ভোট দিন, ভোট কামান! হয়ে যান বেশতো স্টার!

বেশতো ডট কম নিয়ে নতুন করে কিছু বলার নেই। কারন গত এক বছরেরও বেশী সময় ধরে বাংলাদেশের প্রথম পাবলিক সোশ্যাল নেটওয়ার্ক, “বেশতো”, ব্যবহারকারীদের ভালোবাসা নিয়ে পথ পাড়ি দিয়ে যাচ্ছে। কমেন্ট থ্রেডে জম্পেশ আড্ডা বা গুরুত্বপূর্ণ কোন প্রশ্নের উত্তর দেয়া অথবা দম ফাটানো জোকস পোস্ট করে ফলোয়ারদের হাসানো কিংবা দেশ বিদেশের সাম্প্রতিক খবর, শপিংয়ের নতুন খবর জানানো- সবকিছুই বেশতোবাসী করে যাচ্ছে আপন মহিমায়। আর তাই আজকের লেখা, নিজ আলোয় উদ্ভাসিত বেশতোর “ভোটিং সিস্টেম” নিয়ে।

বাংলাদেশের সোসিয়াল জগতে ভিন্ন আমেজ নিয়ে এসেছে বেশতো। সম্পুর্ন বাংলাদেশীদের মনোভাব, চিন্তাধারা নিয়ে এসেছে বেশতো। পুরো বেশতো যেন একটি পরিবার। বেশতোতে একে অপরের প্রতি এমন আপন মনোভাব ও ভালোবাসা বেশতোকে করেছে আরো জনপ্রিয়।

বেশতোর ভোটিং ফিচার "বেশ"

যারা এত দিনে বেশতো ব্যবহার করে ফেলেছেন, তারা হয়ত দেখে ফেলেছেন- বেশতোতে কন্টেন্টের ভ্যারাইটির সাথে সাথে এক প্রকার “ভোটিং সিস্টেমও” আছে, যা দ্বারা ইউজাররা ভালো কনটেন্টকে ‘বেশ’ ভোট দিয়ে উৎসাহিত করে এবং ‘অতটা ভালো নয়’ এমন কনটেন্টকে ‘ডাউন’ ভোট দিয়ে সেই কনটেন্ট দাতাকে মেসেজ দেয়- যে সে ভবিষ্যতে আরও ভালো কনটেন্ট দিতে পারে।

 কারো পোস্ট কে আপনি 'বেশ' হিসেবে ভোট করতে পারবেন 'জোশ!', 'একমত', 'হাহা!', 'ধন্যবাদ', 'ওমা!' অথবা 'ছিঃ ছিঃ' দিয়ে! আরো পারবেন 'অতটা ভাল না' ভোট দিতে।

ভোট কামান, পেয়ে যান বেশতো জনপ্রিয় পোস্ট!

আপনার পোস্ট অনেকগুলো বেশ ভোট পরলেই সেটি হয়ে যাবে জনপ্রিয়। তখন আপনার পোস্ট টি বেশতোর হোমপেজ এ সাম্প্রতিক জনপ্রিয় পোস্ট হিসেবে দেখাবে।

রয়েছে বিভিন্ন ভোট এর জন্য বিভিন্ন জনপ্রিয় ক্যাটাগরি

আপনার পোস্ট এ যদি সবচেয়ে বেশি "হা! হা!" ভোট পেয়ে থাকেন, তাহলে আপনার পোস্ট "হা হা!" হিসেবে নির্বাচিত হবে।

আপনার পোস্ট এ যদি সবচেয়ে বেশি "জোশ" ভোট পেয়ে থাকেন, তাহলে আপনার পোস্ট "জোশ!" হিসেবে নির্বাচিত হবে।

আপনার পোস্ট এ যদি সবচেয়ে বেশি "একমত" ভোট পেয়ে থাকেন, তাহলে আপনার পোস্ট "একমত" হিসেবে নির্বাচিত হবে।

কেন বেশতো ভোটিং ফিচার?

হরেক রকম মানুষের, হরেক রকম পছন্দ! কারো কাছে কোন খবর ভালো লাগলো না, তো কারো কাছে কোন শপিং ডিলস পড়ে মনে হল- ‘আরে এটা তো আমার ফলোয়ারদের জানানো উচিত!’ জরুরী না, সবার সব পোস্ট ভালো লাগতে হবে। বেশতো ঠিক এই কনসেপ্ট মাথায় রেখেই ভোটিং সিস্টেমটা এনেছে। যদি কোন ইউজারের কাছে কোন খবর, কোন ঘটনা ভালো লেগে থাকে তাহলে সে সেটাকে ‘বেশ’ দিয়ে সবার সামনে তুলে নিয়ে আসতে পারে। আবার একইভাবে কোন জোকস, প্রশ্ন ভালো না লাগলে সে সেই ইউজারকে ভোটিংয়ের মাধ্যমে জানাতে পারে যে ভবিষ্যতে যাতে আরও ইন্টারেস্টিং খবর সে দেখতে পায় বেশতোতে! একটা বিষয় পরিষ্কার যে, যেকোনো গ্রহণযোগ্য এবং ভালো মানের খবর বেশীরভাগ ইউজারদের ভালো লাগবেই। তাই ডাউন ভোট নিয়ে অত চিন্তা করেও লাভ নেই।

অতএব, এত ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে বেশতোতে পছন্দসই (এবং বেশতো অনুযায়ী মানানসই) পোস্ট দিয়ে যাওয়া উচিত। সবার সাথে জ্ঞান ভাগাভাগি করাটাই হল বড় কথা। কোন একটা নতুন ব্যাপার নিজে জেনে যত না আনন্দ, তার চেয়ে কারো সাথে শেয়ার করে আরও বেশী আনন্দ, ঠিক কি না? অবিশ্বাস্য হলেও সত্য যে বেশতোতে এমন শেয়ারিং মেন্টালিটি ইউজারদের মধ্যে এক অন্যরকম বন্ধন তৈরি করেছে। যার মায়ায় প্রতিদিন বেশতোতে আসতেই হয়! পরিশেষে তাই বলা, দীর্ঘজীবী হোক এ সকল বন্ধন, দীর্ঘজীবী হোক বেশতো

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বেশতো ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | [email protected]

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি কদিন যাবত বেশতো তে সক্রিয় আছি, অসাধারন সব বৈশিষ্ট্য| কিন্তু আমার ধারনা, এই অসম্ভব সুন্দর সামাজিক জায়গাটার বহুল প্রচার হচ্ছেনা, অনেকেই এখন পর্যন্ত নামটা শুনেনি….

একাউন্ট একটা মনে হয় আছে তবে মনে করতে পারছি না।