‘জাভা প্রশিক্ষণের মাধ্যমে ইন্টারন্যাশনাল জব নিশ্চিত করুন’

জাভা প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ

বর্তমান বিশ্বে দক্ষ এবং অভিজ্ঞ কর্মীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ লোকবলের অনেক সংকট রয়েছে। উন্নত বিশ্বে বিশেষ করে জাপানসহ অনন্য শিল্পোন্নত দেশ গুলোতে চাহিদা অনুসারে প্রচুর কর্মসহন্থানের সুযোগ থাকলেও লোকবলের অভাবে তাদের কার্যক্রম বিঘ্ন ঘটছে। অপরদিকে বাংলাদেশ একটি জনবহুল দেশ হয়েও এখানকার অনেক মেধাবী সুযোগের অভাবে তাদের যোগ্যতা অনুযায়ী নিজেদের উপস্থাপন করতে পারছেনা।জনবহুল বাংলাদেশে বহুসংখ্যক আইটি টেলেন্ট থাকলেও বিদেশী কোম্পানি গুলোর চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের এবং সঠিক দিক নির্দেশনার অভাবে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না।

উল্লেখিত কারণে বাংলা বিজনেস পার্টনারস (বিবিপি) জাপান এবং ড্যাফোডিল গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড (ডিজেআইটি) দেশের তরুণ আইটি পেশাজীবী এবং শিক্ষার্থীদের জাপানসহ উন্নত বিশ্বে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের জন্য কাজ করছে।

বর্তমানে উন্নত বিশ্বে বিশেষকরে জাপানসহ, আমেরিকা ও ইংল্যান্ড ছাড়াও অন্যান্য দেশে (জাভা) প্রোগ্রামারদের অধিক বেতন ও বিশেষ সুবিধা রয়েছে যা তথ্যপ্রযুক্তিতে অন্যানো ক্ষেত্রের চেয়ে অনেক বেশি। এই বিষয়টি বিবেচনা করেই ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড এবং ইনফরমেশন এক্সেস সেন্টার, ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে বিশ্বমানের আইটি ট্রেনিং দেয়ার লক্ষে এবং বিশ্বে আমাদের দেশের আইটি শিক্ষার্থীদের রিসোর্সে হিসেবে তুলে ধরতে একযোগে কাজ করে যাবে।প্রশিক্ষণ শেষে তাদের জাপানসহ উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে।

আগ্রহী শিক্ষার্থীদের ৬ মাস মেয়াদি জাভা প্রফেশনাল ট্রেনিং এবং জাপানি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হয়ে উন্নত বিশ্বের উপযোগী ও দক্ষ করে নিজেকে গড়ে তুলতে পারেন। দক্ষ ও উপযুক্ত ব্যক্তিকে সরাসরি জাপানসহ উন্নত বিশ্বেও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের নিশ্চিত সুযোগ নিতে পারেন।

**ট্রেনিং কোর্সটি পরিচালনা হবে পুরোপুরি কর্মসংস্থানভিত্তিক :

ট্রেনিং কোর্সটিকে এমনভাবে সাজানো হয়েছে যেখানে আগ্রহী শিক্ষার্থীদের ৬ মাসের জন্য জাভা প্রফেশনাল ট্রেনিং এবং পাশাপাশি শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষা ও ইন্টারভিউ ট্রেনিং এর মাধ্যমে উপযোগী করে তাদেরকে জাপানসহ উন্নত বিশ্বের বিভিন্ন কোম্পানিতে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিশ্চিত চাকুরীর ব্যবস্থা করা হবে।

**যারা এই ট্রেনিং অংশগ্রহন করতে পারবে :

CSE গ্রাজুয়েট/ CSE ফাইনাল সেমেস্টার ও আইটি সমমানের শিক্ষার্থী

**ট্রেনিং মডিউলে যা যা থাকছে :

মডিউলে ১: অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
মডিউলে ২: সফটওয়্যার ডেভেলপমেন্ট
মডিউলে ৩: সার্ভার সাইড প্রোগ্রামিং

**ডিজেআইটি জব প্লেসমেন্ট প্রক্রিয়া :

1. বাছাই পরীক্ষা
2. বুয়েট কর্তিক ৬ মাসের জাভা প্রফেশনাল ট্রেনিং


3. ডিজেআইটি কর্তিক কোর্স বিষয়ক কারিকুলাম সাপোর্ট, ক্যারিয়ার বিষয়ক ইন্টারন্যাশনাল লেভেল এ কাজ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা, ইন্টারভিউ ট্রেনিং এবং জাপানি ভাষা শিক্ষা সাপোর্ট.
4. জাপানসহ উন্নত বিশ্বের বিভিন্ন কোম্পানিতে সরাসরি ইন্টারভিউ এবং ১০০ ভাগ চাকুরীর নিশ্চয়তা

**ডিজেআইটি ১০০ ভাগ চাকুরীর নিশ্চয়তা কেন দিচ্ছে?

1.এই প্রথম আমাদের দেশে কোনো প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র আইটি প্রফেশনালদের নিয়ে কাজ করবে।
2.সরাসরি বিবিপি জাপান কর্তিক উন্নত বিশ্বের বিভিন্ন কোম্পানিতে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত চাকুরী নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দেয়ার নিশ্চয়তা।
3.আমাদের টপ ম্যানেজমেন্ট এ যারা আছেন নিম্নে বিস্তারিত দয়া হযেছে সুতরাং আমরা বলতে পারি আমরা করতে পারি এবং পারব আমাদের দেশের আইটি রিসোর্সকে বিশ্বের সামনে তুলে ধরতে।

Top Management Board:

1. Mr. Norio Murakami, Honorable Chairman (DJIT)
He was a vice president of Google Inc (USA) and honorable chairman of Google JAPAN
2. Md. Sabur Khan, Vice Chairman (DJIT)
Founder & Chairman of Daffodil Group
3. Toru Okazaki, Managing Director (DJIT)
He had worked for KPMG, Booz Allen Hamilton, and Mitsui & Co.
4. Shigeo Kizaki, Director (DJIT)
He was a Director of IBM Japan, and Vice President of Booz Allen Hamilton Japan, and Now CEO of Brain & Capital

বিস্তারিত জানতে যোগাযোগঃ

ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড (ডিজেআইটি)
বিডিবিএল ভবন, ৬ষ্ঠ তলা, ১২ কারওয়ান বাজার, ঢাকা।

মোবাইল : 01713493282, 01713493299, 01713493278

আপনার জিজ্ঞাসা নিয়ে আমরা  আছি এই গ্রুপে : https://www.facebook.com/groups/522455174532216/
Web: http://www.djit.biz

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ড্যাফডিল জাপান আইটি'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Daffodil Japan IT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Daffodil Japan IT


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল উদ্যোগ কোর্স ফি টা উল্লেখ করলে ভাল হতো। প্রিয় টিউনার ভাইযেরা যারা এই ট্রেনিং সম্পর্কে জানেন তারা তাদের মন্তব্য দয়া করে শেয়ার করবেন ।

    Level 0

    @Tuhin: তুহিন @ তারা আমাকে প্রাথমিক পর্যায়ে সিলেকশ করেছিল . কিছুদিন আগে তারা আমাকে ফোন দিয়ে তাদের অফিস …. BDBL ভবন এ দেখা করতে বলে … সেখানে গিয়ে জানতে পারলাম তাদের কোর্সের বিবরন … ট্রেনিং করতে মোটামুটি 1 লক্ষ টাকার মোট খরচ পরবে … আমার গ্রাজুয়েশন কমপ্লিট না থাকার কারণ এ কোর্স টি করতে পারলম না … এত টাকা দিয়ে জাভা শেখার ইচ্ছা নাই 😀

      Level 0

      @Gameb0y: আসলে টাকা কোন ব্যাপার না আসল হল শিখতে পারাটা। আর জাবা ভাল জানতে পারলে ইন্টারন্যাশনালি ভাল মানের জব করা যাবে। আসলে একজন স্টুডেন্ট এর পক্ষে এত গুলা টাকা ম্যানেজ করা কষ্টকর। আর এটা ওনাদের প্রথম ব্যাচ শুরু হবে । তাই একটু দ্বিধা দন্ধের মধ্যে আছি । কি করব ?

জাভা শিখতে এক লাখ লাগে? নেট ঘেটে তো ফ্রিতেই শিখা যায়

    Level 0

    @অর্ধশূন্য: ভাই জাবা আসলে ওত সহজ বিষয় না। আমিও নেট থেকে ট্রাই করেছি বেসিক টা জানা যায় কিন্তু এক্সপার্ট লেবেলে কাজ করতে গেলে ভাল ট্রেনিং প্রয়োজন। আর আপনি যদি নেট থেকে শিখতে পারেন তাহলে আর আপনার টাকা খরচ হল না।

    আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যাদের CSE Background/Computer Training কোনটাই করা নেই কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্স ডেভেলপমেন্টে এক্সপার্ট

      হে অবশ্যই করতে পারবে কিন্তু আমাদের জব প্লেসমেন্ট করার জন্য এখন আইটি ফিল্ড লাগবে এবং আমরাও কিছুদিনের মধ্যে একটা প্রোগ্রাম তৈরী করছি যেখানে সকল ফিল্ড থেকে আসতে পারবে এবং ট্রেনিং শেষে আমরা তাদের জব প্লেসমেন্ট করব , ধন্যবাদ

যাই হোক আইটি বিষয়ক যেকোনো উদ্যোগকে স্বাগত জানাই

Level 0

পুরাই ধান্দা……।।জাভা শিখতে ১লাখ!!!!!!!!!এই দেশের অসংখ্য ছেলে শুধুমাত্র নেট ঘেঁটে ,কোন রকম ডিগ্রি ছারাই ইন্টারন্যাশনাল মার্কেট এ কাজ করতেছে……………।

    আপনাক স্বাগত জানায় আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছেন কিন্তু আপনার বুঝতে হবে আমাদের ট্রেনিং শুধুমাত্র জাপানসহ উন্নত বিশ্বে জব প্লেসমেন্ট করার জন্য, ধন্যবাদ

Level 0

Look “নির্বাচিত সফল আইটি প্রফেশনালদের জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
What is the meaning of “নির্বাচিত” ?
it means only few students will be selected for job and others will be looser.

    Not like that, নির্বাচিত বলছে আমরা বুঝাচ্ছি সফল ভাবে আমাদের ট্রেনিং শেষ হবার পর এবং এই ট্রেনিং এ যারা সিলেক্ট হবে তাদের সবাইকে জব প্লেসমেন্ট করা হবে এই দিক থেকে আমরা অঙ্গীকারবদ্ধ , এই ট্রেনিং অংশগ্রহণকারী কেও বাদ পরবার অপসন নাই , ধন্যবাদ

Level 0

এ….ক…………….. ল………..ক্ষ……………..টা………কা!!!!!!!!!!!!!!!!!!!!!!

উধ্যগকে সাগত জানাই। বাট এক লক্ষ টাকা তাও, শুধু জাভা!
আমি এক বড় ভাই এর কাছ থেকে html থেকে শুরু করে সি, শিখতেছি, তাও ফ্রী! উনি শুধু প্রগ্রামার না, হ্যাকারও।
নাম বল্লে বাংলাদেশের সব বড় বড় হ্যাকার সবাই চিনবে।
কারো এই ট্রেইনিং না কইরা আমার কাছ থেকে জাভা এর ফুল টিউট নিয়ে জাইয়েন। ফ্রী

    আপনার প্রসঙ্গটাকে স্বাগত জানায় but bro its not only training its a job placement training so you have to understand what is our aim and what to be conduct also if you are highly professional or experienced then we will be placed on direct recruitment, here training is not needed. So we are appreciating you to come direct job placement,thank you

আমি IDB-BISEW হতে জাভা প্রোগ্রামিং এর উপর ডিপ্লোমা করেছি। IDB-BISEW এর কোর্সগুলি আন্তর্জাতিক মানের এটা সকলেরই জানা। এই কোর্সের মেয়াদকাল ছিল ১৪ মাস (সপ্তাহে ৬ দিন ৪ ঘন্টা ক্লাশ)। একটা ছাত্রের পিছনে এদের প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হয়। ঊল্লেখ্য, এটা একটি স্কলারশিপ প্রোগ্রাম। সম্মানিত মন্তব্যকারিগণ, বুঝতে পারছেন, জাভা কি জিনিস।
এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে কঠিন এবং দামি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হলো, জাভা। এনড্রয়েড এর ভবিষ্যত সম্পর্কে কম বেশি সবারই জানা। আর এনড্রয়েড এর ভিত্তিই হলো, জাভা।

আচ্ছা এটা কি স্পনসর টিউন???

হ্যাঁ এটা স্পনসরড টিউনই… সরি না দেখে ভুল করে ঢুকে পরেছিলাম… আমার মনে হয় বেশীর ভাগ ভিজিটরই আমার মতই শুধু হেডিং দেখে তাড়াহুড়ো করে ঢুকে পড়েছিল।

Level 0

Please help
Donnobad,

Bhai,
Bangladesh Open University take hsc pass kore ki desh-e ba bidesh-e higher education neya jabe, please

আমি ssc পরীক্ষা দেই ২০০১ এ, তারপর এপটেক নরসিংদী শাখায় CCS(certificate in Computer Software) 6 month kori, tar por DCS(Diploma in Computer Software) কোর্স করি 2 years। সেখানে ( DCS) HTML-JAVA SCRIPT-CORE JAVA- SUN JAVA+VISUAL BASIC . 0 complete kori. এবং ২০০৩ এ আমেরিকার নিউজার্সির হেড অফিস থেকে সার্টিফিকেট দেয়া হয় ওই শাখার মাধ্যমে, তার পর কোন চাকুরী বা HSC exam দেয়া হয়নি একটা ছোট খাট ব্যাবসা দেয়ার কারনে। মাঝে অনেক বৎসর গ্যাপ সব মনে ও নেই, আমি এখন কি কোর্স করতে পারি? বা কি করতে পারি? উল্লেখ্য আমি বর্তমানে ক্যাবল অপারেটর বিজনেস করি এবং দিনের বেশির ভাগ সময় নেট এ থাকা হয়।

Good………