অল্প খরচে ও স্বল্প সময়ে দ্রুত আউটসোর্সিং করার উপযোগী কোর্স করুন

যারা সংক্ষিপ্ত সময়ে এবং কম খরচে (মাত্র ৮,০০০টাকাতে) কোর্স করতে আগ্রহী তাদের জন্য খুব দ্রুত আউটসোর্সিং করার উপযোগী কিছু সংক্ষিপ্ত কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে এ প্রতিষ্ঠান। ক্রিয়েটিভ আইটিতে যেকোন প্রফেশনাল কোর্সগুলো ৪মাসের এবং কোর্স ফি ২০,০০০ টাকা। যাদের পক্ষে সময়ের অভাবে কিংবা আর্থিক অস্বচ্ছলতার কারনে ৪ মাসের প্রফেশনাল কোর্স করতে পারবেননা, তাদের জন্যই  দু’মাসের এই সংক্ষিপ্ত কোর্সের অফার।

কোর্সের বিস্তারিতঃ

  • যেকোন কোর্সের মেয়াদকালঃ ২মাস
  • যেকোন কোর্সের ফিঃ ৮,০০০টাকা (২ কিস্তিতে পরিশোধযোগ্য)
  • যেকোন কোর্সের সময়ঃ যেকোন দিন, দুপুর ১২-২টা, দুপুর ২-৪ টা
  • কোর্সটি শুধুমাত্র দুপুরের ব্যাচের জন্য।
  • যেকোন কোর্সের সাথে আউটসোর্সিং কোর্স সম্পূর্ণ ফ্রি এবং কোর্স শেষে আউটসোর্সিংয়ের কাজে কিংবা লোকাল চাকুরী পেতে সবসময় সহযোগিতা করা হবে।
  • যেকোন কোর্সের জন্য ভর্তির শেষ সময়ঃ ৫ জুন’২০১৪

Print

১। ক্রিয়েটিভ আইটিতে ভর্তি হওয়ার পূর্বেএ প্রতিষ্ঠানের সাবেক স্টুডেন্টের অভিজ্ঞতা নিজে পড়ে দেখুন।

২। যারা গ্রাফিকস ডিজাইনকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান, তাদের জন্য ক্রিয়েটিভ আইটির সাবেক স্টুডেন্টদের মধ্যে সফল রনির একটি বিশেষ লেখা পড়তে পারেন। ক্যারিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সহজ হবে।

গ্রাফিকস ডিজাইন করে যারা অনলাইনে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এই পোস্ট

কোর্সগুলো নাম

১। লোগো ডিজাইন (ইল্যাস্ট্রেটর)

কোর্স শেষে ক্যারিয়ারঃ লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইনের কাজ করে আউটসোর্সিং করতে পারবেন।

২। পিএসডি ওয়েব টেমপ্লেট ডিজাইন (ফটোশপ)

কোর্স শেষে ক্যারিয়ারঃ ওয়েব টেমপ্লেট ডিজাইন, ওয়েবব্যানার ডিজাইন, আইকন ডিজাইনের কাজ করে আউটসোর্সিং করতে পারবেন।

৩। ইমেজ প্রসেসিং (ফটোশপ)

কোর্স শেষে ক্যারিয়ারঃ ইমেজ রিটাচ, ক্লিপিং পাথসহ সকলধরনের ইমেজ প্রসেসিংয়ের কাজ অনলাইনে কিংবা দেশেও চাকুরী করতে পারবেন।

৪। পিএসডি টু এইচটিএমএল (PHOTOSHOP, HTML, CSS, JAVASCRIPT)

কোর্স শেষে ক্যারিয়ারঃ আউটসোর্সিংয়ে ব্যাপক চাহিদা সম্পন্ন রেসপন্সিভ ওয়েব ডিজাইন, পিক্সেল পার্ফেকশন ওয়েবসাইট টেমপ্লেট তৈরির কাজ করে আয় করতে পারবেন।

৬। ওয়ার্ডপ্রেস ও থিম কাস্টমাইজ(html, css, basic php, wordpress)

কোর্স শেষে ক্যারিয়ারঃ ওয়ার্ডপ্রেস দিয়ে যেকোন ওয়েবসাইট তৈরির কাজগুলো অনলাইনে এবং লোকাললি করতে পারবেন।

৭। সোশ্যাল মিডিয়া মার্কেটিং (facebook, google plus, Linkdin, twitter, pinterest, slideshare, youtube)

কোর্স শেষে ক্যারিয়ারঃ অনলাইন মার্কেটপ্লেসগুলোতে সোশ্যালমিডিয়া মার্কেটিংয়ের কাজ এবং অন্য যেকোন ধরনের পণ্যের সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংয়ের কাজ করতে পারবেন।

৮। ব্লগিং (কীওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইস, আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং)

কোর্স শেষে ক্যারিয়ারঃ গেস্ট ব্লগিংয়ের মাধ্যমে আয়, নিজের ব্লগে অ্যাডসেন্স, অ্যাফিলিয়েসন্স, এবং লোকাল বিজ্ঞাপনের মাধ্যমে আয়।

 যোগাযোগ করতে পারেন

citi__logo-500x500

ফোনঃ ০১৯৭৪১৩৪৪২৪, ০১১৯৩০৯৪৫৪৫
স্থানঃ মমতাজ প্লাজা (৫ম তলা )(ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে), বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.creativeit-inst.com

ফেসবুক গ্রুপঃ  facebook.com/groups/creativeit/

ফেসবুক পেজঃ  facebook.com/CreativeBangladesh

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার বাসা নরসিংদী জেলার মনোহরদী উপজেলাতেে আমার পক্ষে কি ঢাকা গিয়ে সপ্তাহে ২ দিন ক্লাস করা সম্ভব । আমি না হয় কষ্ট করে গেলাম ২ মাসে কি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবো? আমার গ্রাফিক্স ডিজাইন শেখার অনেক আগ্রহ আছে আউটসোর্সিং করার জন্য। আপনারা যদি এই প্রতিশুতি দেন ২ মাসে আমাকে একজন পূর্নাঙ্গ ডিজাইনার হিসেবে গড়ে তুলবেন তাহলে আমি ভর্তি হবো। এবং যত কষ্টই হোক আমি ঢাকা গিয়ে ক্লাস করবো।

আরেকটি কথা আজ দুপুরে আমি আপনাকে কল করেছিলাম কিন্তু আপনি বলছেন ব্যস্ত আছেন ১ ঘন্টা পরে কল দিবেন কিন্তু দিলেন না তো।
দয়া করে আমার কমেন্ট এর উত্তর দিবেন।

    @কামরুল ইসলাম:

    আমার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলাতেে। আমার জানা মতে Maximum প্রতিষ্ঠান এই রকম লোভনীয় বিজ্ঞাপন দিয়ে থাকে। কিন্ত বাস্তব টা ভিন্ন। ২ মাসে একজন পূর্নাঙ্গ গ্রাফিক্স ডিজাইনার হওয়া অসম্ভব।

      Level 0

      @Obaidul Hoque: ভাই মনে হয়, পুরো পোস্টটি পড়েননি। শুরুর প্যারাটা ভালভাবে পড়লে, হয়ত আপনার এ কথা বলার কথা না। সেখানে বলেছি, প্রফেশনাল হওয়ার জন্য আমাদের কোর্স ৪মাসের, যার ফি ২০,০০০টাকা। এখানে ২মাসের যেই কোর্স সেখানে গ্রাফিকস ডিজাইন কোর্স, কোথাও বলেছি কিনা, সেটাও আমি বুঝতেছিনা। আমি বলেছি, লোগো ডিজাইন শিখাবো, গ্রাফিকস ডিজাইন শিখাবো বলিনি। লোগো ডিজাইন গ্রাফিকস ডিজাইনের একটি পার্ট মাত্র, গ্রাফিকস ডিজাইন শিখাতে মিনিমাম, ৪মাস লাগে। আরো ভালোভাবে শিখতে আমাদের ১বছরেরও কোর্স আছে।

Level 0

Donnobad,

Bhai,
Bangladesh Open University take hsc pass kore ki desh-e ba bidesh-e higher education neya jabe, please

    Level 0

    @mana: সকল কাজ সম্ভব না। কিছু কিছু কাজ করা সম্ভব। আর সবাই আপনার স্কীল চাবে। আপনার কমিউনিকেশন স্কীল কেমন, সেটি দেখবে?? সুতরাং স্কীল তৈরির চেষ্টা করুন।

      Level 0

      @<ekram.cit: Bhai, hsc kor por onno college/varcity-te bhorti hote parbe? plrase

আমিও নরসিংদীর, সদর এ বাড়ি। আমার ও শিখতে হবে আউটসোর্সিং এর কাজ

    @saif mahmud zia:
    Lynda এর টিউটোরিয়ার দেখতে পারেন।