ডভকলের অ্যান্টিক গাড়ি সহজেই কেনাবেচা করুন অনলাইনে

বিক্রয় ডট কম, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেসকে সাশ্রয়ী ক্রেতাদের অ্যান্টিক, ব্যবহৃত ও পুরনো গাড়ি বিক্রির বিজ্ঞাপনের জন্য বেছে নিয়েছে ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখি সমবায় সমিতি লিমিটেড (ডভকল)। সম্প্রতি দু’পক্ষের মধ্যে এ ব্যবসায়িক সমঝোতা স্বাক্ষরিত হয়। এক বছর মেয়াদী অংশিদারিত্বমূলক এ চুক্তির আওতায় ডভকল তাদের সদস্যদের পুরাতন গাড়ি বিক্রির জন্য অনলাইন প্লাটফর্ম হিসাবে বিক্রয় ডট কম ব্যবহারের পরামর্শ দিবে। অন্যদিকে, বিক্রয় ডট কম ডভকল ডিলারদের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় তাদের সাইট ব্যবহারে বিশেষ সহায়তা প্রদান করবে।

পুরানো, ব্যবহৃত ও অ্যান্টিক গাড়ির ব্যবসায়ীদের নিয়ে একটি শক্তিশালি সমিতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডভকল, যাতে তারা ক্রেতার স্বার্থ রক্ষার সাথে সাথে পুরনো গাড়ি ব্যবসাকে সামগ্রিকভাবে সম্মৃদ্ধ করতে একসাথে কাজ করতে পারেন। বিক্রয় ডট কম গ্রাহকদের সহজে ব্যবহারযোগ্য ও সেরা দামে কেনা-বেচায় সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশর সবচেয়ে বড় মার্কেটপ্লেস প্রতিষ্ঠা করেছে।

গত ২৯ নভেম্বর, শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিক্রয় ডট কম’এর সার্বিক সহযোগিতায় ডভকল’এর চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ডভকল’এর প্রেসিডেন্ট হাজি মো: ইবরাহিম বলেন, “বিক্রয় ডট কমের মাধ্যমে ডভকলের ব্যবসায়ীরা ব্যবহৃত গাড়ির বিজ্ঞাপন হাজারো গ্রাহকের কাছে পৌছে দিতে পারে। এতে করে দু পক্ষই আরো ভালোভাবে ক্রেতার স্বার্থ রক্ষার্থে এবং গাড়ি কিনতে তাদের সঠিক সিদ্ধান্ত গ্রহনে সহায়তা করবে।”

সাধারণ সভায়  বিশেষ অতিথি ছিলেন বিক্রয় ডট কমের ম্যানেজার ঈসা আবরার এবং কো-অপারেটিভ মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা মো. জহিরুল হক। সভাপতিত্ব করেন ডভকল’এর প্রেসিডেন্ট হাজি মো. ইবরাহিম। সমিতির ভাইস প্রেসিডেন্ট মো শাহ আলম, বিক্রয় ডট কমের হেড মার্টিন মালমস্ট্রম এবং স্বনামধন্য পুরাতন গাড়ির ব্যবসায়ীরা এতে উপস্থিত ছিলেন।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো…

বিক্রয় ডট কম এর জন্য অনেক অনেক শুভ কামনা

বিক্রয় ডটকমে হাজার হাজার ভূয়া চাকুরিদাতা প্রতারকদের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ আছে। কিন্তু চাকুরী প্রার্থীর জন্য চাকুরী চেয়ে বিজ্ঞাপন দেওয়ার কোন ব্যাবস্থা নাই। বাংলাদেশের লক্ষ কোটি বেকারের দাবি এই যে, বিক্রয় ডটকমে চাকুরী প্রার্থীদের বিজ্ঞাপন দেওয়ার অপশন চালু করা হোক। যে সুবিধা olx ডটকমে আছে।