ডিজিটাল মার্কেটিংয়ের ধারণাটি নতুন হলেও বদলে দিবে কেনাবেচার প্রথাগত ধরন

ডিজিটাল মার্কেটিংয়ের ধারণাটি দেশে নতুন হলেও এটি বদলে দিবে কেনাবেচার প্রথাগত ধারণা। দেশের ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি এবং প্রতিদিনকার জীবনের ব্যস্ততার কারনে নিজেদের প্রয়োজনীয় শপিংয়ে অনলাইন মার্কেট প্লেস হতে পারে প্রধান মাধ্যম।

রাজধানীর স্পেকট্রা কনভেশন সেন্টারে আজ সন্ধ্যায় দেশের বৃহত্তম অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকম আয়োজিত, “অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানো”র বিষয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।

এতে বিক্রয় ডটকমের মূল কোম্পানি সল্ট সাইড টেকনলজিসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং বাবাক টিগনার্ভাড বলেন, ইউরোপের যে অভিজ্ঞতা, তাতে আমরা দেখেছি মুদ্রণ মাধ্যমের চেয়ে অনলাইনে মানুষ বেশি স্বাচ্ছন্দবোধ করছেন এবং এর ফিডব্যাকও বেশি।

তিনি বলেন, বাংলাদেশে অব্যাহতভাবে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। দ্রুতগতির ইন্টারনেট সেবা থ্রিজি চালু হয়েছে। মানুষের প্রতিদিনকার জীবনে প্রযুক্তি নির্ভরতা বেড়েছে। তাই  সামনের দিনগুলোতে ডিজিটাল মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

দেশের ডিজিটাল মার্কেটের উপযোগিতা তুলে ধরে বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, মূলত দেশের অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিক্রয় ডট কম কাজ করছে। প্রতিদিনকার ব্যস্ত জীবনকে সহজ করতে অনলাইন মার্কেট প্লেস বড় রকমের ভূমিকা রাখছে।

তার মতে, গ্রাহকের পছন্দ অপছন্দ এবং বাজেট অনুযায়ী পণ্য কেনা বেচার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। পণ্যের উপস্থাপনার বৈচিত্রের কারনে এবং গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দেয়ায় বিক্রয় ডট কম শীর্ষ স্থানে উঠে আসতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে আমারা পেইড বিজ্ঞাপনও প্রচার করতে শুরু করেছি।

সেমিনারে মূল বক্তা সল্ট সাইড টেকনোলজিস’এর হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং বাবাক টিগনার্ভাড, যিনি কয়েক বছর ধরে গুগল এবং হাউলেট প্যাকার্ড’এর মতো আর্ন্তজাতিক কোম্পানিতে কাজ করেছেন, বলেন, অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রেতা সঠিক সময়ে তার গ্রাহকের কাছে সঠিক বার্তাটি পৌছে দিতে পারে। যার ফলে তার বিক্রিও বেড়ে যায়।

তিনি বলেন, বড় কর্পোরেশনগুলোর জন্য আরো কার্যকরভাবে সঠিক সময়ে সঠিক গ্রাহকের কাছে পন্য পৌছে দিতে অনলাইন মার্কটিং ব্র্যান্ডিং এবং পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজ করে। এই পদ্ধতি ব্যাবহার করেই তারা সফলতার সাথে বিশ্বব্যাপী বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস প্রতিষ্ঠা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের বিক্রয় ডট কম, শ্রীলঙ্কার ইকমান ডট ইক, ঘানার টোনাটন ডট কম অন্যতম।

২০১২ সালে বিক্রয় ডট কম তাদের কার্যক্রম শুরু করে। এক বছরেরও কম সময়ের মধ্যে এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেসে পরিণত হয়। আলেক্সা র‌্যাংকিং অনুযায়ী এটি দেশের অষ্টম বৃহত্তম ওয়েবসাইট।  সম্প্রতি তারা তাদের সাইটে অনলাইন ব্যানার বিজ্ঞাপন বিক্রিও শুরু করেছে।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস