বিক্রয় ডট কম’এর নতুন ডিরেক্টর, অ্যাড সেলস

দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কমের ডিরেক্টর, অ্যাড সেলস হিসাবে চলতি বছরের ১২ অক্টোবর যোগ দিয়েছেন মোহাম্মদ রাশেদুল হক রানা।

এর আগে তিনি পাঁচ বছরেরও বেশি সময় দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো’র বিজ্ঞাপন বিভাগের ব্যাবস্থাপক হিসাবে দ্বায়িত্ব পালন করেন।

সেলসে রাশেদুল হক রানা’র ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। কর্পোরেট সেলিং, সেলস ও বিজনেস ডেভেলপমেট কৌশল প্রনয়ন এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।

দৈনিক প্রথম আলো ছাড়াও রানা বিশ্বাস বিল্ডার্স, প্যারাডাইস কেবলস এবং কনকর্ড রেডি মিক্স অ্যান্ড কনক্রিট প্রডাক্টসে কাজ করেছেন। ১৯৯৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

বিক্রয় ডট কমে যোগদানের বিষয়ে রাশেদুল হক রানা বলেন, “দেশের সবচেয়ে বড় মার্কেট প্লেসের স্বীকৃতি অর্জনকারী বিক্রয় ডট কমের সাথে কাজ করতে পারাটা সত্যিই অনেক বড় একটি সুযোগ। এই সাইট বাংলাদেশে কেনা-বেচার ধরন পাল্টে দিয়েছে।  এখন জনসাধারন অনলাইনে পুরানো এবং  অব্যবহৃত পন্য কেনা-বেচার মাধ্যমে বিভিন্ন জিনিস পুনরায় ব্যবহারে অরো বেশি উৎসাহী। আশা করছি আমি ও আমাদের কর্মীরা মিলে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বিক্রয়ের গ্রাহকদের সর্বাধুনিক ও নিরাপদ সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে পারবো।”

২০১২ সালে যাত্রা শুরু করে বছর খানেকের মধ্যেই বিক্রয় ডট কম দেশের শীর্ষস্থাণীয় অনলাইন মার্কেট প্লেসে পরিণত হয়। আলেক্সা র‌্যাঙ্কিং অনুযায়ী এটি বাংলাদেশের ষষ্ঠতম বৃহৎ ওয়েবসাইট।

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নো কমেন্টস

বাট একটা কথা না বলে পারলাম না, আপনাদের মার্কেটিং অসাধারন ছিলো। মাথায় পুরো ঢুকে গেছেন

টেক টিউনে বিক্রয় ডট কম কে দেখে খুব আপন মনে হলো, তাই কিছু কথা না বলে পারছি না। আমি বিক্রয় ডট কমের http://bikroy.com/en/help/contact এখানেই এটি দিতে চেয়েছিলাম, কিন্তু সেখানে দেখাচ্ছিলো (We’re sorry, but something went wrong.

We’ve been notified about this issue and we’ll take a look at it shortly.

Thanks for your patience.)

আমি নিজেও বিক্রয় ডট কমে অনেক কিছু সেল করেছি, যে সকল জিনিস সেল করতে আমার অনেক সময় লাগতো আর সঠিক মূল্যও পেতাম না ঐ সকল জিনিস বিক্রয় ডট কম আমাকে খুব দ্রুত ও সঠিক মূল্যে বিক্রয় করতে সাহাজ্য করেছে, এখনো কোনো কিছু সেল করতে হলে প্রথমেই মাথায় আসে বিক্রয় ডট কমের কথা। তবে যাই হোক, বাংলাদেশের সকল অনলাইন সেলস মার্কেট প্লেসে লোভোনিও বিঙ্গাপনের মাধ্যমে ছিন্তাই বা এই রকম কোনো ঘটনার সম্পর্কে আমার জানা নেই ।
কিন্তু রিসেন্টলি এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আমি বিস্মিত। কিছু অস্বাধু ব্যক্তি বিক্রয় ডট কম বা অন্য কোনো অনলাইন মার্কেট প্লেসে নিজের নাম্বার ব্যবহার না করে অন্যের নাম্বার ব্যবহার করে অন্যকে বিরক্ত করতে খুব মজা পাচ্ছে। তারা খুব সুলভ মূল্যে ভালো বিঙ্গাপন দিয়ে মানুষকে বিভ্রান্তি তে ফেলছে, এতে অনেকে বিশাল ভোগান্তির সিকার হচ্ছে।
= আমি বিক্রয় ডট কম কে কিছু বলার আগে নিজেকেই বলে নিবো। কারন আমরা ভুলে জাই এক জনের দিকে একটি আঙ্গুল তুললে অন্য তিনটি আঙ্গুল নিজের দিকে তাকিয়ে থাকে। আমরা যারা বিক্রয় ডট কমে এড পোষ্ট করি তারা আরো একটু সতর্ক
হই । ভালো করে দেখে নেই নাম্বারটি কি ভুল লিখে ফেলেছি। অন্য কারো কাছে চলে যাচ্ছে নাতো।

= এবার আসি বিক্রয় ডট কম এর দিকে, বিক্রয় ডট কম যদি কোনো এড পোস্ট করার পূর্বে বিঙ্গাপন প্রদান কারির নাম্বার “কোড ভেরিফিকেশন মেসেজ” এর মাধ্যমে জাচাই করে নেয় তাহলে সহজেই কেউ অন্যের নাম্বার ব্যবহার করতে পারবে না। এ তে বিভ্রান্তি অনেকাংশে কমে আসবে বলে আমি মনে করি। কেউ অন্য কারো নাম্বারে এড পোষ্ট করতে পারবে না।
—————————————————————————————————————————-
কিছু প্রশ্ন থেকে যায়।
কেনে সে পুলিশের কাছে গেলেন না?
– কিছু কিছু মানুষ নিরঝন্জাট, হয় তো এটি একটি কারন হতে পারে।
কেনো বিক্রয় ডট কম কে জানালো না?
– বাংলাদেশের পরিসংখান দেখলে দেখা যাবে অনেক মানুষ এখোনো প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন। আর ঐ সকল লোকের সংখ্যাও বেশি যারা প্রযুক্তি বলতে শুধু সোসাল নেটওর্য়াক কেই বোঝে। রাজু ভাই সেই রকম একজন মানুষ,
হ্যা, আসল প্রশ্ন. প্রমান কই?
http://bikroy.com/en/german-shepherd-kid-for-sale-dhaka
http://bikroy.com/bn/shindhi-cow-for-sale-dhaka
http://bikroy.com/en/streacher-running-with-egg-for-sale-dhaka

এগুলোতে রাজু ভাই এর নাম্বার ব্যবহার করা হলেও এই এড গুলো রাজু ভাই পেষ্ট করে নি। আমি যতো দুর জানি রাজুভাই কোনো কবুতর পালেন না। 🙂

রাজু ভাই ০১৬৭২৮৮৮৭৭৮
ফেবু তে রাজু ভাই- https://www.facebook.com/Razu88888

বি: দ্র: আমি বিক্রয় ডট কম কে হেয় করার জন্য কোনো লেখা লিখিনি। তবুও সকল ভুলের জন্য আমি ক্ষমা প্রর্থি।

বিক্রয় ডটকমে হাজার হাজার ভূয়া চাকুরিদাতা প্রতারকদের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ আছে। কিন্তু চাকুরী প্রার্থীর জন্য চাকুরী চেয়ে বিজ্ঞাপন দেওয়ার কোন ব্যাবস্থা নাই। বাংলাদেশের লক্ষ কোটি বেকারের দাবি এই যে, বিক্রয় ডটকমে চাকুরী প্রার্থীদের বিজ্ঞাপন দেওয়ার অপশন চালু করা হোক। যে সুবিধা olx ডটকমে আছে।