নতুন উদ্যোক্তাদের ব্যবসার প্রসারে ভূমিকা পালন করছে অনলাইন মার্কেটপ্লেস

অনলাইন মার্কেটপ্লেসকে বিকল্প প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করে ব্যবসার গতি পাল্টে ফেলেছে আলিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সফল তরুন উদ্যোক্তা ওয়াহিদ হাসান সাইফ।
সাইফের শুরুটা খুব সহজ ছিল না। পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয় ওয়াহিদ হাসান সাইফ ছোট বেলা থেকে ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখতেন। তাই স্কুলের ফাঁকে ফাঁকে, রোজা বা গ্রীষ্মের ছুটিগুলো কাটাতেন ব্যবসায়ী চাচা ও চাচাতো ভাইদের সাথে তাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে।

লেখাপড়া শেষ করে চাকরী দিয়ে জীবন শুরু হয় সাইফের। কিন্তু ব্যবসায়ী হওয়ার স্বপ্ন তখনও তার সাথে। অফিসে যাওয়া আসার পথে সাধারণ মানুষের যাতায়াতের কষ্ট ভাবিয়ে তুলতো তাকে। অতিরিক্ত যানবাহন, পকেটমার, গণ-পরিবহনগুলোতে গাদাগাদি ভিড়, ট্যাক্সি আর অটো-রিক্সার অস্বভাবিক ভাড়া এসব কারনেই মূলত এই অসহনীয় দুর্ভোগ।  আর এই জনগোষ্ঠীর বেশিরবাগেরই মোটরবাইক বা গাড়ি কেনার মতো আর্থিক সার্মথ্যও নেই।

এসব সমস্যার সমাধান খুঁজে পান রিচার্জেবল ইলেকট্রিক্যাল মোটরবাইকের মাঝে। এ ধরনের মোটরবাইক চালাতে পেট্রল বা ডিজেলের প্রয়োজন হয় না। পরিবেশবান্ধব এই বাইকের জন্য কোনো রোড ট্যাক্স, রেজিষ্ট্রেশন ফি দিতে হয় না, এছাড়া রক্ষনাবেক্ষন এবং সার্ভিসিং খরচও অনেক কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আকারে ছোট এবং সুবিধাজনক হওয়ায় অতিরিক্ত ট্রাফিক জামেও এই বাইকে খুব সহযেই গন্তব্য স্থলে পৌছানো যায়।

এরপর সাইফ ব্যবসার উদ্দেশ্যে সাইফ চীন থেকে গ্রিন টাইগার মোটরবাইক আমদানী করা শুরু করেন। প্রতিষ্ঠা করেন নিজের কোম্পানী ’আলিফ এন্টারপ্রাইজ’। সাফল্যের জন্য প্রয়োজনবোধ করেন প্রচারণার। কিন্তু বড় কোম্পানীদের মত অনেক টাকা খরচ করে প্রচারণা সম্ভব নয়; ফলপ্রস্ওু হবে না। প্রযুক্তিবান্ধব সাইফ বিকল্প মাধ্যম হিসেবে বেছে নেন অনলাইন মার্কেট প্লেস।  দেশের ৬৪ টি জেলায় আলিফ এণ্টারপ্রাইজের পণ্য পৌঁছে যায় বিকল্প এই বিনামূল্যের প্রচারণা মাধ্যমের কল্যাণে।

সাইফ খোজ পান দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কম’এর এবং এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।  তিনি বলেন, ”বিক্রয় ডট কমের মাধ্যমে আমি বাংলাদেশের প্রতিটি জেলার প্রতিটি কোনায় পৌছাতে পেরেছি যেটা আসলে প্রতিটি জেলায় একটি করে দোকান দিলেও সম্ভব ছিল না।”

তিনি আরো বলেন, ”আমি মোটামুটি বাংলাদেশের সবগুলো অনলাইন মার্কেট প্লেসে বিজ্ঞাপন দিয়েছি, কিন্তু কোনোটি থেকেই বিক্রয় ডট কম এর চেয়ে ভালো সাড়া পাইনি, যেহেতু এটি দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস।  দেশের সবচেয়ে মানসম্পন্ন এই মার্কেট প্লেসটি খুব সহজে ব্যবহার করা যায়। আর বিক্রয় ডট কমের কর্মীদের আন্তরিকতা এবং সহযোগী মনোভাব আমাকে মুগ্ধ করেছে।”

প্রায় ১০ মাস ধরে বিক্রয় ডট কম ব্যবহার করে ওয়াহিদ অনলাইনে টিউন করা ১৩৩ টি বিজ্ঞাপনের মধ্যে ৯৭ টি বাইক বিক্রি করেছেন।

এই সাফল্যের পর ওয়াহিদ এখন অনলাইনে মার্কেটিং এবং সেলস এর উপর আরো গুরুত্ব বাড়ানোর চিন্তা করছেন। একই সাথে তিনি ঢাকায় আরো দুই একটা নতুন শো-রুম খোলার পরিকল্পনাও করছেন।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একমত প্রকাশ করছি

Level 0

ওয়াহিদ হাসান সাইফ আলী মেধা যদি আমাদের থাকতে তাহলে বিক্রয় ডট কমে একখানা এ্যাড দিতে পারতাম।

ধন্যবাদ টিউনের জন্য।