অনলাইনে ব্যবহৃত গাড়ির মধ্যে টয়োটা করোলাই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে

গাড়ি কেনাকাটার জন্য এখন অধিকাংশ ক্রেতাই অনলাইন নির্ভর হয়ে পরেছেন। আর যেখানে ক্রেতার ভিড় সেখানেই বিক্রেতার ভিড় হওয়াটাই স্বাভাবিক। অর্থাৎ ক্রেতা খুজতে খুজতে বিক্রেতা রাও এখন অনলাইনে ভিড় জমাচ্ছে। তাই এখন ক্রেতা বিক্রেতা মিলে গাড়ির ব্যবসা হয়ে পরেছে অনলাইন নির্ভর।

শোরুম এ না গিয়ে অনলাইনে গাড়ির সব বিস্তারিত জেনে নেয়াটাই এখন ক্রেতাদের কাছে বেশি উপভোগ্য ও সুবিধাজনক। ঠিক একই ভাবে শোরুম এ প্রতি ক্রেতাকে আলাদা আলাদা ভাবে গাড়ি না দেখিয়ে অনলাইনে একবারেই হাজার হাজার ক্রেতাকে গাড়ি দেখানোটাই বেশি সুবিধাজনক মনে করেন বিক্রেতারা।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কম জানিয়েছে, গত অক্টোবরে তাদের সাইটে ব্যাবহৃত গাড়ির বিজ্ঞাপন পড়েছে ১৩ হাজারেরও বেশি, যা গত জুলাই মাসের পোস্ট হওয়া বিজ্ঞাপনের চেয়ে ১৫ শতাংশ বেশি

বিক্রয় ডট কম প্রকাশিত রিপোর্ট

ব্র্যান্ডমডেলঅক্টোবরে গড় দামবিক্রয় ডট কমে বিজ্ঞাপনের সংখ্যা
টয়োটাকরোলা১,১১৪,৭০৩ টাকা৯৭৯
টয়োটাপ্রিমিও১,২৭১,২৩০ টাকা৬০৭
টয়োটাএলিয়ন১,৪১১,৬৬৭ টাকা৫৭৪
টয়োটাএক্সিও১,৪৯২,৭৫০ টাকা৩৮০

উৎস: বিক্রয় ডট কম

টয়োটা এক্সিও
টয়োটা এক্সিও

বিক্রয় ডট কমের পরিসংখ্যান অনুযায়ী, অনলাইনে প্রকাশিত ব্যাবহৃত গাড়ির বিজ্ঞাপনের মধ্যে টয়োটা সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। চলতি বছরের অক্টোবরে মোট ৯ শত ৭৯টি টয়োটা করোলা গাড়ির বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে, যার গড় মূল্য ছিল ১১ লাখ ১৪ হাজার ৭০৩ টাকা। একই সময়ে এই সাইটে টয়োটা এক্সিও’র মোট ৩৮০ টি বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল যার গড় মূল্য ১৪ লাখ ৯২ হাজার ৭৫০ টাকা। এছাড়াও বিক্রয় ডট কমে বিপুল পরিমাণে টয়োটা ব্র্যান্ডের প্রিমিও এবং এলিয়নের বিজ্ঞাপন পোস্ট করেছিলেন বিক্রেতারা।

প্রকাশিত বিজ্ঞাপন বিশ্লেষণে দেখা যাচ্ছে, উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি ব্যাবসায়ী নিয়মিতভাবে অনলাইন মার্কেট প্লেসে বিজ্ঞাপন দিচ্ছেন এবং কোন ধরনের ঝুঁকি ছাড়াই তাদের গাড়ি বিক্রি করছেন

টয়োটা প্রিমিও
টয়োটা প্রিমিও

জে এম কার সেন্টারের মালিক মো. শামীম বিক্রয় ডট কমের কার্যক্রমের শুরু থেকেই নিয়মিতভাবে গাড়ির বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, গত রোজায় তিনি এই সাইটে ২০০৮ মডেলের একটি টয়োটা এফ প্রিমিও গাড়ির বিজ্ঞাপন দিয়েছিলেন যা তিনি তার একদিন আগে কিনেছিলেন । সার্ভিসিংয়ের পরে সকাল ১১ টার দিকে তিনি ১৬ লাখ টাকা দাম চেয়ে বিজ্ঞাপনটি পোস্ট করেন।
তিনি বলেন,

মাত্র তিন ঘণ্টার মধ্যে আমি ১৩ টি ফোন কল পাই। যাদের প্রত্যেকেই সেদিনই গাড়িটি দেখতে আসতে চাচ্ছিলেন। এরপর দুই তিন জনের সাথে দর কষাকষি করে আমি রাত সাড়ে দশটার দিকে ১৫ লাখ ৮০ হাজার টাকায় গাড়িটি বিক্রি করে দিই।

টয়োটা এলিওন
টয়োটা এলিওন

এ অ্যান্ড এ কার সেন্টারের বিক্রয় ব্যাবস্থাপক মো. মামুন জানান, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বৈদেশিক মূদ্রার দাম কমে যাওয়ায় গত কয়েক মাসে গাড়ির বাজার মন্দা ছিল। কিন্তু অক্টোবর থেকে জাপানে গাড়ির দাম বেড়ে যাওয়ায় দেশে গাড়ির দাম আবার বেড়ে গেছে। তিনি বলেন,

যেহেতু বিক্রেতারা অনলাইনে সার্চ করে এবং আমার দেয়া বিজ্ঞাপন থেকে গাড়ি বাছাই করে কিনে, তাই হরতাল আমার ব্যাবসাকে ক্ষতি করতে পারেনি।

মামুন আরো জানালেন, শুধুমাত্র অক্টোবরেই তিনি বিক্রয় ডট কমের মাধ্যমে মোট ১৮টি গাড়ি বিক্রি করেছেন

গাড়ি ব্যাবসায়ীরা বলেন, টানা হরতারের কারণে, পিকেটারদের হামলা আর ভাঙচুড়ের ভয়ে তারা শো রুম খুব কমই খুলে রাখার সুযোগ পান। এ কারণেই মূলত তারা তাদের ব্যাবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনলাইন মার্কেট প্লেসে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন।

➡ ➡ ➡ বাংলাদেশে গাড়ি কেনা-বেচা করুন দেশের সেরা অনলাইন মার্কেটপ্লেস Bikroy.com এ

Bikroy.com এ আপনার বেচাকেনা শুভ হোক

যুক্ত হোন Bikroy.com এর সোসিয়াল নেটওয়ার্ক এ

:arrow: টিউনটি কম্পাইল্ড করেছেন টেকটিউনস সুপ্রিম টিউনারঃ রাকিবুল হাসান।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | [email protected]

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Chorom obostha.DJDRIVE.TK

খুব সহজেই আপনার ব্যবহৃত গাড়িটি বিক্রি করুন http://www.shopingmol.com