য কেনাকাটার সুবিধার জন্য । ব্রানো ডটকম (www.branoo.com) তার মধ্যে অন্যতম একটি ই-কমার্স ওয়েব সাইট যা খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে তাদের উন্নতমানের পণ্য, সাশ্রয়ী দাম এবং উন্নতমানের সেবার জন্য ।

ব্রানো ডটকম ব্যাপক পণ্যের সমাহার ও নতুন সুবিধা নিয়ে তাদের ওয়েবসাইটটি সাজিয়েছে দেশে অনলাইন শপিংয়ে আরও বেশি জনপ্রিয়তা সৃষ্টি করার জন্য । ব্রানো ২০১৪ সালে অল্প কিছু আন্তজার্তিক ব্র্যান্ডের পণ্য নিয়ে যাত্রা শুরু করেছিলো । বর্তমানে ব্রানোতে শতাধিক আন্তজার্তিক ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে। ভেজাল বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে একশত ভাগ মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তাও দিয়ে সাইটটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিটি ক্যাটাগরির সাথে যুক্ত করা হয়েছে সাব-ক্যাটাগরি। তাই পছন্দের পণ্যটি কেনার জন্য বারবার আপনাকে আর পেইজ পরিবর্তন করতে হবে না। এখন পছন্দের কাজটি আপনি খুব সহজেই ক্যাটাগরি বা সাব-ক্যাটাগরিতে গিয়ে করতে পারবেন। এ ছাড়াও ব্র্যানো হোম পেইজে আপনাদের জন্য নতুন ভাবে যোগ করেছে কিছু ফিচারড প্রোডাক্ট যা আপনি পেইজ খোলার সাথে সাথেই দেখতে পাবেন এবং বাছাই করতে পারবেন আপনার পছন্দের পণ্যটি। ব্র্যানো ফিচারড প্রোডাক্ট এর মধ্যে রয়েছে “Perfumes”, “Cosmetics”, “Clothing” এবং “Jewellery”

branoo.com Now Connect with EasyPayway
Branoo.com Now Connect with EasyPayway

যারা পছন্দমতো পণ্য খুঁজে নিতে চান, তাদের জন্য ব্র্যানো “Search Page” এ নতুনভাবে পণ্য খুঁজে নেয়ার অপশন যোগ করেছে। এখন আপনি পণ্যের ধরন (পুরুষ,  মহিলা, শিশু), ক্যাটাগরি, মেড ইন, দাম, ব্র্যান্ডসহ বিভিন্ন অপশন দিয়ে সার্চ করে আপনার পছন্দের পণ্যটি পেতে পারবেন।

branoo.com বাংলাদেশে এই প্রথম নিজেদের আয়ের পাশাপাশি অনলাইনে যারা আয় করতে চান তাদের জন্যও আয়ের সুযোগ সৃষ্টি করেছে যা অন্যদের জন্য দৃষ্টান্তমূলক। বাংলাদেশের ই-কমার্স সাইট গুলোর মধ্যে ব্র্যানো-ই প্রথম Affiliate Program চালু করে। Branoo Affiliate Program এর মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে অনলাইন মার্কেটারদের জন্য আয়ের সুব্যবস্থা করেছে। এর মাধ্যমে সবাই নিজেদের দক্ষতা অনুসারে আয় করতে পারবেন।

কিছুদিন আগে থেকে পহেলা বৈশাখের কথা মাথায় রেখে ব্র্যানো চালু করেছে “বৈশাখী কালেকশন”। এই উপলক্ষে ব্র্যানো নিয়ে এসেছে বাংলাদেশের বিখ্যাত জামদানি শাড়ি, নজরকারা টাঙ্গাইলের তাঁতের শাড়ি, আকর্ষণীয় জুয়েলারি সেটসহ আরো অনেক কিছু। ব্র্যানোর গ্রাহকদের কাছে বৈশাখী কালেকশনের চাহিদাও অনেক বেশি।

ব্র্যানো তাদের সাইটে ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ ছাড়াও নতুন আরো একটি পেমেন্ট অপশন চালু করেছে, তা হচ্ছে অনলাইন পেমেন্ট। এই সুবিধাটি ব্র্যানো EasyPayWay (www.easypayway.com) এর সাথে কর্পোরেট চুক্তির মাধ্যমে হয়ে চালু করেছে। এখন থেকে ব্র্যানোর সমস্থ গ্রাহক তাদের কেনাকাটা যে কোন ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবে। এই সুবিধাটি চালু করার মাধ্যমে ব্র্যানো এখন তার গ্রাহকের জন্য পেমেন্ট সুবিধার নতুন একটি দিক চালু করল।

এছাড়াও ব্র্যানো থেকে এখন এসএমএস এর মাধ্যমে গ্রাহকদেরকে জানিয়ে দেয়া হয় তাদের প্রোডাক্ট স্ট্যাটাস। গ্রাহকেরা এখন ব্র্যানো থেকে এসএমএস এর মাধ্যমে জানতে পারবে তাদের অর্ডার সম্পর্কে।

ব্র্যানো সমাজের মানুষের জন্য, সামাজিক অগ্রগতির জন্য ও সামাজিক অন্যান্য দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ভালো মানের পণ্য বাজারজাত করে যাচ্ছে। ব্র্যানোর প্যাকিং ব্যবস্থা বেশ পরিবেশ বান্ধব। তারা প্যাকিং এ পলিথিন জাতীয় কিছু ব্যবহার করে না। ফলে ব্র্যানো দ্বারা পরিবেশের কোন ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। তারা কেবল বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত প্রসিদ্ধ ব্র্যান্ডসমূহের পণ্য বিক্রি করায় ব্র্যানো থেকে পণ্য কিনে কাউকেই বিপদে পড়তে হবে না।

এভাবেই ব্র্যানো তার গ্রাহক সন্তুষ্টি এবং চাহিদা পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং শতভাগ মানসম্পন্ন ও জেনুইন পণ্য গ্রাহকের কাছে পৌছে দিচ্ছে।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'দ্যা কোডেরো লিমিটেড'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Saaqeb Nayeem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

searching for new implementation


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.