বিক্রয় ডট কমের প্রতিযোগীতায় স্যামসাং গ্যালাক্সি S4 জিতে নিলেন চারজন বিজয়ী!

জানুয়ারী মাসের শেষে শুরু হয়েছিলো শ্রীলঙ্কার সাথে টেস্ট, ফেব্রুয়ারী মাসে টিটুয়েন্টি এবং ওয়ানডে সিরিজের পর এশিয়া কাপ এবং বর্তমানে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ, নিশ্চিতভাবেই বলা যায় দেশ এবং দেশের ক্রীড়ামোদীরা এখন ক্রিকেট জ্বরে আক্রান্ত। আর বাংলাদেশের ক্রিকেট খেলার এই মৌসুমকে কেন্দ্র করেই গতমাসের ০৫ ফেব্রুয়ারি, ২০১৪ ইং তারিখ থেকে বিক্রয় ডট কম দিয়েছিলো যেকোনো ব্যবহৃত খেলার সামগ্রীর বিজ্ঞাপন পোস্ট করে সামস্যাং এস ফোর জেতার সুযোগ।

ক্রিকেটপ্রেমীদের উজ্জ্বীবিত করতে এবং তাদের উন্মাদনাকে বাড়িয়ে দিতে বিক্রয় ডট কম আয়োজন করেছিলো এই আকর্ষণীয় অফারের। গত একমাসে বিক্রয় ডট কমে'র বিজ্ঞাপনদাতারা পেয়েছেন পুরানো ক্রিকেট ব্যাট থেকে শুরু করে যেকোনো খেলার সামগ্রী বিক্রি করে স্যামসাং এস ফোর জিতে নেয়ার সুযোগ।

মাসব্যাপী “আপনার খেলার সামগ্রী বিক্রি করে জিতে নিন সামস্যাং এস ফোর” প্রতিযোগীতা শেষ হয়েছে গত ৬ মার্চ। প্রতিযোগীতায় বিজয়ী মোট চারজনকে পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরষ্কার নিতে এসে প্রতিযোগীতার দ্বিতীয় সপ্তাহের বিজয়ী পুরান ঢাকার লালবাগের মোঃ রিপন উচ্ছ্বসিত হয়ে বলেন,

"এটা আমার কাছে স্বপ্নের মতো। বিক্রয় ডট কম-এর কাছ থেকে সামস্যাং এস ফোর জিতে আমি খুব খুশি। আমি সাইটের শুরু থেকেই এটি ব্যবহার করে আসছি, বিক্রয় ডট কম অনেক সহজে ব্যাবহার করা যায়।"

এছাড়াও প্রতিযোগীতার পুরষ্কার জিতে আদিয়ান সাবিত, ইয়াসিন হাসান খান এবং মহিউদ্দিন আল-আমিন নিজেদের খুশী প্রকাশ করেছেন একইভাবে।

এদিকে বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন প্রতিযোগীতা সম্পর্কে বলেন,

"মূলত বিক্রয় ডট কমের বিজ্ঞাপনদাতাদের আরো উৎসাহিত করতেই ক্রিকেট মৌসুমে আমরা এই আয়োজন করেছিলাম। এই একমাসে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। ভবিষ্যতেও আমরা বিজ্ঞাপনদাতাদের জন্য এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করবো।"

বাংলাদেশে অনলাইনে কেনাবেচা করুন নিশ্চিন্তে

বর্তমানে বাংলাদেশ অনলাইনে কেনাবেচার জন্য বিক্রয় ড্ট কম সবচেয়ে বড় মাধ্যম। সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরতার এই মাধ্যমে আপনি আপনার পুরোনো নতুন যেকোন জিনিস ক্রয় বিক্রয় করতে পারবেন খুব সহজেই। সাধ আছে কিন্তু সাধ্য নেই এমন অনেক প্রয়োজনীয় উচ্চমূল্যের জিনিস যেমনঃ মোবাইল, ল্যাপটপ, পিসি, বাইক ইত্যাদি আপনি সহজেই ক্রয় করতে পারবেন আপনার নাগালে থাকা মূল্যের মধ্যেই। আবার আপনার প্রয়োজনে কোনো জিনিস বিক্রয়ও করতে পারবেন এখানে ন্যায্য মূল্যে। আপনি খুব সহজে Bikroy.com এর মাধ্যমে আপনার বিক্রয়যোগ্য জিনিসের ফ্রী বিজ্ঞাপন দিতে পারেন । Bikroy.com এ আপনার জিনিসটির ছবি সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, দাম উল্লেখসহ জমা দিয়ে দিলে অন্যরা তা দেখে আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে কিনবে।

Bikroy.com এ আপনার বেচাকেনা শুভ হোক

যুক্ত হোন Bikroy.com এর সোসিয়াল নেটওয়ার্ক এ

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

es miss korlam

wwww